Ajker Patrika

চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের

অনলাইন ডেস্ক
Thumbnail image

পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসককে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার প্রতিবাদে আন্দোলরত চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাঁদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কাজে যোগ না দিলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন আদালত। 

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ জানিয়েছেন, রাজ্য সরকারকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিটি জেলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিষয়টি দেখভাল করবেন। আদালত নিযুক্ত কমিটি কী সুপারিশ করবে, তার জন্য অপেক্ষার প্রয়োজন নেই। 

তিন বিচারকের বেঞ্চ বলেছেন, পুলিশ ও প্রশাসন যেন সব সরকারি হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করে। পুরুষ ও নারী চিকিৎসকদের যেন পৃথক বিশ্রাম কক্ষ ও টয়লেটের ব্যবস্থা থাকে। তাঁরা কোনো হুমকির মুখে পড়লে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। 

সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, সুপ্রিম কোর্টের শুনানিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল বলেন, ‘চিকিৎসকদের একাংশ এখনো আন্দোলন করছেন, কাজে যোগ দেননি। এর ফলে ২৩ জন মারা গেছেন। ৬ লাখ মানুষ চিকিৎসা পায়নি। গরিব মানুষের জন্য সরকারি হাসপাতালই ভরসা। সেখানে সুপ্রিম কোর্টের অনুরোধের পরেও যদি চিকিৎসকেরা কাজে যোগ না দেন, তাহলে কী হবে?’ 

জবাবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারকের বেঞ্চ জানিয়েছে, আন্দোলন করার জন্য কোনো চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। তবে কাজে যোগ না দিলে ব্যবস্থা না নেওয়ার কথা তাঁরা (আন্দোলনকারীরা) আর বলতে পারবেন না। চিকিৎসকদের আস্থা ফেরাতে সরকারকে ব্যবস্থা নিতে হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবেন। সব চিকিৎসককে নিরাপত্তা দিতে হবে। যেসব ব্যবস্থা নিতে হবে, তার খরচ রাজ্য সরকারকে বহন করতে হবে। সুপ্রিম কোর্ট বিষয়টির ওপর নজর রাখবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত