Ajker Patrika

পশ্চিম তীরে আরও ৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল 

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ জুন ২০২৪, ১৬: ০৮
Thumbnail image

ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত ভূখণ্ড পশ্চিম তীরে আরও ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরের জেনিনে অন্তত ছয়জন নিহত হয়েছেন। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী আল-কুদস ব্রিগেড ও জেনিন ব্রিগেড জানিয়েছে, জেনিনের পশ্চিমাঞ্চলের কাফর দান গ্রামে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ হয়। এ সময় ইসরায়েলি সৈন্যরা গুলি ও বিস্ফোরকের সাহায্যে তাদের ওপর আক্রমণ চালালে তারাও পাল্টা আক্রমণ চালায়। মূলত ইসরায়েলি দখলদার বাহিনীর একটি বিশেষ ইউনিট গ্রামটিতে প্রবেশের চেষ্টা করলে এই সংঘর্ষ হয়। 

ইসরায়েলি বাহিনী কাফরদান গ্রামের একটি বাড়ির কিছু অংশ উড়িয়ে দেয়। এ সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা (ইসরায়েলি সৈন্যরা) আহতদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেয় এবং তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ইসরায়েলি দখলদার বাহিনী নারীসহ একটি পরিবারের সদস্যদের ঢাল হিসেবে ব্যবহার করে। 

ইসরায়েলি বাহিনী কাফরদান গ্রামটিতে অভিযান চালানোর সময় দুটি বাড়িকে ঘিরে রাখে। পরে সেই বাড়ি দুটি তারা এনেগ্রা গ্রেনেডের সাহায্যে ধসিয়ে দেয়। এ সময় ইসরায়েলি বাহিনীর একটি হেলিকপ্টারও আকাশে টহল দিচ্ছিল। 

ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে ছয়জন নিহতের ঘটনা নিশ্চিত করেছে। তাঁরা হলেন—সাকার আবেদ (২৮), আহমাদ সামুদি (২৪), আয়মান আবু ফাদালা (২৪), মোহাম্মদ মারেই (৩২), মুস্তফা মারেই (২১) এবং আহমদ আবু ওবেদ (২১)। 

এর আগে, গত সোমবার সন্ধ্যায় ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাফর নি’য়ামা গ্রামে অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি মারা যান। ইসরায়েলি দখলদার বাহিনীর একদল সেনা কাফর নি’য়ামা গ্রামের কাছে একটি গাড়িতে গুলি চালিয়ে ওই চারজনকে হত্যা করে। পরে তারা ওই চারজনের মরদেহ নিয়ে যায়। কেবল তা-ই নয়, ইসরায়েলি দখলদার বাহিনী গাড়িতে গুলি চালানোর পাশাপাশি গ্রামেও ভাঙচুর চালায়। একপর্যায়ে গ্রামবাসীর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় আটজন আহত হন। 

উল্লেখ্য, ফিলিস্তিনের অপর ভূখণ্ড গাজায় আট মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এই সময়ে ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে ৮০ হাজারের বেশি ফিলিস্তিনি। এ ছাড়া, আরও ৮ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত