কলকাতা প্রতিনিধি
ভবানীপুরসহ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে প্রত্যাশামতোই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আজ রোববার সকাল থেকেই গোটা ভারতের নজর শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের দিকে। কারণ সেখানেই ভারতীয় সময় সকাল ৮টায় শুরু হয়েছে ভবানীপুরের ভোট গণনা। এই কেন্দ্রের প্রার্থী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জয়ের ব্যবধান বাড়ছে। এর সঙ্গে বিজয়ের উল্লাসে মেতে উঠছে তৃণমূলের সমর্থকেরা।
মূল লড়াই মমতার সঙ্গে বিজেপির প্রিয়াঙ্কা টিবরিওয়াল এবং সিপিএমের শ্রীজীব বিশ্বাসের। তবে ১২ জন প্রার্থী রয়েছেন ভবানীপুরে। লড়াই হচ্ছে মমতা ও প্রিয়াঙ্কার। এগিয়ে রয়েছেন মমতাই।
সবে গণনা শুরু হয়েছে। ২১ রাউন্ড গণনা হবে। তাই মমতা এগিয়ে থাকলেও এটা প্রাথমিক। এদিকে, ভোট গণনা উপলক্ষে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি হয়েছে ১৪৪ ধারা।
ভবানীপুর বহুদিন ধরেই তৃণমূলের দুর্গ। গত ৭ এপ্রিল বিধানসভা নির্বাচনে এই ভবানীপুরেই বিজেপির রুদ্রনীল ঘোষকে ২৮ হাজার ৭১৯ ভোটে হারিয়েছিলেন তৃণমূলের শোভন দেব চ্যাটার্জি।
মমতা ২০১১ ও ২০১৬ সালে এখান থেকেই জিতে বিধায়ক হন। কিন্তু এবার বিধানসভা ভোটে নন্দীগ্রামে দাঁড়িয়ে দলত্যাগী তৃণমূল নেতা ও মন্ত্রী, বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়ে ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়ছেন।
জয়ের বিষয়ে নিশ্চিত মমতার সেনাপতি ফিরহাদ হাকিম। প্রাথমিক আভাষ মিলতে শুরু হওয়ার পর তিনি বলেন, জয় নিয়ে ভাবছি না। আমাদের ভাবনা ব্যবধান নিয়ে। ৫০ থেকে ৭০ হাজার ভোটে মমতাদিদি জিতবেন।
অন্যদিকে, ভোট গণনা শুরুর আগেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে ভোট-পরবর্তী সহিংসতা বন্ধে রাজ্য সরকারকে নির্দেশ দিতে অনুরোধ করেছেন প্রিয়াঙ্কা। তিনিও অবশ্য এখনই হাল ছাড়ছেন না।
ভবানীপুরের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও এগিয়ে রয়েছে তৃণমূল। জঙ্গিপুর পলিটেকনিক কলেজে কড়া নিরাপত্তাবলয়ের মধ্যে চলছে দুটি আসনেরই ভোট গণনা।
জঙ্গিপুরে লড়াই হচ্ছে তৃণমূলের জাকির হোসেনের সঙ্গে বিজেপির সুজিত দাস এবং বাম সমর্থিত আরএসপি প্রার্থী জানে আলম মিঞার। এখানে গণনা হবে মোট ২৬ রাউন্ড।
সামশেরগঞ্জে অবশ্য ২৪ রাউন্ড ভোট গণনা হবে। এখানে প্রার্থী রয়েছেন তৃণমূলের আমিরুল ইসলাম, বিজেপির মিলন ঘোষ, কংগ্রেসের জইদুর রহমান এবং সিপিএমের মোদাসসর হোসেন।
সব আসনেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে গণনা হচ্ছে। তাই দুপুরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাবনা প্রবল।
উল্লেখ্য, তিনটি আসনেই ভোট হয়েছিল ৩০ সেপ্টেম্বর।
ভবানীপুরসহ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে প্রত্যাশামতোই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আজ রোববার সকাল থেকেই গোটা ভারতের নজর শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের দিকে। কারণ সেখানেই ভারতীয় সময় সকাল ৮টায় শুরু হয়েছে ভবানীপুরের ভোট গণনা। এই কেন্দ্রের প্রার্থী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জয়ের ব্যবধান বাড়ছে। এর সঙ্গে বিজয়ের উল্লাসে মেতে উঠছে তৃণমূলের সমর্থকেরা।
মূল লড়াই মমতার সঙ্গে বিজেপির প্রিয়াঙ্কা টিবরিওয়াল এবং সিপিএমের শ্রীজীব বিশ্বাসের। তবে ১২ জন প্রার্থী রয়েছেন ভবানীপুরে। লড়াই হচ্ছে মমতা ও প্রিয়াঙ্কার। এগিয়ে রয়েছেন মমতাই।
সবে গণনা শুরু হয়েছে। ২১ রাউন্ড গণনা হবে। তাই মমতা এগিয়ে থাকলেও এটা প্রাথমিক। এদিকে, ভোট গণনা উপলক্ষে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি হয়েছে ১৪৪ ধারা।
ভবানীপুর বহুদিন ধরেই তৃণমূলের দুর্গ। গত ৭ এপ্রিল বিধানসভা নির্বাচনে এই ভবানীপুরেই বিজেপির রুদ্রনীল ঘোষকে ২৮ হাজার ৭১৯ ভোটে হারিয়েছিলেন তৃণমূলের শোভন দেব চ্যাটার্জি।
মমতা ২০১১ ও ২০১৬ সালে এখান থেকেই জিতে বিধায়ক হন। কিন্তু এবার বিধানসভা ভোটে নন্দীগ্রামে দাঁড়িয়ে দলত্যাগী তৃণমূল নেতা ও মন্ত্রী, বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়ে ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়ছেন।
জয়ের বিষয়ে নিশ্চিত মমতার সেনাপতি ফিরহাদ হাকিম। প্রাথমিক আভাষ মিলতে শুরু হওয়ার পর তিনি বলেন, জয় নিয়ে ভাবছি না। আমাদের ভাবনা ব্যবধান নিয়ে। ৫০ থেকে ৭০ হাজার ভোটে মমতাদিদি জিতবেন।
অন্যদিকে, ভোট গণনা শুরুর আগেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে ভোট-পরবর্তী সহিংসতা বন্ধে রাজ্য সরকারকে নির্দেশ দিতে অনুরোধ করেছেন প্রিয়াঙ্কা। তিনিও অবশ্য এখনই হাল ছাড়ছেন না।
ভবানীপুরের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও এগিয়ে রয়েছে তৃণমূল। জঙ্গিপুর পলিটেকনিক কলেজে কড়া নিরাপত্তাবলয়ের মধ্যে চলছে দুটি আসনেরই ভোট গণনা।
জঙ্গিপুরে লড়াই হচ্ছে তৃণমূলের জাকির হোসেনের সঙ্গে বিজেপির সুজিত দাস এবং বাম সমর্থিত আরএসপি প্রার্থী জানে আলম মিঞার। এখানে গণনা হবে মোট ২৬ রাউন্ড।
সামশেরগঞ্জে অবশ্য ২৪ রাউন্ড ভোট গণনা হবে। এখানে প্রার্থী রয়েছেন তৃণমূলের আমিরুল ইসলাম, বিজেপির মিলন ঘোষ, কংগ্রেসের জইদুর রহমান এবং সিপিএমের মোদাসসর হোসেন।
সব আসনেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে গণনা হচ্ছে। তাই দুপুরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাবনা প্রবল।
উল্লেখ্য, তিনটি আসনেই ভোট হয়েছিল ৩০ সেপ্টেম্বর।
ভারত-পাকিস্তানের গত কয়েক দিনের সংঘর্ষে তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
১০ ঘণ্টা আগে২০২৪ সালের ১৮ আগস্ট। ছুটি কাটানোর শেষ দিন ছিল এটি। বিলাসবহুল বেশিয়ান ইয়টে থাকা অতিথিরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ব্রিটিশ এই প্রমোদতরিটির মালিক মাইক লিঞ্চ। একটি প্রতারণা মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার খুশিতে তিনি বন্ধু ও পরিবারের সঙ্গে উদ্যাপনে ছিলেন।
১০ ঘণ্টা আগেপশ্চিমবঙ্গের তিস্তা অববাহিকায় সম্প্রতি অনুষ্ঠিত ‘তিস্তা প্রহার’ সামরিক মহড়াকে ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে ভারত। শিলিগুড়ি করিডরের কাছে হওয়া এই বৃহৎ মহড়ায় আধুনিক অস্ত্র ও যৌথ যুদ্ধ-কৌশল প্রদর্শনের মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোকে বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
১২ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রতিনিধিদল পাঠিয়েছেন। মস্কোর সময় গতকাল বুধবার (১৪ মে) মধ্যরাতের একটু আগে ক্রেমলিন আলোচনায় অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করে।
১৩ ঘণ্টা আগে