Ajker Patrika

শশীর অভিযোগ উড়িয়ে দিলেন মধুসূদন

কলকাতা প্রতিনিধি
শশীর অভিযোগ উড়িয়ে দিলেন মধুসূদন

দলের সভাপতি পদে পরাস্ত হয়ে নির্বাচনে গরমিলের অভিযোগ তুলেছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেসের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা মধুসূদন মিস্ত্রী।

মধুসূদন মিস্ত্রী বলেছেন, দলের গঠনতন্ত্র মেনেই ভোট হয়েছে। তাই ভোটের ফলাফল নিয়ে অযথা বিতর্ক না করতে তিনি অনুরোধ করেন।

শশী থারুর নিজে অবশ্য এরই মধ্যে ভোটের ফল মেনে নিয়ে নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। সামনেই হিমাচল প্রদেশের বিধানসভা। নতুন কংগ্রেস সভাপতি এখন সেই ভোটকেই বাড়তি গুরুত্ব দিচ্ছেন।

গতকাল বুধবার ভারতের অন্যতম পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। এর মধ্য দিয়ে ২০ বছরের বেশি সময় পর গান্ধী পরিবারের বাইরের কেউ দলটির নেতৃত্বে এলেন। প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে পরাজিত করে কংগ্রেস প্রধানের দায়িত্বভার পেলেন খাড়গে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়েছিল সভাপতি নির্বাচনের ভোট গণনা। দুপুরে দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হয়। মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট। প্রতিদ্বন্দ্বী শশী থারুরের প্রাপ্ত ভোট ১ হাজার ৭২।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত