ভারতের বিহার রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষার্থীদের বিক্ষোভে ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। পরীক্ষায় কারচুপি এবং প্রশ্নফাঁসের অভিযোগ তুলে আবার পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা।
গতকাল রোববার রাতে রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী পাটনার গান্ধী ময়দানে জড়ো হন। মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের বাড়িতে মিছিল করে এগোতে শুরু করলে পুলিশ তাঁদের থামাতে লাঠিচার্জ করে।
চাকরিপ্রার্থীদের এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিহারের জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (পিকে)। তাঁর বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের উসকানি দিয়ে অশান্তি সৃষ্টি করার অভিযোগে রাতেই মামলা রুজু করেছে পুলিশ।
বিহার পুলিশ বলছে, পাটনার গান্ধী ময়দানে বিক্ষোভকারীদের জড়ো করতে চেয়ে পিকে আগের দিন শনিবারই পুলিশের অনুমতি চেয়েছিলেন। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। সেই সিদ্ধান্ত তাঁকে জানিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও রোববার গান্ধী ময়দানে কয়েক হাজার চাকরিপ্রার্থী জমায়েত হয়। এই কর্মসূচিকে সমর্থন করেন পিকে।
৭০ তম বিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ওই পরীক্ষা বাতিল চেয়ে চাকরিপ্রার্থীরা পথে নামেন গত ১৩ ডিসেম্বর। এরপর থেকে টানা বিক্ষোভ চলছে। এ প্রসঙ্গে বারবার মুখ্যমন্ত্রী নিতীশকে আক্রমণ করেছেন পিকে। তাঁর অভিযোগ, দীর্ঘ দিন ধরেই বিহারের চাকরির পরীক্ষাগুলোতে কারচুপি চলছে। মুখ্যমন্ত্রী ব্যক্তিগত প্রয়োজনে বারবার দিল্লি যেতে পারেন, কিন্তু একবার নিজের রাজ্যে চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করার অবকাশ তিনি পান না।
বিহারে চাকরিপ্রার্থীদের এই আন্দোলনকে রাজ্যের অনেক শিক্ষাবিদ এবং বিরোধী রাজনীতিকেরাও সমর্থন করেছেন।
রোববার রাতে গান্ধী ময়দান থেকে কয়েক হাজার বিক্ষোভরত চাকরিপ্রার্থী মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল নিয়ে হাঁটতে শুরু করেন। তাঁদের ঠেকাতে পুলিশ জলকামান ব্যবহার করে। এরপর লাঠিচার্জ করা হয়। চাকরিপ্রার্থীদের রাস্তায় ফেলে মারধরও করা হয়েছে।
পিকেসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে বিহার পুলিশ। এ ছাড়া, ৬০০–র বেশি অজ্ঞাতনামা বিক্ষোভকারীকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, ভারতে ভোট কুশলি হিসেবে খ্যাত প্রশান্ত কিশোর ওরফে পিকে। এক সময় তিনি বিজেপি এবং পরে তৃণমূল কংগ্রসের পক্ষে ভোট কুশলি হিসেবে কাজ করে সফলতা দেখিয়েছেন তিনি। পরে নিজেই জন সুরাজ পার্টি নামে দল গঠন করেছেন। এখন তিনি পুরোদস্তুর রাজনীতিবিদ।
ভারতের বিহার রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষার্থীদের বিক্ষোভে ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। পরীক্ষায় কারচুপি এবং প্রশ্নফাঁসের অভিযোগ তুলে আবার পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা।
গতকাল রোববার রাতে রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী পাটনার গান্ধী ময়দানে জড়ো হন। মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের বাড়িতে মিছিল করে এগোতে শুরু করলে পুলিশ তাঁদের থামাতে লাঠিচার্জ করে।
