Ajker Patrika

জম্মু-কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে ১২ জন নিহত

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১২: ৪৯
জম্মু-কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে ১২ জন নিহত

ভারতের জম্মু-কাশ্মীরে কাটরার বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইংরেজি নতুন বছরের শুরুতে শনিবার রাত পৌনে তিনটার দিকে এ ঘটনার সূত্রপাত হয়। 

জম্মু-কাশ্মীরের পুলিশের ডিজি দিলবাগ সিংহ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘ প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, রাত ২টা ৪৫ নাগাদ ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপরই পরস্পরের দিকে তাঁরা তেড়ে যান, যার ফলে পদদলিত হওয়ার এই ঘটনা।’ 

আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘মাতা বৈষ্ণদেবী মন্দিরে আকস্মিক দুর্ঘটনায় আমি শোকাহত।  আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত