অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত ভূখণ্ড পশ্চিম তীরে আরও ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরের জেনিনে অন্তত ছয়জন নিহত হয়েছেন। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী আল-কুদস ব্রিগেড ও জেনিন ব্রিগেড জানিয়েছে, জেনিনের পশ্চিমাঞ্চলের কাফর দান গ্রামে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ হয়। এ সময় ইসরায়েলি সৈন্যরা গুলি ও বিস্ফোরকের সাহায্যে তাদের ওপর আক্রমণ চালালে তারাও পাল্টা আক্রমণ চালায়। মূলত ইসরায়েলি দখলদার বাহিনীর একটি বিশেষ ইউনিট গ্রামটিতে প্রবেশের চেষ্টা করলে এই সংঘর্ষ হয়।
ইসরায়েলি বাহিনী কাফরদান গ্রামের একটি বাড়ির কিছু অংশ উড়িয়ে দেয়। এ সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা (ইসরায়েলি সৈন্যরা) আহতদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেয় এবং তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ইসরায়েলি দখলদার বাহিনী নারীসহ একটি পরিবারের সদস্যদের ঢাল হিসেবে ব্যবহার করে।
ইসরায়েলি বাহিনী কাফরদান গ্রামটিতে অভিযান চালানোর সময় দুটি বাড়িকে ঘিরে রাখে। পরে সেই বাড়ি দুটি তারা এনেগ্রা গ্রেনেডের সাহায্যে ধসিয়ে দেয়। এ সময় ইসরায়েলি বাহিনীর একটি হেলিকপ্টারও আকাশে টহল দিচ্ছিল।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে ছয়জন নিহতের ঘটনা নিশ্চিত করেছে। তাঁরা হলেন—সাকার আবেদ (২৮), আহমাদ সামুদি (২৪), আয়মান আবু ফাদালা (২৪), মোহাম্মদ মারেই (৩২), মুস্তফা মারেই (২১) এবং আহমদ আবু ওবেদ (২১)।
এর আগে, গত সোমবার সন্ধ্যায় ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাফর নি’য়ামা গ্রামে অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি মারা যান। ইসরায়েলি দখলদার বাহিনীর একদল সেনা কাফর নি’য়ামা গ্রামের কাছে একটি গাড়িতে গুলি চালিয়ে ওই চারজনকে হত্যা করে। পরে তারা ওই চারজনের মরদেহ নিয়ে যায়। কেবল তা-ই নয়, ইসরায়েলি দখলদার বাহিনী গাড়িতে গুলি চালানোর পাশাপাশি গ্রামেও ভাঙচুর চালায়। একপর্যায়ে গ্রামবাসীর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় আটজন আহত হন।
উল্লেখ্য, ফিলিস্তিনের অপর ভূখণ্ড গাজায় আট মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এই সময়ে ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে ৮০ হাজারের বেশি ফিলিস্তিনি। এ ছাড়া, আরও ৮ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছে।
ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত ভূখণ্ড পশ্চিম তীরে আরও ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরের জেনিনে অন্তত ছয়জন নিহত হয়েছেন। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী আল-কুদস ব্রিগেড ও জেনিন ব্রিগেড জানিয়েছে, জেনিনের পশ্চিমাঞ্চলের কাফর দান গ্রামে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ হয়। এ সময় ইসরায়েলি সৈন্যরা গুলি ও বিস্ফোরকের সাহায্যে তাদের ওপর আক্রমণ চালালে তারাও পাল্টা আক্রমণ চালায়। মূলত ইসরায়েলি দখলদার বাহিনীর একটি বিশেষ ইউনিট গ্রামটিতে প্রবেশের চেষ্টা করলে এই সংঘর্ষ হয়।
ইসরায়েলি বাহিনী কাফরদান গ্রামের একটি বাড়ির কিছু অংশ উড়িয়ে দেয়। এ সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা (ইসরায়েলি সৈন্যরা) আহতদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেয় এবং তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ইসরায়েলি দখলদার বাহিনী নারীসহ একটি পরিবারের সদস্যদের ঢাল হিসেবে ব্যবহার করে।
ইসরায়েলি বাহিনী কাফরদান গ্রামটিতে অভিযান চালানোর সময় দুটি বাড়িকে ঘিরে রাখে। পরে সেই বাড়ি দুটি তারা এনেগ্রা গ্রেনেডের সাহায্যে ধসিয়ে দেয়। এ সময় ইসরায়েলি বাহিনীর একটি হেলিকপ্টারও আকাশে টহল দিচ্ছিল।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে ছয়জন নিহতের ঘটনা নিশ্চিত করেছে। তাঁরা হলেন—সাকার আবেদ (২৮), আহমাদ সামুদি (২৪), আয়মান আবু ফাদালা (২৪), মোহাম্মদ মারেই (৩২), মুস্তফা মারেই (২১) এবং আহমদ আবু ওবেদ (২১)।
এর আগে, গত সোমবার সন্ধ্যায় ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাফর নি’য়ামা গ্রামে অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি মারা যান। ইসরায়েলি দখলদার বাহিনীর একদল সেনা কাফর নি’য়ামা গ্রামের কাছে একটি গাড়িতে গুলি চালিয়ে ওই চারজনকে হত্যা করে। পরে তারা ওই চারজনের মরদেহ নিয়ে যায়। কেবল তা-ই নয়, ইসরায়েলি দখলদার বাহিনী গাড়িতে গুলি চালানোর পাশাপাশি গ্রামেও ভাঙচুর চালায়। একপর্যায়ে গ্রামবাসীর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় আটজন আহত হন।
উল্লেখ্য, ফিলিস্তিনের অপর ভূখণ্ড গাজায় আট মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এই সময়ে ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে ৮০ হাজারের বেশি ফিলিস্তিনি। এ ছাড়া, আরও ৮ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছে।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ আজ রোববার সৌদি আরবে পৌঁছেছেন। বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার নতুন নেতা হিসেবে এটিই তাঁর প্রথম বিদেশ সফর বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
৩১ মিনিট আগেসৌদি আরবের নারী অশ্বারোহী শাহদ আল শাম্মারি আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সম্প্রতি তিনি একটি ফার্মেসির ভেতরে ঘোড়া নিয়ে প্রবেশ করে আলোচনায় আসার পর এবার একটি পোশাকের দোকানে একই কাণ্ড ঘটিয়েছেন।
১ ঘণ্টা আগেস্ত্রীর অনবরত অনুরোধে স্বামী শেষ পর্যন্ত রাজি হন। এক বছরের চেষ্টার পর তিন মাস আগে একজন ‘ক্রেতা’ খুঁজে পান তাঁরা। ১০ লাখ টাকার বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন স্বামী। তিনি আশা করেছিলেন, এতে পরিবারের দারিদ্র্য কিছুটা হলেও কমবে এবং মেয়ের বিয়ের ব্যবস্থা সহজ হবে। কিন্তু তিনি জানতেন না, তাঁর স্ত্রীর
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইডের (ইউএসএআইডি) অফিশিয়াল ওয়েবসাইটও এবার বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি। এমনকি ইউএসএআইডির এক্স অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের প
৩ ঘণ্টা আগে