চাকরিপ্রার্থীদের এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিহারের জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (পিকে)। তাঁর বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের উসকানি দিয়ে অশান্তি সৃষ্টি করার অভিযোগে রাতেই মামলা রুজু করেছে পুলিশ।
বিহার পুলিশ বলছে, পাটনার গান্ধী ময়দানে বিক্ষোভকারীদের জড়ো করতে চেয়ে পিকে আগের দিন শনিবারই পুলিশের অনুমতি চেয়েছিলেন। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। সেই সিদ্ধান্ত তাঁকে জানিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও রোববার গান্ধী ময়দানে কয়েক হাজার চাকরিপ্রার্থী জমায়েত হয়। এই কর্মসূচিকে সমর্থন করেন পিকে।
৭০ তম বিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ওই পরীক্ষা বাতিল চেয়ে চাকরিপ্রার্থীরা পথে নামেন গত ১৩ ডিসেম্বর। এরপর থেকে টানা বিক্ষোভ চলছে। এ প্রসঙ্গে বারবার মুখ্যমন্ত্রী নিতীশকে আক্রমণ করেছেন পিকে। তাঁর অভিযোগ, দীর্ঘ দিন ধরেই বিহারের চাকরির পরীক্ষাগুলোতে কারচুপি চলছে। মুখ্যমন্ত্রী ব্যক্তিগত প্রয়োজনে বারবার দিল্লি যেতে পারেন, কিন্তু একবার নিজের রাজ্যে চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করার অবকাশ তিনি পান না।
বিহারে চাকরিপ্রার্থীদের এই আন্দোলনকে রাজ্যের অনেক শিক্ষাবিদ এবং বিরোধী রাজনীতিকেরাও সমর্থন করেছেন।
রোববার রাতে গান্ধী ময়দান থেকে কয়েক হাজার বিক্ষোভরত চাকরিপ্রার্থী মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল নিয়ে হাঁটতে শুরু করেন। তাঁদের ঠেকাতে পুলিশ জলকামান ব্যবহার করে। এরপর লাঠিচার্জ করা হয়। চাকরিপ্রার্থীদের রাস্তায় ফেলে মারধরও করা হয়েছে।
পিকেসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে বিহার পুলিশ। এ ছাড়া, ৬০০–র বেশি অজ্ঞাতনামা বিক্ষোভকারীকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, ভারতে ভোট কুশলি হিসেবে খ্যাত প্রশান্ত কিশোর ওরফে পিকে। এক সময় তিনি বিজেপি এবং পরে তৃণমূল কংগ্রসের পক্ষে ভোট কুশলি হিসেবে কাজ করে সফলতা দেখিয়েছেন তিনি। পরে নিজেই জন সুরাজ পার্টি নামে দল গঠন করেছেন। এখন তিনি পুরোদস্তুর রাজনীতিবিদ।
কানাডার ভোটাররা ২৮ এপ্রিল জাতীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুপস্থিতিতে কানাডার দুটি প্রধান দল কনজারভেটিভ ও লিবারেল পার্টি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
৯ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের ঘনিষ্ঠ সহযোগী চো রিয়ং-হে দেশটির সরকারের ভেতরে নিজস্ব একটি ক্ষমতার বলয় গড়ে তুলেছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংসদের গবেষণা শাখা ন্যাশনাল অ্যাসেম্বলি রিসার্চ সার্ভিস (এনএআরএস)। এই ক্ষমতা বৃদ্ধি ভবিষ্যতে কিমের একচ্ছত্র কর্তৃত্বের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা
১০ ঘণ্টা আগেএকটি ব্যতিক্রমধর্মী রাষ্ট্র গঠনের সম্ভাবনায় বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলিমের মাঝে ‘বক্তাশি’ নামে একটি ক্ষুদ্র সুফি সম্প্রদায় সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনার দাবি করেছে, আলবেনিয়ার রাজধানী তিরানায় বক্তাশিদের আধ্যাত্মিক সদর দপ্তরকে কেন্দ্র করে ওই স্বাধীন রাষ
১০ ঘণ্টা আগেআফগানিস্তানের তালেবানের ওপর ২১ বছরের বেশি সময় থাকা নিষেধাজ্ঞা স্থগিত করেছে রাশিয়ার সুপ্রিম কোর্ট। তালেবানকে রাশিয়া এর আগে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছিল। বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া আফগানিস্তানের বর্তমান শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে।
১১ ঘণ্টা আগে