কলকাতা সংবাদদাতা
ভারতের কলকাতার নিউটাউনে বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিমের দেহাবশেষ সন্দেহে সেপটিক ট্যাংক ও খাল থেকে উদ্ধার করা মাংসপিণ্ডের সঙ্গে তাঁর মেয়ের ডিএনএর মিল পাওয়া গেছে বলে দাবি করেছে ভারতীয় কিছু গণমাধ্যম। তবে এ বিষয়ে কলকাতার সিআইডি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বলেন, তারা গণমাধ্যমের প্রতিবেদন থেকে বিষয়টি জেনেছেন। তবে সিআইডি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এ দিকে কলকাতার ভবানী ভবনের সিআইডি বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা স্পষ্ট জানিয়েছে, ডিএনএ রিপোর্টের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ঘটনার তদন্তে উদ্ধার হওয়া মাংসপিণ্ডের ফরেনসিক রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি।
২০২৪ সালের ১৩ মে, কলকাতার নিউটাউনের একটি আবাসন থেকে এমপি আনোয়ারুল আজিম আনার রহস্যজনকভাবে নিখোঁজ হন। এক সপ্তাহ পর, আবাসনের সেপটিক ট্যাংক থেকে এবং দক্ষিণ ২৪ পরগনার বাগজোলা খাল থেকে উদ্ধার করা হয় সন্দেহভাজন মাংসপিণ্ড। সন্দেহ করা হয়, এগুলোই এমপি আনারের দেহাবশেষ হতে পারে। এই ঘটনার পর কলকাতায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশি জনপ্রতিনিধিকে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়। মামলার তদন্তভার কলকাতা সিআইডি এবং স্পেশাল ট্রান্সপোর্ট শাখাকে দেওয়া হয়।
নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় যান এমপি আনারের ছোট মেয়ে ডরিন। তিনি সেখানে ডিএনএ নমুনা দেন। তিন সপ্তাহ পর ঢাকার কয়েকটি গণমাধ্যম দাবি করে, ডরিনের ডিএনএ নমুনা মাংসপিণ্ডের সঙ্গে মিলে গেছে।
ভারতের মাটিতে কোনো বাংলাদেশি সংসদ সদস্যের এমন রহস্যজনক হত্যাকাণ্ড নজিরবিহীন। সিআইডি, কলকাতা পুলিশ এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা এই ঘটনায় সমন্বিতভাবে কাজ করছে।
অবশেষে আনুষ্ঠানিক রিপোর্টের অপেক্ষা করছে এমপি আনারের পরিবার ও রাজনৈতিক মহল। এতে স্পষ্ট হবে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে আসলে কী ঘটেছিল।
ভারতের কলকাতার নিউটাউনে বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিমের দেহাবশেষ সন্দেহে সেপটিক ট্যাংক ও খাল থেকে উদ্ধার করা মাংসপিণ্ডের সঙ্গে তাঁর মেয়ের ডিএনএর মিল পাওয়া গেছে বলে দাবি করেছে ভারতীয় কিছু গণমাধ্যম। তবে এ বিষয়ে কলকাতার সিআইডি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বলেন, তারা গণমাধ্যমের প্রতিবেদন থেকে বিষয়টি জেনেছেন। তবে সিআইডি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এ দিকে কলকাতার ভবানী ভবনের সিআইডি বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা স্পষ্ট জানিয়েছে, ডিএনএ রিপোর্টের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ঘটনার তদন্তে উদ্ধার হওয়া মাংসপিণ্ডের ফরেনসিক রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি।
২০২৪ সালের ১৩ মে, কলকাতার নিউটাউনের একটি আবাসন থেকে এমপি আনোয়ারুল আজিম আনার রহস্যজনকভাবে নিখোঁজ হন। এক সপ্তাহ পর, আবাসনের সেপটিক ট্যাংক থেকে এবং দক্ষিণ ২৪ পরগনার বাগজোলা খাল থেকে উদ্ধার করা হয় সন্দেহভাজন মাংসপিণ্ড। সন্দেহ করা হয়, এগুলোই এমপি আনারের দেহাবশেষ হতে পারে। এই ঘটনার পর কলকাতায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশি জনপ্রতিনিধিকে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়। মামলার তদন্তভার কলকাতা সিআইডি এবং স্পেশাল ট্রান্সপোর্ট শাখাকে দেওয়া হয়।
নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় যান এমপি আনারের ছোট মেয়ে ডরিন। তিনি সেখানে ডিএনএ নমুনা দেন। তিন সপ্তাহ পর ঢাকার কয়েকটি গণমাধ্যম দাবি করে, ডরিনের ডিএনএ নমুনা মাংসপিণ্ডের সঙ্গে মিলে গেছে।
ভারতের মাটিতে কোনো বাংলাদেশি সংসদ সদস্যের এমন রহস্যজনক হত্যাকাণ্ড নজিরবিহীন। সিআইডি, কলকাতা পুলিশ এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা এই ঘটনায় সমন্বিতভাবে কাজ করছে।
অবশেষে আনুষ্ঠানিক রিপোর্টের অপেক্ষা করছে এমপি আনারের পরিবার ও রাজনৈতিক মহল। এতে স্পষ্ট হবে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে আসলে কী ঘটেছিল।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে