ভারতের কর্ণাটক রাজ্যের বহিষ্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে একটি অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ। তিন সপ্তাহের ব্যবধানে এটি তাঁর বিরুদ্ধে দ্বিতীয় বিদ্বেষমূলক বক্তব্যের মামলা।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হিন্দু হিতরক্ষণা সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল যৌথভাবে আয়োজিত একটি সমাবেশ করে। সেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা এবং এক হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে প্রতিবাদ জানানো হয়। ঈশ্বরাপ্পা সমাবেশে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
শিবমোগা পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে। এ বছর বিজেপি ঈশ্বরাপ্পাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে ছয় বছরের জন্য বহিষ্কার করে। এ বছর শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৩০ হাজার ভোট পান।
এর আগে গত ১৬ নভেম্বর তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়। অভিযোগ ছিল, ৭৬ বছর বয়সী সাবেক এই বিজেপি নেতা মুসলমানদের হুমকি দিয়েছেন এবং উসকানিমূলক মন্তব্য করেছেন। এই মন্তব্য তিনি ওয়াক্ফ বিতর্ক নিয়ে কংগ্রেস সরকারের বিরুদ্ধে আক্রমণের সময় করেছিলেন।
কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ঈশ্বরাপ্পা কর্ণাটক বিজেপি প্রধান বি ওয়াই বিজয়েন্দ্র এবং তাঁর বাবা প্রবীণ নেতা বি এস ইয়েদিয়ুরাপ্পার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, তাঁর ছেলে কেঈ কান্তেশকে হাভেরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট দেওয়া হয়নি।
ইয়েদিয়ুরাপ্পা এবং প্রয়াত এইচ এন অনন্ত কুমারের সঙ্গে ঈশ্বরাপ্পা কর্ণাটকে বিজেপিকে তৃণমূল থেকে গড়ে তোলার কৃতিত্বের দাবিদার।
ভারতের কর্ণাটক রাজ্যের বহিষ্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে একটি অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ। তিন সপ্তাহের ব্যবধানে এটি তাঁর বিরুদ্ধে দ্বিতীয় বিদ্বেষমূলক বক্তব্যের মামলা।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হিন্দু হিতরক্ষণা সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল যৌথভাবে আয়োজিত একটি সমাবেশ করে। সেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা এবং এক হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে প্রতিবাদ জানানো হয়। ঈশ্বরাপ্পা সমাবেশে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
শিবমোগা পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে। এ বছর বিজেপি ঈশ্বরাপ্পাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে ছয় বছরের জন্য বহিষ্কার করে। এ বছর শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৩০ হাজার ভোট পান।
এর আগে গত ১৬ নভেম্বর তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়। অভিযোগ ছিল, ৭৬ বছর বয়সী সাবেক এই বিজেপি নেতা মুসলমানদের হুমকি দিয়েছেন এবং উসকানিমূলক মন্তব্য করেছেন। এই মন্তব্য তিনি ওয়াক্ফ বিতর্ক নিয়ে কংগ্রেস সরকারের বিরুদ্ধে আক্রমণের সময় করেছিলেন।
কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ঈশ্বরাপ্পা কর্ণাটক বিজেপি প্রধান বি ওয়াই বিজয়েন্দ্র এবং তাঁর বাবা প্রবীণ নেতা বি এস ইয়েদিয়ুরাপ্পার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, তাঁর ছেলে কেঈ কান্তেশকে হাভেরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট দেওয়া হয়নি।
ইয়েদিয়ুরাপ্পা এবং প্রয়াত এইচ এন অনন্ত কুমারের সঙ্গে ঈশ্বরাপ্পা কর্ণাটকে বিজেপিকে তৃণমূল থেকে গড়ে তোলার কৃতিত্বের দাবিদার।
কানাডার ভোটাররা ২৮ এপ্রিল জাতীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুপস্থিতিতে কানাডার দুটি প্রধান দল কনজারভেটিভ ও লিবারেল পার্টি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
৯ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের ঘনিষ্ঠ সহযোগী চো রিয়ং-হে দেশটির সরকারের ভেতরে নিজস্ব একটি ক্ষমতার বলয় গড়ে তুলেছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংসদের গবেষণা শাখা ন্যাশনাল অ্যাসেম্বলি রিসার্চ সার্ভিস (এনএআরএস)। এই ক্ষমতা বৃদ্ধি ভবিষ্যতে কিমের একচ্ছত্র কর্তৃত্বের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা
১০ ঘণ্টা আগেএকটি ব্যতিক্রমধর্মী রাষ্ট্র গঠনের সম্ভাবনায় বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলিমের মাঝে ‘বক্তাশি’ নামে একটি ক্ষুদ্র সুফি সম্প্রদায় সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনার দাবি করেছে, আলবেনিয়ার রাজধানী তিরানায় বক্তাশিদের আধ্যাত্মিক সদর দপ্তরকে কেন্দ্র করে ওই স্বাধীন রাষ
১০ ঘণ্টা আগেআফগানিস্তানের তালেবানের ওপর ২১ বছরের বেশি সময় থাকা নিষেধাজ্ঞা স্থগিত করেছে রাশিয়ার সুপ্রিম কোর্ট। তালেবানকে রাশিয়া এর আগে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছিল। বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া আফগানিস্তানের বর্তমান শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে।
১১ ঘণ্টা আগে