অনলাইন ডেস্ক
ঢাকা: সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) উৎপাদিত করোনাভাইরাসের টিকা রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। আর এটি বিশ্বের ৯১টি দেশের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।
ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড উৎপাদন করছে। এ ছাড়া উৎপাদনের অপেক্ষায় থাকা যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্স টিকাটিও তৈরি করবে সেরাম ইনস্টিটিউট।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, অপ্রতুল মজুতের কারণে এসব দেশ ভারতীয় করোনা ধরন (বি.১. ৬১৭.২) -সহ অন্যান্য ধরনের বিস্তারের চরম ঝুঁকিতে আছে। এ সব দেশের বেশির ভাগই আফ্রিকার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান বলেছেন, সরবরাহ ঘাটতির কারণে ৯১টি দেশের ওপর এর প্রভাব পড়েছে। সেরাম ছাড়া অন্য উৎস থেকে ভ্যাকসিন ডোজ না পাওয়ায় এবং মূল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হওয়ায় এই প্রভাব আরও তীব্র হয়েছে।
তিনি বলেছেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য আফ্রিকার বেশির ভাগ দেশ শূন্য দশমিক ৫ শতাংশেরও কম জনগোষ্ঠীকে টিকা দিতে পেরেছে। এমনকি এই দেশগুলো এখনো তাদের স্বাস্থ্যসেবা কর্মীদের টিকা দিতে পারেনি।
সৌম্য স্বামীনাথান বলেন শুধুমাত্র বি.১. ৬১৭.২ ধরনই নয় বরং অন্যান্য দেশে শনাক্ত হওয়া ধরনও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে...আমরা জানি এসব ধরন অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। এমনকি এই ধরনগুলো শনাক্ত হওয়ার আগেই ব্যাপক বিস্তার ঘটাতে সক্ষম এবং ইতিমধ্যে বিশ্বজুড়ে ছড়িয়েছে। একই ধরনের ঘটনা ঘটছে করোনার ১১৭ ধরনটির ক্ষেত্রেও। বর্তমানে বিশ্বজুড়ে এই ধরনটি আগ্রাসী হয়ে উঠেছে।
গত বছর অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে স্বাক্ষরিত আইনি বাধ্যবাধকতা বিষয়ক চুক্তি অনুযায়ী, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া বিশ্বের নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে একশ কোটি ডোজ সরবরাহের কথা ছিল। এর মধ্যে শুধুমাত্র ২০২০ সালেই ৪০ কোটি ডোজ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। এসব টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম প্রধান সদস্য আন্তর্জাতিক ভ্যাকসিন জোট গ্যাভির মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল।
রপ্তানি নিষিদ্ধ করে ভ্যাকসিন সংগ্রহের ভারতের নীতির তীব্র সমালোচনা রয়েছে বিশ্বজুড়ে। তবে গত বছর নিজ দেশের নাগরিকদের জন্য ভ্যাকসিনের আগাম চাহিদা নিশ্চিতে ব্যর্থ হয় ভারত। চলতি বছরের ১৬ এপ্রিল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের ৬ কোটি ৬৩ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছে নয়াদিল্লি। এরপর করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে অত্যন্ত দ্রুততার সঙ্গে ভ্যাকসিনের রপ্তানি নিষিদ্ধ করে ভারতজুড়ে টিকাদান কর্মসূচি শুরু করা হয়। তখন সেরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেকের উৎপাদিত টিকা রাজ্যগুলোতে সরবরাহের নির্দেশ দেয় দেশটির সরকার। এর ফলে গ্যাভি জোটের মাধ্যমে ভ্যাকসিনের অপেক্ষায় থাকা দেশগুলোতে টিকাদান কর্মসূচি মারাত্মক ব্যাহত হয়।
ঢাকা: সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) উৎপাদিত করোনাভাইরাসের টিকা রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। আর এটি বিশ্বের ৯১টি দেশের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।
ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড উৎপাদন করছে। এ ছাড়া উৎপাদনের অপেক্ষায় থাকা যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্স টিকাটিও তৈরি করবে সেরাম ইনস্টিটিউট।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, অপ্রতুল মজুতের কারণে এসব দেশ ভারতীয় করোনা ধরন (বি.১. ৬১৭.২) -সহ অন্যান্য ধরনের বিস্তারের চরম ঝুঁকিতে আছে। এ সব দেশের বেশির ভাগই আফ্রিকার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান বলেছেন, সরবরাহ ঘাটতির কারণে ৯১টি দেশের ওপর এর প্রভাব পড়েছে। সেরাম ছাড়া অন্য উৎস থেকে ভ্যাকসিন ডোজ না পাওয়ায় এবং মূল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হওয়ায় এই প্রভাব আরও তীব্র হয়েছে।
তিনি বলেছেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য আফ্রিকার বেশির ভাগ দেশ শূন্য দশমিক ৫ শতাংশেরও কম জনগোষ্ঠীকে টিকা দিতে পেরেছে। এমনকি এই দেশগুলো এখনো তাদের স্বাস্থ্যসেবা কর্মীদের টিকা দিতে পারেনি।
সৌম্য স্বামীনাথান বলেন শুধুমাত্র বি.১. ৬১৭.২ ধরনই নয় বরং অন্যান্য দেশে শনাক্ত হওয়া ধরনও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে...আমরা জানি এসব ধরন অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। এমনকি এই ধরনগুলো শনাক্ত হওয়ার আগেই ব্যাপক বিস্তার ঘটাতে সক্ষম এবং ইতিমধ্যে বিশ্বজুড়ে ছড়িয়েছে। একই ধরনের ঘটনা ঘটছে করোনার ১১৭ ধরনটির ক্ষেত্রেও। বর্তমানে বিশ্বজুড়ে এই ধরনটি আগ্রাসী হয়ে উঠেছে।
গত বছর অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে স্বাক্ষরিত আইনি বাধ্যবাধকতা বিষয়ক চুক্তি অনুযায়ী, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া বিশ্বের নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে একশ কোটি ডোজ সরবরাহের কথা ছিল। এর মধ্যে শুধুমাত্র ২০২০ সালেই ৪০ কোটি ডোজ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। এসব টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম প্রধান সদস্য আন্তর্জাতিক ভ্যাকসিন জোট গ্যাভির মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল।
রপ্তানি নিষিদ্ধ করে ভ্যাকসিন সংগ্রহের ভারতের নীতির তীব্র সমালোচনা রয়েছে বিশ্বজুড়ে। তবে গত বছর নিজ দেশের নাগরিকদের জন্য ভ্যাকসিনের আগাম চাহিদা নিশ্চিতে ব্যর্থ হয় ভারত। চলতি বছরের ১৬ এপ্রিল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের ৬ কোটি ৬৩ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছে নয়াদিল্লি। এরপর করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে অত্যন্ত দ্রুততার সঙ্গে ভ্যাকসিনের রপ্তানি নিষিদ্ধ করে ভারতজুড়ে টিকাদান কর্মসূচি শুরু করা হয়। তখন সেরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেকের উৎপাদিত টিকা রাজ্যগুলোতে সরবরাহের নির্দেশ দেয় দেশটির সরকার। এর ফলে গ্যাভি জোটের মাধ্যমে ভ্যাকসিনের অপেক্ষায় থাকা দেশগুলোতে টিকাদান কর্মসূচি মারাত্মক ব্যাহত হয়।
লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
৫ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
৮ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
৯ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
১১ ঘণ্টা আগে