ইসরায়েলকে হামাসপ্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জবাব অবশ্যই দেবে ইরান। তবে এই জবাব দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে দেশটি সময় নিয়ে জবাব দিতে চায়। আজ মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে তেহরানে হত্যাকাণ্ডের শিকার হন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। এই ঘটনার পর থেকেই ইরান ও হামাস ইসরায়েলকে দায়ী করে আসছে। তবে ইসরায়েল এই হত্যাকাণ্ডের পর উল্লাস প্রকাশ করলেও বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি।
আইআরজিসি মুখপাত্র আলী মুহাম্মদ নায়েইনি বলেছেন, ‘সময় আমাদের অনুকূলে এবং অপেক্ষার সময় (ইসরায়েলকে হানিয়া হত্যাকাণ্ডের জবাব দেওয়া ক্ষেত্রে) সম্ভবত খানিকটা দীর্ঘই হবে।’ তবে ঠিক কত দিন দীর্ঘ হতে পারে এ বিষয়ে কোনো তথ্য দেননি আইআরজিসির এই মুখপাত্র।
গত মাসে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুক্রি। এই ঘটনার একদিন পর তেহরানের হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই বেড়েছে। ইরান, হিজবুল্লাহসহ তেহরানের আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলো উভয় হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
নায়েইনি বলেছেন, ইরানের প্রতিক্রিয়া অতীতের অপারেশন থেকে ভিন্ন ধরনের হতে পারে। এর আগে, চলতি বছরের এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে এক ইসরায়েলি হামলায় আইআরজিসি কমান্ডারসহ বেশ কয়েকজন নিহত হন। সেই হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে কয়েক শ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়।
নায়েইনি বলেন, ‘আমাদের কমান্ডাররা জানেন কীভাবে শত্রুকে কার্যকরভাবে শাস্তি দিতে হয় এবং তারা তাড়াহুড়ো করে কাজ করার বশবর্তী নন।’ এ সময় তিনি আরও বলেন, ‘ইরানের প্রতিশোধ নেওয়া হামলা হবে খুবই হিসেবি সুনির্দিষ্ট।’
ইসরায়েলকে হামাসপ্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জবাব অবশ্যই দেবে ইরান। তবে এই জবাব দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে দেশটি সময় নিয়ে জবাব দিতে চায়। আজ মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে তেহরানে হত্যাকাণ্ডের শিকার হন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। এই ঘটনার পর থেকেই ইরান ও হামাস ইসরায়েলকে দায়ী করে আসছে। তবে ইসরায়েল এই হত্যাকাণ্ডের পর উল্লাস প্রকাশ করলেও বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি।
আইআরজিসি মুখপাত্র আলী মুহাম্মদ নায়েইনি বলেছেন, ‘সময় আমাদের অনুকূলে এবং অপেক্ষার সময় (ইসরায়েলকে হানিয়া হত্যাকাণ্ডের জবাব দেওয়া ক্ষেত্রে) সম্ভবত খানিকটা দীর্ঘই হবে।’ তবে ঠিক কত দিন দীর্ঘ হতে পারে এ বিষয়ে কোনো তথ্য দেননি আইআরজিসির এই মুখপাত্র।
গত মাসে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুক্রি। এই ঘটনার একদিন পর তেহরানের হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই বেড়েছে। ইরান, হিজবুল্লাহসহ তেহরানের আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলো উভয় হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
নায়েইনি বলেছেন, ইরানের প্রতিক্রিয়া অতীতের অপারেশন থেকে ভিন্ন ধরনের হতে পারে। এর আগে, চলতি বছরের এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে এক ইসরায়েলি হামলায় আইআরজিসি কমান্ডারসহ বেশ কয়েকজন নিহত হন। সেই হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে কয়েক শ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়।
নায়েইনি বলেন, ‘আমাদের কমান্ডাররা জানেন কীভাবে শত্রুকে কার্যকরভাবে শাস্তি দিতে হয় এবং তারা তাড়াহুড়ো করে কাজ করার বশবর্তী নন।’ এ সময় তিনি আরও বলেন, ‘ইরানের প্রতিশোধ নেওয়া হামলা হবে খুবই হিসেবি সুনির্দিষ্ট।’
আট মাসের অন্তঃসত্ত্বা ওয়ালা ফাথি তাঁর তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। দেইর আল-বালাহ থেকে তিনি বিবিসিকে বলেন, গাজার মানুষেরা ‘এমন এক বিপর্যয় এবং দুর্ভিক্ষের অভিজ্ঞতা লাভ করছে, যা কেউ কল্পনাও করতে পারবে না।’ তিনি বলেন, ‘আমার শিশুটি আমার গর্ভেই থাকুক। এই কঠিন পরিস্থিতিতে আমাকে যেন তাকে জন্ম দিতে...
৬ ঘণ্টা আগেএই বিরোধ তীব্র হয় ২০০৮ সালে। কম্বোডিয়া বিতর্কিত এলাকার ১১ শতকের একটি মন্দিরকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নিবন্ধন করার চেষ্টা করলে থাইল্যান্ডের তীব্র প্রতিবাদের মুখে পড়ে। এর পর থেকে দুই দেশের মধ্যে বিচ্ছিন্নভাবে অনেকবার সংঘর্ষ হয়েছে, যেখানে উভয় পক্ষের সৈনিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
৭ ঘণ্টা আগেথাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বৃহস্পতিবার (২৪ জুলাই) রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। আসিয়ান সংগঠনটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বিকাশমান অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্য নিয়ে কাজ করে। এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীন প্রভাব...
৮ ঘণ্টা আগেথাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত এলাকায় সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শুরু হওয়া এই সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জনই বেসামরিক নাগরিক এবং একজন সেনাসদস্য।
৯ ঘণ্টা আগে