সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকের কারণে নারীকে অ্যাসিড ছোড়ার হুমকি দেন বেঙ্গালুরুর যুবক নিকিত শেট্টি। এর জেরে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছে কোম্পানি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ‘খারাপ পোশাক’ পরার কারণেই নারীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এরই মধ্যে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেছেন ওই নারীর স্বামী শাহবাজ আনসার।
সাংবাদিক শাহবাজ আনসার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে টুইটারে লিখেন, ‘অভিযুক্ত নিকিতের আমার স্ত্রীর পোশাক পরা নিয়ে আপত্তি। সে কারণেই সরাসরি সে আমার স্ত্রীকে অ্যাসিড ছোড়ার হুমকি দিয়েছে। আপনারা দয়া করে এই পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করুন। আমার স্ত্রীকে বাঁচান। নাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে।’
নিকিতের কোম্পানি এটিওস সার্ভিসেস জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়তেই নিকিতকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের কর্মী, নিকিত শেট্টি এক নারীর পোশাক পরা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তাঁকে অ্যাসিড মারার হুমকি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এর জন্য দুঃখিত। এরই মধ্যে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।’
পাশাপাশি কোম্পানিটি স্পষ্ট বলেছে, ‘আমরা চাই নিরাপদ এবং সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। সে কারণে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নিয়েছি। পাঁচ বছরের জন্য নিকিতের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। পুলিশের কাছেও তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।’
কোম্পানির এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনগত পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন।
ভারতীয় ন্যায়সংহিতার (বিএনএস) ১২৪ ধারায় অ্যাসিড বা অনুরূপ পদার্থ ব্যবহার করে আক্রমণের সঙ্গে জড়িত অপরাধের শাস্তির বিধান বর্ণিত আছে। এই ধারায় এসিড হামলার মাধ্যমে স্থায়ী ক্ষতি বা গুরুতর ক্ষতি করার জন্য গুরুতর জরিমানা আরোপ করা হয়েছে, যার মধ্যে ভুক্তভোগীর চিকিৎসা খরচ মেটানো, যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকের কারণে নারীকে অ্যাসিড ছোড়ার হুমকি দেন বেঙ্গালুরুর যুবক নিকিত শেট্টি। এর জেরে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছে কোম্পানি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ‘খারাপ পোশাক’ পরার কারণেই নারীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এরই মধ্যে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেছেন ওই নারীর স্বামী শাহবাজ আনসার।
সাংবাদিক শাহবাজ আনসার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে টুইটারে লিখেন, ‘অভিযুক্ত নিকিতের আমার স্ত্রীর পোশাক পরা নিয়ে আপত্তি। সে কারণেই সরাসরি সে আমার স্ত্রীকে অ্যাসিড ছোড়ার হুমকি দিয়েছে। আপনারা দয়া করে এই পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করুন। আমার স্ত্রীকে বাঁচান। নাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে।’
নিকিতের কোম্পানি এটিওস সার্ভিসেস জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়তেই নিকিতকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের কর্মী, নিকিত শেট্টি এক নারীর পোশাক পরা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তাঁকে অ্যাসিড মারার হুমকি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এর জন্য দুঃখিত। এরই মধ্যে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।’
পাশাপাশি কোম্পানিটি স্পষ্ট বলেছে, ‘আমরা চাই নিরাপদ এবং সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। সে কারণে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নিয়েছি। পাঁচ বছরের জন্য নিকিতের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। পুলিশের কাছেও তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।’
কোম্পানির এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনগত পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন।
ভারতীয় ন্যায়সংহিতার (বিএনএস) ১২৪ ধারায় অ্যাসিড বা অনুরূপ পদার্থ ব্যবহার করে আক্রমণের সঙ্গে জড়িত অপরাধের শাস্তির বিধান বর্ণিত আছে। এই ধারায় এসিড হামলার মাধ্যমে স্থায়ী ক্ষতি বা গুরুতর ক্ষতি করার জন্য গুরুতর জরিমানা আরোপ করা হয়েছে, যার মধ্যে ভুক্তভোগীর চিকিৎসা খরচ মেটানো, যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
৩ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৬ ঘণ্টা আগে