ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যঙ্গচিত্র প্রকাশের পর থেকে তামিলনাড়ু রাজ্যের ঐতিহ্যবাহী মিডিয়া গ্রুপ বিকাতানের সাপ্তাহিক ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রবেশে সমস্যা হচ্ছে।
মিডিয়া গ্রুপটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ওয়েবসাইট প্রবেশ করতে না পারার বিষয়ে বেশ কিছু পাঠক অভিযোগ জানিয়েছেন। তবে সরকারি কোনো সূত্র থেকে ওয়েবসাইট ব্লক করা হয়েছে বলে আনুষ্ঠানিক নিশ্চিত করা হয়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হাতে শিকল পরা অবস্থায় দেখানো একটি কার্টুন বিকাতান ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। এটি প্রকাশের পরপরই বিজেপি সমর্থকেরা তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে।
স্পষ্টত, যুক্তরাষ্ট্র যখন ভারতীয় অবৈধ অভিবাসীদের ধরে ধরে বিমানে করে দেশে ফেরত পাঠাচ্ছে, তখন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘুণাক্ষরেও ইস্যুটি তোলেননি। প্রধানমন্ত্রীর এই অপারগতাকেই তুলে ধরেছে বিকাতান ম্যাগাজিন।
তামিলনাড়ু রাজ্য বিজেপির প্রধান এই ম্যাগাজিনের বিরুদ্ধে কেন্দ্র সরকারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কয়েক ঘণ্টা পরই ওয়েবসাইটে প্রবেশে সমস্যা দেখা দেয়।
চেন্নাই প্রেসক্লাব এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসক্লাব বিকাতান–এর পাশে রয়েছে।
এক্স পোস্টে বিকাতান জানিয়েছে, তারা ওয়েবসাইট ব্লক হওয়ার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। বিষয়টি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার প্রক্রিয়ায় রয়েছে।
বিকাতান বলেছে, প্রায় এক শতাব্দী ধরে বিকাতান মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান ধরে রেখেছে। আমরা সব সময় বাক্স্বাধীনতা রক্ষার নীতি অনুসরণ করে এসেছি এবং তা অব্যাহত রাখব। আমরা এখনো আমাদের ওয়েবসাইট ব্লক হওয়ার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।
এর আগে, বিকাতানের ডিজিটাল ম্যাগাজিন বিকাতান প্লাসের ১৩ ফেব্রুয়ারি সংখ্যায় একটি কভার কার্টুন প্রকাশ করা হয়। যেখানে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠানোর বিষয়টি তুলে ধরা হয়। কিন্তু প্রধানমন্ত্রী মোদি এ বিষয়ে নীরব রয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্র সফরেও বিষয়টি তোলেননি।
এই কার্টুন বিজেপি সমর্থকদের খেপিয়ে তুলেছে। বিজেপির রাজ্য সভাপতি অন্নমালাই বিকাতানের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ দিয়েছেন বলে এক্স পোস্টে জানিয়েছে বিকাতান গ্রুপ।
এক্স পোস্টে অন্নমালাই বলেছেন, তাঁর দল দুটি পৃথক অভিযোগ দায়ের করেছে— একটি প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারপারসনের কাছে এবং অন্যটি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল. মুরুগানের কাছে। বিকাতান ম্যাগাজিনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তাঁর দল।
অন্নমালাই বলেছেন, ‘বিকাতান ম্যাগাজিনের কার্টুনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অসম্মানজনক এবং এটি জনগণের অনুভূতিতে আঘাত করেছে। আমরা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছি।’
বিকাতান বলেছে, ‘বিভিন্ন এলাকার পাঠকেরা জানাচ্ছেন, তাঁরা বিকাতান ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। তবে, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওয়েবসাইট ব্লক করা হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।’
বিকাতান আরও বলেছে, ‘প্রায় এক শতাব্দী ধরে, বিকাতান মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। আমরা সব সময় বাক্স্বাধীনতা রক্ষার নীতি অনুসরণ করে এসেছি এবং তা অব্যাহত রাখব।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যঙ্গচিত্র প্রকাশের পর থেকে তামিলনাড়ু রাজ্যের ঐতিহ্যবাহী মিডিয়া গ্রুপ বিকাতানের সাপ্তাহিক ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রবেশে সমস্যা হচ্ছে।
মিডিয়া গ্রুপটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ওয়েবসাইট প্রবেশ করতে না পারার বিষয়ে বেশ কিছু পাঠক অভিযোগ জানিয়েছেন। তবে সরকারি কোনো সূত্র থেকে ওয়েবসাইট ব্লক করা হয়েছে বলে আনুষ্ঠানিক নিশ্চিত করা হয়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হাতে শিকল পরা অবস্থায় দেখানো একটি কার্টুন বিকাতান ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। এটি প্রকাশের পরপরই বিজেপি সমর্থকেরা তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে।
স্পষ্টত, যুক্তরাষ্ট্র যখন ভারতীয় অবৈধ অভিবাসীদের ধরে ধরে বিমানে করে দেশে ফেরত পাঠাচ্ছে, তখন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘুণাক্ষরেও ইস্যুটি তোলেননি। প্রধানমন্ত্রীর এই অপারগতাকেই তুলে ধরেছে বিকাতান ম্যাগাজিন।
তামিলনাড়ু রাজ্য বিজেপির প্রধান এই ম্যাগাজিনের বিরুদ্ধে কেন্দ্র সরকারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কয়েক ঘণ্টা পরই ওয়েবসাইটে প্রবেশে সমস্যা দেখা দেয়।
চেন্নাই প্রেসক্লাব এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসক্লাব বিকাতান–এর পাশে রয়েছে।
এক্স পোস্টে বিকাতান জানিয়েছে, তারা ওয়েবসাইট ব্লক হওয়ার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। বিষয়টি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার প্রক্রিয়ায় রয়েছে।
বিকাতান বলেছে, প্রায় এক শতাব্দী ধরে বিকাতান মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান ধরে রেখেছে। আমরা সব সময় বাক্স্বাধীনতা রক্ষার নীতি অনুসরণ করে এসেছি এবং তা অব্যাহত রাখব। আমরা এখনো আমাদের ওয়েবসাইট ব্লক হওয়ার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।
এর আগে, বিকাতানের ডিজিটাল ম্যাগাজিন বিকাতান প্লাসের ১৩ ফেব্রুয়ারি সংখ্যায় একটি কভার কার্টুন প্রকাশ করা হয়। যেখানে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠানোর বিষয়টি তুলে ধরা হয়। কিন্তু প্রধানমন্ত্রী মোদি এ বিষয়ে নীরব রয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্র সফরেও বিষয়টি তোলেননি।
এই কার্টুন বিজেপি সমর্থকদের খেপিয়ে তুলেছে। বিজেপির রাজ্য সভাপতি অন্নমালাই বিকাতানের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ দিয়েছেন বলে এক্স পোস্টে জানিয়েছে বিকাতান গ্রুপ।
এক্স পোস্টে অন্নমালাই বলেছেন, তাঁর দল দুটি পৃথক অভিযোগ দায়ের করেছে— একটি প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারপারসনের কাছে এবং অন্যটি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল. মুরুগানের কাছে। বিকাতান ম্যাগাজিনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তাঁর দল।
অন্নমালাই বলেছেন, ‘বিকাতান ম্যাগাজিনের কার্টুনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অসম্মানজনক এবং এটি জনগণের অনুভূতিতে আঘাত করেছে। আমরা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছি।’
বিকাতান বলেছে, ‘বিভিন্ন এলাকার পাঠকেরা জানাচ্ছেন, তাঁরা বিকাতান ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। তবে, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওয়েবসাইট ব্লক করা হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।’
বিকাতান আরও বলেছে, ‘প্রায় এক শতাব্দী ধরে, বিকাতান মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। আমরা সব সময় বাক্স্বাধীনতা রক্ষার নীতি অনুসরণ করে এসেছি এবং তা অব্যাহত রাখব।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মার্কিন ইমিগ্রেশন বিভাগ কয়েক শ বিদেশি শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের ভিসা বাতিল করেছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ভিসা বাতিল ও গ্রেপ্তারের শিকারদের বেশির ভাগই ফিলিস্তিনপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত...
৮ মিনিট আগেদীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
২ ঘণ্টা আগেভারতের উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরে ১৭ বছর বয়সী এক কিশোর হত্যার ঘটনায় ফের আলোচনায় জিকরা নামের এক তরুণী। তিনি নিজেকে ‘লেডি ডন’ বলে পরিচয় দেন। সামাজিক মাধ্যমে তাঁর কার্যকলাপ এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের জন্য পরিচিত এই তরুণী।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তিচুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। মার্কিন সংবাদমাধ্যম..
৩ ঘণ্টা আগে