Ajker Patrika

গাজা নয়, ইসরায়েলের যুদ্ধের কেন্দ্রবিন্দু এখন লেবানন

অনলাইন ডেস্ক
Thumbnail image

লেবাননে আজ সোমবার বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। আকাশপথের এই ইতিমধ্যে ১৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় আহত হয়েছেন আরও ৭২৭ জন। সোমবার রাতে বিবিসি জানিয়েছে, দক্ষিণ লেবাননে অবস্থিত হিজবুল্লাহ গেরিলাদের ৮০০ অবস্থান টার্গেট করে এই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

গাজা যুদ্ধের মধ্যেই লেবাননে ইসরায়েলের বড় ধরনের হামলা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। লেভান্ট ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের পরিচালক সামি নাদের মত দিয়েছেন, ইসরায়েলের যুদ্ধের কেন্দ্রবিন্দু গাজা থেকে সরে গেছে। লেবাননের পরিস্থিতিকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসাবে বর্ণনা করেছেন সামি। কারণ ইসরায়েলের হামলা এবং গোলার মুখে পড়েছে লেবাননের বেসামরিক মানুষেরাও।

আল-জাজিরাকে সামি বলেন, ‘এটি এখন স্পষ্ট যে, এই যুদ্ধের এক নম্বর ক্ষেত্রটি এখন লেবানন। এটি এখন আর গাজা নয়।’

লেবাননে ইসরায়েলের সদ্য হামলাকে একটি নতুন ‘টার্নিং পয়েন্ট’ আখ্যা দিয়ে সামি বলেছেন—এত দিন লেবাননে ইসরায়েলের সব হামলা এবং সামরিক ব্যস্ততা হিজবুল্লাহ গেরিলাদের কেন্দ্র করে আবর্তিত হয়েছে। কিন্তু এখন এই হামলার মুখে পড়েছে বেসামরিক মানুষেরা। ইতিমধ্যে বিপুলসংখ্যক সাধারণ মানুষ হতাহত হয়েছে। বিধ্বস্ত অঞ্চলগুলো থেকে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে হাজার হাজার মানুষ। ফলে এটি একটি সর্বাত্মক যুদ্ধ।

সামি নাদের জানান, ২০০৬ সালে হিজবুল্লাহ এবং ইসরায়েল যখন শেষবার যুদ্ধ করেছিল তখনকার পরিস্থিতিই এখন দেখা যাচ্ছে বলে মন্তব্য করছেন প্রত্যক্ষদর্শীরা। সেই সময়ও বেসামরিক মানুষদের চড়া মূল্য দিতে হয়েছিল।

বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তা সমাধানের জন্য সমঝোতার সম্ভাবনাও কম বলে মনে করেন সামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত