লাতিন আমেরিকার বন আমাজন রক্ষায় ১০০ কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গতকাল মঙ্গলবার এই দুই প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কেবল আমাজনের ব্রাজিল অংশ নয়, একসময়ের ফরাসি উপনিবেশ গায়ানাও এই বিনিয়োগের সুবিধা পাবে। যৌথ বিবৃতিতে দুই দেশ জানিয়েছে, আগামী চার বছর বন সংরক্ষণে এই অর্থ ব্যয় করা হবে। বিনিয়োগের অর্থ জোগানে ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও ফ্রান্সের বিনিয়োগ সংস্থাগুলো একযোগে কাজ করবে।
ব্রাজিলে জাইর বলসোনারে প্রেসিডেন্ট থাকার সময়ে দেশটির সঙ্গে ফ্রান্সের সম্পর্ক স্থবির হয়ে ছিল। লুলা ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কোন্নয়নের উদ্যোগ আবারও শুরু হয়। তারই ধারাবাহিকতায় লুলা ও মাখোঁর এই সাক্ষাৎ। আমাজন বন সংরক্ষণ, বাণিজ্য উন্নয়নসহ নানা ক্ষেত্রে পরস্পর সহযোগিতা বাড়াতে এই সাক্ষাৎ অনেক বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
ব্রাজিলের পারা রাজ্যে বেলেমে শহরে এক বক্তব্যে লুলা জানান, মাখোঁর সফর বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট রক্ষায় বিশ্ব উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও বলেন, যেসব দেশ বন উজাড় করে ফেলেছে, তারা বনভূমি রক্ষায় সেসব দেশকে আর্থিকভাবে সাহায্য করতে পারে যারা এখনো বনভূমি রক্ষা করছে।
এদিকে, চলতি বছরের নভেম্বরে রিও ডি জেনিরোতে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল। এ ছাড়া আগামী বছর বেলেমে জাতিসংঘের জলবায়ু সম্মেলনও আয়োজন করা হবে।
উল্লেখ্য, আজ বুধবার রিও ডি জেনিরোর ইতাগুই জাহাজ নির্মাণকেন্দ্রে মাখোঁ ও লুলা একটি ডিজেলচালিত সাবমেরিন উদ্বোধন করবেন। ফরাসি প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা সাবমেরিনটি ব্রাজিলে নির্মাণ করা হয়েছে।
লাতিন আমেরিকার বন আমাজন রক্ষায় ১০০ কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গতকাল মঙ্গলবার এই দুই প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কেবল আমাজনের ব্রাজিল অংশ নয়, একসময়ের ফরাসি উপনিবেশ গায়ানাও এই বিনিয়োগের সুবিধা পাবে। যৌথ বিবৃতিতে দুই দেশ জানিয়েছে, আগামী চার বছর বন সংরক্ষণে এই অর্থ ব্যয় করা হবে। বিনিয়োগের অর্থ জোগানে ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও ফ্রান্সের বিনিয়োগ সংস্থাগুলো একযোগে কাজ করবে।
ব্রাজিলে জাইর বলসোনারে প্রেসিডেন্ট থাকার সময়ে দেশটির সঙ্গে ফ্রান্সের সম্পর্ক স্থবির হয়ে ছিল। লুলা ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কোন্নয়নের উদ্যোগ আবারও শুরু হয়। তারই ধারাবাহিকতায় লুলা ও মাখোঁর এই সাক্ষাৎ। আমাজন বন সংরক্ষণ, বাণিজ্য উন্নয়নসহ নানা ক্ষেত্রে পরস্পর সহযোগিতা বাড়াতে এই সাক্ষাৎ অনেক বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
ব্রাজিলের পারা রাজ্যে বেলেমে শহরে এক বক্তব্যে লুলা জানান, মাখোঁর সফর বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট রক্ষায় বিশ্ব উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও বলেন, যেসব দেশ বন উজাড় করে ফেলেছে, তারা বনভূমি রক্ষায় সেসব দেশকে আর্থিকভাবে সাহায্য করতে পারে যারা এখনো বনভূমি রক্ষা করছে।
এদিকে, চলতি বছরের নভেম্বরে রিও ডি জেনিরোতে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল। এ ছাড়া আগামী বছর বেলেমে জাতিসংঘের জলবায়ু সম্মেলনও আয়োজন করা হবে।
উল্লেখ্য, আজ বুধবার রিও ডি জেনিরোর ইতাগুই জাহাজ নির্মাণকেন্দ্রে মাখোঁ ও লুলা একটি ডিজেলচালিত সাবমেরিন উদ্বোধন করবেন। ফরাসি প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা সাবমেরিনটি ব্রাজিলে নির্মাণ করা হয়েছে।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
২ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৫ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৫ ঘণ্টা আগে