নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর খবর ছড়িয়েছে একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের বরাতে ভারতীয় ও বাংলাদেশি কয়েকটি পত্রিকার ওয়েবসাইটে সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে অমর্ত্য সেনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি সুস্থ আছেন।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ক্লডিয়া গোলডিনের নামে সম্প্রতি খোলা একটি ভুয়া এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এ খবর দেওয়া হয়। সেই টুইটের বরাত দিয়েই অমর্ত্য সেনের মৃত্যুর খবর প্রকাশ করে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম।
ডেক্কান হেরাল্ড, ডেক্কান ক্রনিকল, জি–নিউজ এবং বিজনেস টুডের মতো সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ওই টুইটের বরাত দিয়ে খবরটি প্রকাশ করা হয়। এরপর বাংলাদেশের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। যদিও পরে তা প্রত্যাহার করা হয়েছে।
এক্স প্ল্যাটফর্মের অ্যাকাউন্টটিতে গিয়ে দেখা যায়, এটি খোলা হয়েছে চলতি বছরে মে মাসে। ফলোয়ার ১২ হাজার ৬০০। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় টুইট করা হয়, ‘একটি হৃদয়বিদারক সংবাদ। আমার অত্যন্ত প্রিয় অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে মারা গেছেন। বলার ভাষা নেই।’
তবে এর ঘণ্টাখানেক পর ওই অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়, ‘এটি একটি ধাপ্পাবাজির অ্যাকাউন্ট, তৈরি করেছেন ইতালীয় সাংবাদিক তোমাসো দেবেনেদেত্তি।’
কলকাতার দৈনিক বর্তমান পত্রিকার ফটো জার্নালিস্ট ইন্দ্রজিৎ রায় ফেসবুকে খবরটি ভুয়া বলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘অমর্ত্য সেন সুস্থ রয়েছেন। যে খবর রটানো হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আমি এইমাত্র নন্দনাদিকে ফোন করেছিলাম, দিদি জানালেন বাবা সুস্থ আছেন।’
ইন্দ্রজিতের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, খবরটি ভুয়া।
পরে নোবেলজয়ী অমর্ত্য সেনের মেয়ে নন্দনা সেন একটি পারিবারিক গ্রুপ ছবিসহ টুইট করে জানান, খবরটি সঠিক নয়। তাঁর বাবা সুস্থ আছেন।
উল্লেখ্য, এ বছর অর্থনীতিতে নোবেল জিতেছেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোলডিন।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর খবর ছড়িয়েছে একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের বরাতে ভারতীয় ও বাংলাদেশি কয়েকটি পত্রিকার ওয়েবসাইটে সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে অমর্ত্য সেনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি সুস্থ আছেন।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ক্লডিয়া গোলডিনের নামে সম্প্রতি খোলা একটি ভুয়া এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এ খবর দেওয়া হয়। সেই টুইটের বরাত দিয়েই অমর্ত্য সেনের মৃত্যুর খবর প্রকাশ করে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম।
ডেক্কান হেরাল্ড, ডেক্কান ক্রনিকল, জি–নিউজ এবং বিজনেস টুডের মতো সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ওই টুইটের বরাত দিয়ে খবরটি প্রকাশ করা হয়। এরপর বাংলাদেশের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। যদিও পরে তা প্রত্যাহার করা হয়েছে।
এক্স প্ল্যাটফর্মের অ্যাকাউন্টটিতে গিয়ে দেখা যায়, এটি খোলা হয়েছে চলতি বছরে মে মাসে। ফলোয়ার ১২ হাজার ৬০০। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় টুইট করা হয়, ‘একটি হৃদয়বিদারক সংবাদ। আমার অত্যন্ত প্রিয় অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে মারা গেছেন। বলার ভাষা নেই।’
তবে এর ঘণ্টাখানেক পর ওই অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়, ‘এটি একটি ধাপ্পাবাজির অ্যাকাউন্ট, তৈরি করেছেন ইতালীয় সাংবাদিক তোমাসো দেবেনেদেত্তি।’
কলকাতার দৈনিক বর্তমান পত্রিকার ফটো জার্নালিস্ট ইন্দ্রজিৎ রায় ফেসবুকে খবরটি ভুয়া বলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘অমর্ত্য সেন সুস্থ রয়েছেন। যে খবর রটানো হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আমি এইমাত্র নন্দনাদিকে ফোন করেছিলাম, দিদি জানালেন বাবা সুস্থ আছেন।’
ইন্দ্রজিতের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, খবরটি ভুয়া।
পরে নোবেলজয়ী অমর্ত্য সেনের মেয়ে নন্দনা সেন একটি পারিবারিক গ্রুপ ছবিসহ টুইট করে জানান, খবরটি সঠিক নয়। তাঁর বাবা সুস্থ আছেন।
উল্লেখ্য, এ বছর অর্থনীতিতে নোবেল জিতেছেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোলডিন।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে