Ajker Patrika

ইরানের এই পরিস্থিতি মেনে নিতে পারি না: ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৬ জুন ২০২৫, ১৮: ১৬
ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী ইয়োসি বেইলিন। ছবি: সংগৃহীত
ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী ইয়োসি বেইলিন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর সরকারে কট্টর ডানপন্থী ‘উন্মাদদের’ দাওয়াত দিয়ে ‘একটি বিরাট ভুল’ করেছেন—এমন মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী ইয়োসি বেইলিন।

১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরায়েলের বিচারমন্ত্রী ছিলেন ইয়োসি বেইলিন। তিনি আজ সোমবার আল-জাজিরাকে বলেন, ‘তাদের কখনোই সরকারের অংশ করা উচিত ছিল না। তারা ইসরায়েলি জনমতের একটি ছোট অংশকে প্রতিনিধিত্ব করে। এটা খুবই সমস্যাজনক।’

বেইলিন বলেন, নেতানিয়াহু গত কয়েক বছরে বিরাট ভুল করেছেন। এর মধ্যে একটি হলো (তৎকালীন প্রেসিডেন্ট) ট্রাম্পকে ইরানের সঙ্গে (পরমাণু) চুক্তি থেকে সরে আসার জন্য রাজি করানো।

তবে বেইলিন যোগ করেন, ইরানের হুমকি একটি বাস্তবতা।

বেইলিন বলেন, ‘অতীতে আমরা বন্ধুত্বপূর্ণ দেশ ছিলাম। ১৯৭৯ সাল থেকে আমরা যেকোনো কারণেই হোক শয়তানে পরিণত হয়েছি, কারণ তারা ইহুদিদের ঘৃণা করে এবং চায় আমরা অদৃশ্য হয়ে যাই। তারা আমাদের সঙ্গে আলোচনা করতে চায় না। এটাই সেই শত্রুর দৃষ্টিভঙ্গি, যা আপনি সহ্য করতে পারবেন না। আমরা ইরানের পরিস্থিতি মেনে নিতে পারি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত