নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর খবর ছড়িয়েছে একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের বরাতে ভারতীয় ও বাংলাদেশি কয়েকটি পত্রিকার ওয়েবসাইটে সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে অমর্ত্য সেনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি সুস্থ আছেন।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ক্লডিয়া গোলডিনের নামে সম্প্রতি খোলা একটি ভুয়া এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এ খবর দেওয়া হয়। সেই টুইটের বরাত দিয়েই অমর্ত্য সেনের মৃত্যুর খবর প্রকাশ করে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম।
ডেক্কান হেরাল্ড, ডেক্কান ক্রনিকল, জি–নিউজ এবং বিজনেস টুডের মতো সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ওই টুইটের বরাত দিয়ে খবরটি প্রকাশ করা হয়। এরপর বাংলাদেশের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। যদিও পরে তা প্রত্যাহার করা হয়েছে।
এক্স প্ল্যাটফর্মের অ্যাকাউন্টটিতে গিয়ে দেখা যায়, এটি খোলা হয়েছে চলতি বছরে মে মাসে। ফলোয়ার ১২ হাজার ৬০০। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় টুইট করা হয়, ‘একটি হৃদয়বিদারক সংবাদ। আমার অত্যন্ত প্রিয় অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে মারা গেছেন। বলার ভাষা নেই।’
তবে এর ঘণ্টাখানেক পর ওই অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়, ‘এটি একটি ধাপ্পাবাজির অ্যাকাউন্ট, তৈরি করেছেন ইতালীয় সাংবাদিক তোমাসো দেবেনেদেত্তি।’
কলকাতার দৈনিক বর্তমান পত্রিকার ফটো জার্নালিস্ট ইন্দ্রজিৎ রায় ফেসবুকে খবরটি ভুয়া বলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘অমর্ত্য সেন সুস্থ রয়েছেন। যে খবর রটানো হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আমি এইমাত্র নন্দনাদিকে ফোন করেছিলাম, দিদি জানালেন বাবা সুস্থ আছেন।’
ইন্দ্রজিতের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, খবরটি ভুয়া।
পরে নোবেলজয়ী অমর্ত্য সেনের মেয়ে নন্দনা সেন একটি পারিবারিক গ্রুপ ছবিসহ টুইট করে জানান, খবরটি সঠিক নয়। তাঁর বাবা সুস্থ আছেন।
উল্লেখ্য, এ বছর অর্থনীতিতে নোবেল জিতেছেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোলডিন।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর খবর ছড়িয়েছে একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের বরাতে ভারতীয় ও বাংলাদেশি কয়েকটি পত্রিকার ওয়েবসাইটে সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে অমর্ত্য সেনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি সুস্থ আছেন।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ক্লডিয়া গোলডিনের নামে সম্প্রতি খোলা একটি ভুয়া এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এ খবর দেওয়া হয়। সেই টুইটের বরাত দিয়েই অমর্ত্য সেনের মৃত্যুর খবর প্রকাশ করে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম।
ডেক্কান হেরাল্ড, ডেক্কান ক্রনিকল, জি–নিউজ এবং বিজনেস টুডের মতো সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ওই টুইটের বরাত দিয়ে খবরটি প্রকাশ করা হয়। এরপর বাংলাদেশের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। যদিও পরে তা প্রত্যাহার করা হয়েছে।
এক্স প্ল্যাটফর্মের অ্যাকাউন্টটিতে গিয়ে দেখা যায়, এটি খোলা হয়েছে চলতি বছরে মে মাসে। ফলোয়ার ১২ হাজার ৬০০। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় টুইট করা হয়, ‘একটি হৃদয়বিদারক সংবাদ। আমার অত্যন্ত প্রিয় অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে মারা গেছেন। বলার ভাষা নেই।’
তবে এর ঘণ্টাখানেক পর ওই অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়, ‘এটি একটি ধাপ্পাবাজির অ্যাকাউন্ট, তৈরি করেছেন ইতালীয় সাংবাদিক তোমাসো দেবেনেদেত্তি।’
কলকাতার দৈনিক বর্তমান পত্রিকার ফটো জার্নালিস্ট ইন্দ্রজিৎ রায় ফেসবুকে খবরটি ভুয়া বলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘অমর্ত্য সেন সুস্থ রয়েছেন। যে খবর রটানো হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আমি এইমাত্র নন্দনাদিকে ফোন করেছিলাম, দিদি জানালেন বাবা সুস্থ আছেন।’
ইন্দ্রজিতের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, খবরটি ভুয়া।
পরে নোবেলজয়ী অমর্ত্য সেনের মেয়ে নন্দনা সেন একটি পারিবারিক গ্রুপ ছবিসহ টুইট করে জানান, খবরটি সঠিক নয়। তাঁর বাবা সুস্থ আছেন।
উল্লেখ্য, এ বছর অর্থনীতিতে নোবেল জিতেছেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোলডিন।
সাইবার প্রতারণার মামলায় উদ্ধার করা ২ কোটিরও বেশি রূপি ফেরত না দিয়ে নিজেরাই আত্মসাৎ করেছেন দিল্লি পুলিশের দুই সাব-ইন্সপেক্টর (এসআই)। সেই টাকা নিয়ে পালিয়ে গিয়ে গোয়া, মানালি আর কাশ্মীর ভ্রমণ করেছেন তারা এই কপোত-কপোতী। পরিকল্পনা করেছিলেন নতুন পরিচয়ে জীবন শুরুর, তবে শেষ রক্ষা হয়নি। চার মাসের তদন্ত শেষে
২ মিনিট আগেজাপানের সঙ্গে বিশাল বাণিজ্যচুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ কয়েক মাসের বাণিজ্য আলোচনার পর এই চুক্তির ঘোষণা এল। তবে, এই চুক্তির বিনিময়ে ট্রাম্প জাপানের কাছ থেকে তাঁর দেশে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন।
১৬ মিনিট আগেভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর গত সোমবার হঠাৎ করেই স্বাস্থ্যগত পদত্যাগ করেছেন। কিন্তু তাঁর এই ঘোষণার আগেই রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিক কিছু ঘটনা ঘটেছে, যা তাঁর এই সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
৪১ মিনিট আগেচিকুনগুনিয়া ভাইরাসের মহামারি ঠেকাতে এখনই দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। এর আগে, দুই দশক আগে বিশ্বজুড়ে মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের মহামারি ছড়িয়ে পড়েছিল। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জেনেভায় ডব্লিউএইচও—এর মেডিকেল অফিসার ডায়ানা রোজাস আলভারেজ...
১ ঘণ্টা আগে