ঢাকা: ভারতে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। আজ মঙ্গলবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এদিকে ভারতের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশটিতে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৫৫ হাজার ৮৩২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। যা সোমবারের তুলনায় প্রায় ১১ হাজার কম। এদিকে গত একদিনে ভারতে করোনায় আক্রান্ত হয়ে ভারতে ৩ হাজার ৪৪৯ জন মারা গেছেন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ২ লাখ ৮২ হাজার ৮৩৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৩ লাখ ৫৭ হাজার ২২৯ জন।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, গত ৩০ এপ্রিল দেশটিতে প্রথমবারের মতো চার লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকেই করোনার সংক্রমণ কমতে থাকে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনায় প্রকৃত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা জানা যাচ্ছে না।
এদিকে ভারতের রাজধানী দিল্লিতে এখনো অক্সিজেন সঙ্কট এখনো চলছে। গতকাল সোমবারও একদিনে দিল্লিতে ৪৪৮ জন করোনায় মারা গেছেন।
দিল্লিতে অক্সিজেন সঙ্কটের জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করছে রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে ভারতের কেন্দ্রীয় সরকার বলছে তাঁদের কাছে ভ্যাকসিনের সঙ্কট নেই তবে সেগুলো পৌঁছাতেই বেশি বেগ পেতে হচ্ছে। .
ভারতে করোনার ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিও ধীর গতিতে চলছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে ১০ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন । এছাড়া মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ মানুষ ভ্যাকসিনের উভয় ডোজ পেয়েছেন।
সম্প্রতি ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ভ্যাকসিন সঙ্কট আরও কয়েক মাস থাকবে।
ঢাকা: ভারতে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। আজ মঙ্গলবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এদিকে ভারতের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশটিতে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৫৫ হাজার ৮৩২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। যা সোমবারের তুলনায় প্রায় ১১ হাজার কম। এদিকে গত একদিনে ভারতে করোনায় আক্রান্ত হয়ে ভারতে ৩ হাজার ৪৪৯ জন মারা গেছেন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ২ লাখ ৮২ হাজার ৮৩৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৩ লাখ ৫৭ হাজার ২২৯ জন।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, গত ৩০ এপ্রিল দেশটিতে প্রথমবারের মতো চার লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকেই করোনার সংক্রমণ কমতে থাকে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনায় প্রকৃত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা জানা যাচ্ছে না।
এদিকে ভারতের রাজধানী দিল্লিতে এখনো অক্সিজেন সঙ্কট এখনো চলছে। গতকাল সোমবারও একদিনে দিল্লিতে ৪৪৮ জন করোনায় মারা গেছেন।
দিল্লিতে অক্সিজেন সঙ্কটের জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করছে রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে ভারতের কেন্দ্রীয় সরকার বলছে তাঁদের কাছে ভ্যাকসিনের সঙ্কট নেই তবে সেগুলো পৌঁছাতেই বেশি বেগ পেতে হচ্ছে। .
ভারতে করোনার ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিও ধীর গতিতে চলছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে ১০ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন । এছাড়া মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ মানুষ ভ্যাকসিনের উভয় ডোজ পেয়েছেন।
সম্প্রতি ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ভ্যাকসিন সঙ্কট আরও কয়েক মাস থাকবে।
যুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৫০০-এর বেশি স্থানে তাদের বিক্ষোভের পরিকল্পনা রয়েছে, যাতে লাখো মানুষ অংশ নেবে। তাদের দাবি, ট্রাম্পের ‘স্বৈরাচারী মনোভাব ও কর্তৃত্ববাদী শাসন’ রুখতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তাদের ওয়েবসাইটে লেখা, ‘প্রেসিডেন্ট মনে করেন, তিনিই সর্বেসর্বা।
৭ ঘণ্টা আগেসর্বশেষ সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকটি কেমন ছিল, তা একটি শব্দ দিয়েই বর্ণনা করা যায়। আর তা হলো ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বা জেলেনস্কির ভাষায় ‘তীক্ষ্ণ’ (pointed)। তিনি নিজেই এক্সে এভাবে লিখেছেন। এই শব্দের অর্থ বিশ্লেষণ না করলেও বোঝা যায়, জেলেনস্কি আসলে এর মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন।
৮ ঘণ্টা আগেআফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তান আবারও তাদের সীমান্তে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এর মাধ্যমে দুই দিনের যুদ্ধবিরতিও ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তালেবান সরকারের।
১০ ঘণ্টা আগেরাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুরের সময় যা ঘটেছিল, তা ছিল ট্রেলার। পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ভারতের ব্রহ্মসের আওতায়।’ প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের মধ্যে ছিল একটি কঠোর বার্তা—ভারতের সামরিক প্রতিক্রিয়া কেবল সীমান্তে প্রতিরক্ষামূলক নয়, বরং প্রয়োজনে আক্রমণাত্মক এবং সুনির্দিষ্টও হতে পারে।
১৩ ঘণ্টা আগে