বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে কথিত চলমান সহিংসতা ও নির্যাতন বন্ধে ভারত সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়ে আবেদন করা হয়েছিল ভারতের সুপ্রিম কোর্টে। তবে দেশটির সর্বোচ্চ আদালত এই আবেদন খারিজ করে দিয়েছে। গতকাল রোববার এই আবেদন উত্থাপন করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বে একটি বেঞ্চ এই আবেদন খারিজ করেন এবং প্রশ্ন তোলেন, অন্য একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোর্ট কীভাবে মন্তব্য করতে পারে। বেঞ্চ আরও মন্তব্য করে যে, এমন বিষয়ে হস্তক্ষেপ করা আদালতের জন্য ‘অস্বাভাবিক’ হবে। আদালত আরও জানায়, বিষয়টি পররাষ্ট্রনীতি সম্পর্কিত এবং আদালত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে পারে না।
উল্লিখিত পর্যবেক্ষণের পর, আবেদনকারী আবেদনটি প্রত্যাহার করে নেন এবং মামলাটি খারিজ করা হয়। পাঞ্জাবের লুধিয়ানার এক ব্যবসায়ী ও সমাজসেবক রাজেশ ধাণ্ডা এই আবেদন করেছিলেন। তিনি লুধিয়ানার ‘ভগবান জগন্নাথ রথযাত্রা মহোৎসব কমিটির’ চেয়ারম্যান এবং ইসকন মন্দির স্টিয়ারিং বোর্ডের ভাইস চেয়ারম্যান।
বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবির পাশাপাশি, এই আবেদনে আরও দাবি জানানো হয়েছিল যে, বাংলাদেশে সহিংসতার কারণে ভারতে প্রবেশ করা হিন্দুদের নাগরিকত্ব পাওয়ার আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হোক।
প্রসঙ্গত, এই আবেদনে সর্বোচ্চ আদালতের প্রতি অনুরোধ জানানো হয়েছিল, যাতে কেন্দ্রীয় সরকার অবিলম্বে কূটনৈতিক পদক্ষেপ নেয় অথবা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে, যাতে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান নৃশংসতা, নির্যাতন ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যায়।
এ ছাড়া, এই আবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল, যাতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন ক্ষতিগ্রস্ত হিন্দু সংখ্যালঘুদের সহায়তা প্রদান করে ও প্রয়োজনীয় সাহায্য দেয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছিল যে, আধুনিক ইতিহাসে বহু সার্বভৌম রাষ্ট্র আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামের মাধ্যমে অন্য দেশগুলোর মানবাধিকার লঙ্ঘনের বিষয় উত্থাপন করেছে। এ ছাড়া, অভিযোগ করা হয়েছিল যে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় কোনো দৃশ্যমান আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করেনি।
আবেদনে বলা হয়েছিল, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের (হিন্দু, শিখ, জৈন ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু) অবস্থা ভয়াবহ এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধারাবাহিক ধর্মীয় আক্রমণের ফলে তারা দেশত্যাগের সম্মুখীন। বাংলাদেশ সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা জরুরি, যাতে সেখানকার হিন্দুদের ওপর চলমান নৃশংসতা বন্ধ হয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পতনের পর ধর্মীয় গোষ্ঠীগুলোর উত্থানের ফলে ব্যাপক হত্যাকাণ্ড, অপহরণ, সম্পত্তি দখল এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে নানা অপরাধ সংঘটিত হচ্ছে।
নাগরিকত্ব (সংশোধন) আইন—২০১৯ এ নাগরিকত্বের জন্য বিবেচনার সময়সীমার সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩১ ডিসেম্বর ২০১৪। আবেদনে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক গণহত্যা ও হিন্দুদের ওপর চলমান নির্যাতনের পরিপ্রেক্ষিতে এই তারিখ বাড়ানো প্রয়োজন। বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুরা অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ও সহায়তা পাওয়ার দাবিদার, এমনটাই আবেদনে উল্লেখ করা হয়েছিল।
বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে কথিত চলমান সহিংসতা ও নির্যাতন বন্ধে ভারত সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়ে আবেদন করা হয়েছিল ভারতের সুপ্রিম কোর্টে। তবে দেশটির সর্বোচ্চ আদালত এই আবেদন খারিজ করে দিয়েছে। গতকাল রোববার এই আবেদন উত্থাপন করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বে একটি বেঞ্চ এই আবেদন খারিজ করেন এবং প্রশ্ন তোলেন, অন্য একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোর্ট কীভাবে মন্তব্য করতে পারে। বেঞ্চ আরও মন্তব্য করে যে, এমন বিষয়ে হস্তক্ষেপ করা আদালতের জন্য ‘অস্বাভাবিক’ হবে। আদালত আরও জানায়, বিষয়টি পররাষ্ট্রনীতি সম্পর্কিত এবং আদালত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে পারে না।
উল্লিখিত পর্যবেক্ষণের পর, আবেদনকারী আবেদনটি প্রত্যাহার করে নেন এবং মামলাটি খারিজ করা হয়। পাঞ্জাবের লুধিয়ানার এক ব্যবসায়ী ও সমাজসেবক রাজেশ ধাণ্ডা এই আবেদন করেছিলেন। তিনি লুধিয়ানার ‘ভগবান জগন্নাথ রথযাত্রা মহোৎসব কমিটির’ চেয়ারম্যান এবং ইসকন মন্দির স্টিয়ারিং বোর্ডের ভাইস চেয়ারম্যান।
বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবির পাশাপাশি, এই আবেদনে আরও দাবি জানানো হয়েছিল যে, বাংলাদেশে সহিংসতার কারণে ভারতে প্রবেশ করা হিন্দুদের নাগরিকত্ব পাওয়ার আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হোক।
প্রসঙ্গত, এই আবেদনে সর্বোচ্চ আদালতের প্রতি অনুরোধ জানানো হয়েছিল, যাতে কেন্দ্রীয় সরকার অবিলম্বে কূটনৈতিক পদক্ষেপ নেয় অথবা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে, যাতে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান নৃশংসতা, নির্যাতন ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যায়।
এ ছাড়া, এই আবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল, যাতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন ক্ষতিগ্রস্ত হিন্দু সংখ্যালঘুদের সহায়তা প্রদান করে ও প্রয়োজনীয় সাহায্য দেয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছিল যে, আধুনিক ইতিহাসে বহু সার্বভৌম রাষ্ট্র আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামের মাধ্যমে অন্য দেশগুলোর মানবাধিকার লঙ্ঘনের বিষয় উত্থাপন করেছে। এ ছাড়া, অভিযোগ করা হয়েছিল যে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় কোনো দৃশ্যমান আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করেনি।
আবেদনে বলা হয়েছিল, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের (হিন্দু, শিখ, জৈন ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু) অবস্থা ভয়াবহ এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধারাবাহিক ধর্মীয় আক্রমণের ফলে তারা দেশত্যাগের সম্মুখীন। বাংলাদেশ সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা জরুরি, যাতে সেখানকার হিন্দুদের ওপর চলমান নৃশংসতা বন্ধ হয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পতনের পর ধর্মীয় গোষ্ঠীগুলোর উত্থানের ফলে ব্যাপক হত্যাকাণ্ড, অপহরণ, সম্পত্তি দখল এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে নানা অপরাধ সংঘটিত হচ্ছে।
নাগরিকত্ব (সংশোধন) আইন—২০১৯ এ নাগরিকত্বের জন্য বিবেচনার সময়সীমার সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩১ ডিসেম্বর ২০১৪। আবেদনে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক গণহত্যা ও হিন্দুদের ওপর চলমান নির্যাতনের পরিপ্রেক্ষিতে এই তারিখ বাড়ানো প্রয়োজন। বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুরা অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ও সহায়তা পাওয়ার দাবিদার, এমনটাই আবেদনে উল্লেখ করা হয়েছিল।
অবৈধ অভিবাসী আটকে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে মালয়েশিয়া। গত বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজার অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬৫ জ
৮ ঘণ্টা আগেনিউইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় গত ক’দিন ধরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক দৃশ্য। ব্যস্ততম ম্যানহাটনের পথে পথে একটি বুনো টার্কি আপন মনে হাঁটছে, উড়ছে কিংবা ঘুরে বেড়াচ্ছে ছাদে ছাদে। এটি একটি নামও পেয়ে গেছে—অ্যাস্টোরিয়া। শহরের মানুষ অ্যাস্টোরিয়ার এমন সাহসিক অভিযানে এখন রীতিমতো অভিভূত।
৯ ঘণ্টা আগেপাকিস্তানের করাচিতে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে উগ্র ইসলামপন্থীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার করাচির একটি মোবাইল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে উগ্রপন্থীরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটি উপাসনালয় ঘেরাও করে।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বতমালার নিচে পৃথিবীর ভূত্বক যে ধীরে ধীরে খসে পড়ছে বা খোসা ছাড়াচ্ছে, তার বিরল ও শক্তিশালী প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৪০ বছরের ভূমিকম্পের রেকর্ড ঘাঁটতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আনেন ভূকম্পবিদ ডেবোরাহ কিলব।
১০ ঘণ্টা আগে