Ajker Patrika

সিরিয়ায় সন্দেহভাজন আইএস প্রধান নিহত, দাবি এরদোয়ানের

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ মে ২০২৩, ১০: ৫১
Thumbnail image

তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার অভিযানে সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন প্রধান নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান। গতকাল রোববার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় তিনি মৃত্যুর এই খবর প্রকাশ করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এরদোয়ান তাঁর বক্তৃতায় বলেন, ‘আইএসের সন্দেহভাজন প্রধান নেতা, যাঁর সাংকেতিক নাম আবু হুসেইন আল-কুরাশি গত শনিবার সিরিয়ায় এমআইটির অভিযানে নিহত হয়েছেন।’

এর আগে গত বছরের ৩০ নভেম্বর আইএস নেতা আবু হাসান আল-হাশিমি আল-কুরাশি নিহত হওয়ার পর আবু হুসেইন আল-কুরাশিকে তাঁর স্থলাভিষিক্ত নেতা হিসেবে ঘোষণা করেছিল আইএস।

উত্তর সিরিয়ার একজন এএফপি সংবাদদাতা বলেছেন, তুর্কি গোয়েন্দা এজেন্ট এবং তুরস্কসমর্থিত স্থানীয় সামরিক পুলিশ শনিবার থেকে আফরিনের উত্তর-পশ্চিম অঞ্চলের জিন্দিরেসের একটি অঞ্চল অবরুদ্ধ করে রেখেছে।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, এখানে একটি ইসলামিক স্কুলে হামলা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে সৈন্য মোতায়েন করে রেখেছে তুরস্ক। তুর্কি সমর্থিত সিরীয়দের সহযোগিতায় এ অঞ্চল পুরোটাই দখলে রেখেছে তারা।

চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে উত্তর সিরিয়ায় হেলিকপ্টার অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানের যুক্তি হিসেবে যুক্তরাষ্ট্র বলেছে, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে হামলা চালানোর পরিকল্পনা করছে আইএস। ওই অভিযানে আইএসের আবদ-আল হাদি মাহমুদ আল-হাজি আলী নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

এরপর ১৬ এপ্রিল আইএস সন্ত্রাসী পাল্টা হামলা চালিয়ে কমপক্ষে ৪১ জনকে হত্যা করেছে। এর মধ্যে ২৪ জন বেসামরিক মানুষ রয়েছেন।

এপ্রিলের প্রথম সপ্তাহে মার্কিন বাহিনী বলেছিল, তারা ইউরোপে হামলার পরিকল্পনার জন্য দায়ী একজন আইএস নেতাকে হত্যা করেছে, তাঁর নাম খালিদ আইদ আহমদ আল-জাবরি। এর আগে ২০১৯ সালের অক্টোবরে ওয়াশিংটন বলেছিল, তারা উত্তর-পশ্চিম সিরিয়ায় অভিযান চালিয়ে আইএস নেতা আবু বকর আল-বাগদাদিকে হত্যা করেছে।

জঙ্গি সংগঠন আইএস যখন ক্ষমতার শীর্ষে ছিল তখন তারা ইরাক ও সিরিয়ার কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়েছিল। সে সময় তারা ইউরোপে একাধিক হামলার দায় স্বীকার করেছে। সিরিয়া থেকে আইএস সেনাদের একবার বিদায় করা হলেও এখনো তারা সেখানে মাঝে মাঝেই হামলা চালায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত