Ajker Patrika

পশ্চিমবঙ্গের বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণ, ৭ শ্রমিক নিহত

ডয়চে ভেলে
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১০: ৩৩
পশ্চিমবঙ্গের বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণ, ৭ শ্রমিক নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণে সাত শ্রমিক নিহত এবং অনেকে আহত হয়েছেন। গতকাল সোমবার খয়রাশোলের লোকপুর থানায় ভাদুলিয়াতে কয়লাখনিতে এই বিস্ফোরণ হয়। তখনই সাত জনের প্রাণ যায়।

কীভাবে এই বিস্ফোরণ হলো, তা প্রশাসনের তরফ থেকে জানানো না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কয়লা তোলার সময় ব্লাস্টিং করা হয় এবং তাতেই এ দুর্ঘটনা ঘটে। গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেডের (জিএমপিএল) কয়লাখনিতে বিস্ফোরণের পর উপরিতলার কর্মকর্তারা পালিয়েছেন।

পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা আহতদের হাসপাতালে পাঠিয়েছে। খনিতে কেউ আটকে আছেন কি না, তা-ও দেখা হয়েছে। এলাকার বিধায়ক ও প্রশাসনের দায়িত্বে থাকা কর্মকর্তারাও ঘটনাস্থলে গেছেন। এলাকায় এই বিস্ফোরণ নিয়ে উত্তেজনাও আছে।

ওই কয়লাখনির শ্রমিকেরা জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিনও তাঁরা সকালে কাজ করতে আসেন। তারপর তাঁরা প্রবল বিস্ফোরণের শব্দ পান।

স্থানীয়রা বলেছেন, একটি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়েছিল। অন্যদিন দুটি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়। কিন্তু এদিন একটি ট্রাকেই বিস্ফোরক আনা হয়েছিল। তার জেরে এই বিস্ফোরণ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

২০২৩ সালে কুলটিতে অবৈধ খনন করতে গিয়ে কয়েকজন কয়লাখনিতে আটকা পড়েন। ওই খনিটি ছিল ভারত কোকিং কোল লিমিটেডের। সেখান থেকে বেআইনিভাবে কয়লা তোলা হচ্ছিল।

তবে এই দুর্ঘটনায় কারা নিহত হয়েছেন, তাদের পরিচয় কী তা এখনো জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত