ইসরায়েলকে হামাসপ্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জবাব অবশ্যই দেবে ইরান। তবে এই জবাব দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে দেশটি সময় নিয়ে জবাব দিতে চায়। আজ মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে তেহরানে হত্যাকাণ্ডের শিকার হন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। এই ঘটনার পর থেকেই ইরান ও হামাস ইসরায়েলকে দায়ী করে আসছে। তবে ইসরায়েল এই হত্যাকাণ্ডের পর উল্লাস প্রকাশ করলেও বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি।
আইআরজিসি মুখপাত্র আলী মুহাম্মদ নায়েইনি বলেছেন, ‘সময় আমাদের অনুকূলে এবং অপেক্ষার সময় (ইসরায়েলকে হানিয়া হত্যাকাণ্ডের জবাব দেওয়া ক্ষেত্রে) সম্ভবত খানিকটা দীর্ঘই হবে।’ তবে ঠিক কত দিন দীর্ঘ হতে পারে এ বিষয়ে কোনো তথ্য দেননি আইআরজিসির এই মুখপাত্র।
গত মাসে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুক্রি। এই ঘটনার একদিন পর তেহরানের হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই বেড়েছে। ইরান, হিজবুল্লাহসহ তেহরানের আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলো উভয় হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
নায়েইনি বলেছেন, ইরানের প্রতিক্রিয়া অতীতের অপারেশন থেকে ভিন্ন ধরনের হতে পারে। এর আগে, চলতি বছরের এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে এক ইসরায়েলি হামলায় আইআরজিসি কমান্ডারসহ বেশ কয়েকজন নিহত হন। সেই হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে কয়েক শ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়।
নায়েইনি বলেন, ‘আমাদের কমান্ডাররা জানেন কীভাবে শত্রুকে কার্যকরভাবে শাস্তি দিতে হয় এবং তারা তাড়াহুড়ো করে কাজ করার বশবর্তী নন।’ এ সময় তিনি আরও বলেন, ‘ইরানের প্রতিশোধ নেওয়া হামলা হবে খুবই হিসেবি সুনির্দিষ্ট।’
ইসরায়েলকে হামাসপ্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জবাব অবশ্যই দেবে ইরান। তবে এই জবাব দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে দেশটি সময় নিয়ে জবাব দিতে চায়। আজ মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে তেহরানে হত্যাকাণ্ডের শিকার হন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। এই ঘটনার পর থেকেই ইরান ও হামাস ইসরায়েলকে দায়ী করে আসছে। তবে ইসরায়েল এই হত্যাকাণ্ডের পর উল্লাস প্রকাশ করলেও বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি।
আইআরজিসি মুখপাত্র আলী মুহাম্মদ নায়েইনি বলেছেন, ‘সময় আমাদের অনুকূলে এবং অপেক্ষার সময় (ইসরায়েলকে হানিয়া হত্যাকাণ্ডের জবাব দেওয়া ক্ষেত্রে) সম্ভবত খানিকটা দীর্ঘই হবে।’ তবে ঠিক কত দিন দীর্ঘ হতে পারে এ বিষয়ে কোনো তথ্য দেননি আইআরজিসির এই মুখপাত্র।
গত মাসে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুক্রি। এই ঘটনার একদিন পর তেহরানের হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই বেড়েছে। ইরান, হিজবুল্লাহসহ তেহরানের আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলো উভয় হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
নায়েইনি বলেছেন, ইরানের প্রতিক্রিয়া অতীতের অপারেশন থেকে ভিন্ন ধরনের হতে পারে। এর আগে, চলতি বছরের এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে এক ইসরায়েলি হামলায় আইআরজিসি কমান্ডারসহ বেশ কয়েকজন নিহত হন। সেই হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে কয়েক শ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়।
নায়েইনি বলেন, ‘আমাদের কমান্ডাররা জানেন কীভাবে শত্রুকে কার্যকরভাবে শাস্তি দিতে হয় এবং তারা তাড়াহুড়ো করে কাজ করার বশবর্তী নন।’ এ সময় তিনি আরও বলেন, ‘ইরানের প্রতিশোধ নেওয়া হামলা হবে খুবই হিসেবি সুনির্দিষ্ট।’
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৫ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৮ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১১ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১২ ঘণ্টা আগে