Ajker Patrika

ইসরায়েলি জিম্মিদের আর কতজন জীবিত আছে জানে না হামাসের কেউ 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ জুন ২০২৪, ১০: ১৪
ইসরায়েলি জিম্মিদের আর কতজন জীবিত আছে জানে না হামাসের কেউ 

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কোনো নেতাই জানেন না, তাঁদের কাছে কতজন ইসরায়েলি জিম্মি জীবিত আছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বৈরুতে থাকা হামাসের শীর্ষ নেতা ওসমান হামাদান। তিনি বলেছেন, ১১৭ জিম্মির মধ্যে আর কতজন জিম্মি হামাসের কাছে আছে, তা কেউই জানে না। 

ওসমান হামাদান বলেন, ‘এ বিষয়ে আমার কোনো ধারণাই নেই। আমি কেন, কারওরই কোনো ধারণা নেই এ বিষয়ে।’ এ সময় তিনি সামগ্রিক পরিস্থিতির জন্য ইসরায়েলকেই দায়ী করেন। সম্প্রতি ইসরায়েলি চিকিৎসকেরা বলেছেন, হামাসের হাত থেকে উদ্ধার করা জিম্মিদের একজনের শরীরে কোনো মাংসই নেই এবং বাকিদের মানসিক অবস্থাও খুব একটা সুবিধার নয়। হামাদান এর জন্য ইসরায়েলকেই দায়ী করেন। 

হামাসের অন্যতম শীর্ষ এই নেতা দাবি করেন, ‘আমি বিশ্বাস করি, যদি তাদের কোনো মানসিক সমস্যা হয়ে থাকে, তবে তা গাজায় ইসরায়েল যা করেছে তার কারণে।’ এ সময় তিনি যুদ্ধবিরতি প্রসঙ্গে হামাসের অবস্থান প্রসঙ্গে বলেন, জিম্মিদের মুক্ত করার বিষয়ে কোনো আলোচনার আগে ইসরায়েলকে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। 

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে হামাদান বলেন, ‘ইসরায়েলিরা কেবল ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চায় এবং তারপর তারা আবার যুদ্ধে ফিরে যেতে চায়। এই পরিস্থিতিতে আমি যেটা মনে করি, মার্কিনিরা এখন পর্যন্ত ইসরায়েলিদের (স্থায়ী যুদ্ধবিরতি) মেনে নিতে রাজি করাতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রকে একটি স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে রাজি করাতে হবে।’ 

এদিকে, যুক্তরাষ্ট্র ও হামাসের তরফ থেকে ইতিবাচক মনোভাব দেখানো হলেও ইসরায়েল এখনো প্রকাশ্যে চুক্তিতে রাজি হওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি। যদিও হোয়াইট হাউস বারবার জোর দিয়ে বলেছে, তাদের পরিকল্পনা ইসরায়েল সরকার গ্রহণ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর বর্তমান পরিকল্পনার প্রতি সমর্থন ঘোষণার চাপ আছে। তিনিও বারবার বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। 

এর আগে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসিকে বলেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি তাঁর সমর্থন পুনর্নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ‘হামাসকে এই মনোভাব দেখাতে হবে যে, তারাও এর অবসান চায়। যদি এমনটা হয়, আমরা যুদ্ধ শেষ করতে পারব। যদি এমনটা না হয়, তাহলে এর মানে হলো, তারা (হামাস) যুদ্ধ চালিয়ে যেতে চায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত