Ajker Patrika

গাজায় যুদ্ধবিরতির সুযোগ সীমিত হয়ে আসছে: ইসরায়েলি মন্ত্রী 

অনলাইন ডেস্ক
গাজায় যুদ্ধবিরতির সুযোগ সীমিত হয়ে আসছে: ইসরায়েলি মন্ত্রী 

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি সম্ভব। তবে এই সুযোগ সীমিত হয়ে আসছে। আর যুদ্ধ পুরোপুরি শেষ করার বিষয়টি অনেক জটিল। গত সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

ইয়োভ গ্যালান্তের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এপি জানিয়েছে, হামাসের সঙ্গে অন্তত ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি সম্ভব, যা দেশের উত্তরের লেবানন সীমান্তে কিছুটা স্থিতিশীলতা আনতে পারে। এই বিরতির সময় গাজার জিম্মিদের মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে তিনি স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেননি, যা হামাস দাবি করেছে। তিনি বলেন, ‘ইসরায়েলকে এমন একটি চুক্তি করতে হবে, যা ছয় সপ্তাহের বিরতিতে জিম্মিদের ফেরত দেবে। এর পর আমরা নিজেদের লক্ষ্য অর্জনে পুনরায় কার্যক্রম চালাতে পারব। এর মধ্যে হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা অন্যতম লক্ষ্য।’ 

যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় দীর্ঘদিন ধরেই ইসরায়েল-হামাস যুদ্ধের অবসানের চেষ্টা চলছে। তবে হামাসের প্রধান দাবি হলো, ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি গাজা থেকে প্রত্যাহার করতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, গাজার মিসরীয় সীমান্তে কৌশলগত করিডরে ইসরায়েলি বাহিনী স্থায়ীভাবে অবস্থান করবে। 

গ্যালান্তের মতে, এই করিডর থেকে ছয় সপ্তাহের জন্য বাহিনী সরানো যেতে পারে। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ইসরায়েলি মন্ত্রিসভায় এ নিয়ে গ্যালান্ত ও নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাগ্বিতণ্ডাও হয় বলে জানা গেছে। 

মার্কিন মধ্যস্থতাকারীরা একটি তিন পর্বের পরিকল্পনা প্রস্তাব করেছেন। যার প্রথম ধাপে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন হামাস কিছু জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েলও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে প্রস্তুত থাকবে। তবে গ্যালান্ত বারবার বলেন, ইসরায়েলের যুদ্ধের মূল লক্ষ্য হলো হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করা এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। 

গ্যালান্ত আরও বলেছেন, এই চুক্তি কেবল গাজাতে নয়, লেবানন সীমান্তেও উত্তেজনা কমাতে ভূমিকা রাখবে। 

যদিও হামাস এই ধরনের আংশিক চুক্তি গ্রহণ করবে কি না, তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা সমঝোতার জন্য একটি সমন্বিত প্রস্তাব তৈরিতে কাজ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকরা

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত