Ajker Patrika

ভারতীয় সেনার বিরুদ্ধে আন্দোলনে উত্তাল নাগাল্যান্ড

কলকাতা প্রতিনিধি
Thumbnail image

ভারতের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আন্দোলনে উত্তাল উত্তর পূর্ব ভারতের উপজাতি অধ্যুষিত রাজ্য নাগাল্যান্ড। তাদের দাবি, বাতিল করতে হবে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (আফস্পা)। সাধারণ বিচারের আওতায় আনতে হবে সেনাবাহিনীকেও। 

 ৪ ডিসেম্বর নাগাল্যান্ডের মুন জেলার ওটিং-এ জঙ্গি সন্দেহে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করে ১৪ জনকে। সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এখনো প্রতিবাদ মুখর নাগাল্যান্ড। আজ শুক্রবারও রাজধানী কোহিমা ছাড়াও রাজ্যের প্রতিটি জেলাতেই আন্দোলনে নামেন হাজার হাজার মানুষ। 

রাজধানী কোহিমাতে নাগা স্টুডেন্ট ফেডারেশনের ডাকে হাজার হাজার মানুষ প্রতিবাদে নামেন। তাদের দাবি, বিনা বিচারে আদিবাসীদের হত্যা করা চলবে না। বিভিন্ন নাগা গোষ্ঠী জানিয়েছে, তারা ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি চালিয়ে যাবেন। 

এদিন আন্দোলনরত নাগারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন দাবিদাওয়া সংবলিত প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন। তাতে লেখা ছিল, ওটিং হত্যাকাণ্ডের বিচার চাই। আফস্পা বাতিল করতে হবে। অর্থ নয়, বিচার চাই। 

ওটিং-এ মৃত স্থানীয়রা সকলেই কনিয়াক উপজাতি সম্প্রদায়ের। তাদের সংগঠন ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশনের প্রতি সমর্থন জানিয়ে অন্যান্য সংগঠনও পথে নেমেছে। 

ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে আফস্পা বাতিলের দাবি জানানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফু রিও চিঠি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই দাবি খারিজ করে দিয়েছেন। তাই এদিন অমিত শাহের কুশপুতুল দাহ করেন নাগারা। 

নাগা ছাত্র ফেডারেশনের সভাপতি কেগহুয়ান টেপা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আফস্পার রক্ষাকবচের ফলে ভারতীয় নিরাপত্তা বাহিনী নিশ্চিন্তে মানুষ খুন করে চলেছে। তারই প্রতিবাদে রাজ্যবাসী স্বতঃস্ফূর্তভাবে এদিন শান্তিপূর্ণ আন্দোলন করেন বলে তিনি জানান। 

নাগাল্যান্ডের প্রভাবশালী কনিয়ক ইউনিয়নের তরফে জানানো হয়, আফস্পা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ওটিং-সহ বিভিন্ন জায়গায় চলবে সেনাবাহিনীকে বয়কট কর্মসূচি। 

ভারতের নাগাল্যান্ড রাজ্যে বহুদিন ধরেই চলছে জঙ্গিবাদীদের কার্যকলাপ। গত কয়েক বছর ধরে রাজ্য ও কেন্দ্রীয় সরকার শান্তি আলোচনা চালাচ্ছে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে। ওটিং-এর ঘটনায় সেই আলোচনাও বিঘ্নিত হতে পারে বলে অনেকে মনে করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত