অনলাইন ডেস্ক
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কোনো নেতাই জানেন না, তাঁদের কাছে কতজন ইসরায়েলি জিম্মি জীবিত আছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বৈরুতে থাকা হামাসের শীর্ষ নেতা ওসমান হামাদান। তিনি বলেছেন, ১১৭ জিম্মির মধ্যে আর কতজন জিম্মি হামাসের কাছে আছে, তা কেউই জানে না।
ওসমান হামাদান বলেন, ‘এ বিষয়ে আমার কোনো ধারণাই নেই। আমি কেন, কারওরই কোনো ধারণা নেই এ বিষয়ে।’ এ সময় তিনি সামগ্রিক পরিস্থিতির জন্য ইসরায়েলকেই দায়ী করেন। সম্প্রতি ইসরায়েলি চিকিৎসকেরা বলেছেন, হামাসের হাত থেকে উদ্ধার করা জিম্মিদের একজনের শরীরে কোনো মাংসই নেই এবং বাকিদের মানসিক অবস্থাও খুব একটা সুবিধার নয়। হামাদান এর জন্য ইসরায়েলকেই দায়ী করেন।
হামাসের অন্যতম শীর্ষ এই নেতা দাবি করেন, ‘আমি বিশ্বাস করি, যদি তাদের কোনো মানসিক সমস্যা হয়ে থাকে, তবে তা গাজায় ইসরায়েল যা করেছে তার কারণে।’ এ সময় তিনি যুদ্ধবিরতি প্রসঙ্গে হামাসের অবস্থান প্রসঙ্গে বলেন, জিম্মিদের মুক্ত করার বিষয়ে কোনো আলোচনার আগে ইসরায়েলকে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে হামাদান বলেন, ‘ইসরায়েলিরা কেবল ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চায় এবং তারপর তারা আবার যুদ্ধে ফিরে যেতে চায়। এই পরিস্থিতিতে আমি যেটা মনে করি, মার্কিনিরা এখন পর্যন্ত ইসরায়েলিদের (স্থায়ী যুদ্ধবিরতি) মেনে নিতে রাজি করাতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রকে একটি স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে রাজি করাতে হবে।’
এদিকে, যুক্তরাষ্ট্র ও হামাসের তরফ থেকে ইতিবাচক মনোভাব দেখানো হলেও ইসরায়েল এখনো প্রকাশ্যে চুক্তিতে রাজি হওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি। যদিও হোয়াইট হাউস বারবার জোর দিয়ে বলেছে, তাদের পরিকল্পনা ইসরায়েল সরকার গ্রহণ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর বর্তমান পরিকল্পনার প্রতি সমর্থন ঘোষণার চাপ আছে। তিনিও বারবার বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না।
এর আগে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসিকে বলেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি তাঁর সমর্থন পুনর্নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ‘হামাসকে এই মনোভাব দেখাতে হবে যে, তারাও এর অবসান চায়। যদি এমনটা হয়, আমরা যুদ্ধ শেষ করতে পারব। যদি এমনটা না হয়, তাহলে এর মানে হলো, তারা (হামাস) যুদ্ধ চালিয়ে যেতে চায়।’
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কোনো নেতাই জানেন না, তাঁদের কাছে কতজন ইসরায়েলি জিম্মি জীবিত আছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বৈরুতে থাকা হামাসের শীর্ষ নেতা ওসমান হামাদান। তিনি বলেছেন, ১১৭ জিম্মির মধ্যে আর কতজন জিম্মি হামাসের কাছে আছে, তা কেউই জানে না।
ওসমান হামাদান বলেন, ‘এ বিষয়ে আমার কোনো ধারণাই নেই। আমি কেন, কারওরই কোনো ধারণা নেই এ বিষয়ে।’ এ সময় তিনি সামগ্রিক পরিস্থিতির জন্য ইসরায়েলকেই দায়ী করেন। সম্প্রতি ইসরায়েলি চিকিৎসকেরা বলেছেন, হামাসের হাত থেকে উদ্ধার করা জিম্মিদের একজনের শরীরে কোনো মাংসই নেই এবং বাকিদের মানসিক অবস্থাও খুব একটা সুবিধার নয়। হামাদান এর জন্য ইসরায়েলকেই দায়ী করেন।
হামাসের অন্যতম শীর্ষ এই নেতা দাবি করেন, ‘আমি বিশ্বাস করি, যদি তাদের কোনো মানসিক সমস্যা হয়ে থাকে, তবে তা গাজায় ইসরায়েল যা করেছে তার কারণে।’ এ সময় তিনি যুদ্ধবিরতি প্রসঙ্গে হামাসের অবস্থান প্রসঙ্গে বলেন, জিম্মিদের মুক্ত করার বিষয়ে কোনো আলোচনার আগে ইসরায়েলকে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে হামাদান বলেন, ‘ইসরায়েলিরা কেবল ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চায় এবং তারপর তারা আবার যুদ্ধে ফিরে যেতে চায়। এই পরিস্থিতিতে আমি যেটা মনে করি, মার্কিনিরা এখন পর্যন্ত ইসরায়েলিদের (স্থায়ী যুদ্ধবিরতি) মেনে নিতে রাজি করাতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রকে একটি স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে রাজি করাতে হবে।’
এদিকে, যুক্তরাষ্ট্র ও হামাসের তরফ থেকে ইতিবাচক মনোভাব দেখানো হলেও ইসরায়েল এখনো প্রকাশ্যে চুক্তিতে রাজি হওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি। যদিও হোয়াইট হাউস বারবার জোর দিয়ে বলেছে, তাদের পরিকল্পনা ইসরায়েল সরকার গ্রহণ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর বর্তমান পরিকল্পনার প্রতি সমর্থন ঘোষণার চাপ আছে। তিনিও বারবার বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না।
এর আগে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসিকে বলেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি তাঁর সমর্থন পুনর্নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ‘হামাসকে এই মনোভাব দেখাতে হবে যে, তারাও এর অবসান চায়। যদি এমনটা হয়, আমরা যুদ্ধ শেষ করতে পারব। যদি এমনটা না হয়, তাহলে এর মানে হলো, তারা (হামাস) যুদ্ধ চালিয়ে যেতে চায়।’
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় এক নিরাপত্তা চৌকিতে বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ ও হাসপাতালের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৩ মিনিট আগেফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। গতকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে বিকল্প প্রস্তাবটি উত্থাপন করে মিসর; যা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিসরের...
৩৭ মিনিট আগেহোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ব্যাপক বাগ্বিতণ্ডার পর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া খনিজ চুক্তি ভেস্তে গিয়েছিল। তবে ট্রাম্প প্রশাসন ও ইউক্রেনের কর্মকর্তারা ফের সেই খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরের পরিকল্
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
১০ ঘণ্টা আগে