Ajker Patrika

ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ২ জওয়ান নিহত

ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ২ জওয়ান নিহত

ভারতের ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরার (এনএলএফটি) হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই জওয়ান নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের কাছে টহলের সময় এনএলএফটির অতর্কিত হামলায় বিএসএফের দুই জওয়ান নিহত হন। খবর এনডিটিভির।

বিএসএফ জানিয়েছে, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ত্রিপুরার ঢালাই জেলার সীমান্তে হামলা চালানো হয়। নিহত দুজনের মধ্যে বিএসএফের একজন উপপরিদর্শক রয়েছেন। হামলার পর চাওমানু পুলিশ স্টেশনের আওতাধীন আর সি নাথ সীমান্ত চৌরি কাছে এনএলএফটির সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষ হয়। 

রাজধানী আগরতলা থেকে ঢালাই জেলা প্রায় ৯৪ কিলোমিটার দূরে অবস্থিত। জেলাটির উত্তর এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। 

বিএসএফের একজন মুখপাত্র বলেছেন, বিএসএফের উপপরিদর্শক ভুরু সিং এবং কনস্টেবল রাজ কুমার হামলায় মারাত্মক আহত হন এবং তাঁদের মৃত্যু হয়। 

বিএসএফের মুখপাত্র আরও বলেন, ঘটনাস্থলে রক্তের দাগ থেকে ধারণা করা হচ্ছে সংঘর্ষে হামলাকারীরাও আহত হয়েছেন। হামলায় বিএসএফের যে দুজন নিহত হয়েছেন তাঁরা আহত হওয়ার আগ পর্যন্ত বীরত্বের সঙ্গে লড়াই করে গেছেন। হামলাকারীদের ধরতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। 

হামলাকারীরা দুই জওয়ানের অস্ত্র ছিনিয়ে নিয়ে হামলা চালায় বলে বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে। 

উল্লেখ্য, ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) একটি নিষিদ্ধ সংগঠন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত