আজকের পত্রিকা ডেস্ক
ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় আজ শুক্রবার (৯ মে) ভারতের শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। প্রতিরক্ষা খাতের শেয়ারগুলো বাদে প্রায় সব খাতেই ছিল বিক্রির চাপ।
যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, অপারেশন সিঁদুরের জের ধরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ায় ভারতের শেয়ারবাজারে এমন ধস নেমেছে। এদিন বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে ভারতীয় শেয়ার বাজারের সেনসেক্স ৮৮০ পয়েন্ট কমে ৭৯ হাজার ৪৫৪-এ দাঁড়ায়, আর নিফটি সামান্য ব্যবধানে ২৪ হাজারের ওপরে অবস্থান ধরে রাখে। ক্ষুদ্র ও মাঝারি মূলধনী শেয়ারগুলোর পতন ছিল আরও তীব্র—কিছু ক্ষেত্রে দুই শতাংশ পর্যন্ত নেমে গেছে। বাজারে অস্থিরতার সূচক ‘ইন্ডিয়া ভিক্স’ ৬ শতাংশ বেড়ে ২২.২৭-এ পৌঁছায়। এই চিত্র বিনিয়োগকারীদের বাড়তে থাকা উদ্বেগের ইঙ্গিত দেয়।
বিশ্লেষকেরা মতে, শুক্রবার সকালেই শেয়ারবাজারের এমন পতনের কারণ পাকিস্তানি বাহিনীর পক্ষ থেকে পশ্চিম সীমান্তে ড্রোন ও গোলাবারুদের মাধ্যমে হামলার খবর। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, উত্তেজনার মাত্রা এখনো বাজারে পুরোপুরি প্রতিফলিত হয়নি। এক ট্রেডার রয়টার্সকে বলেছেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ সব পজিশন বন্ধ করে দিচ্ছি। ছুটির দিনে আরও উত্তেজনা তৈরি হলে আগামী সপ্তাহে বাজারে আরও বড় ধস নামতে পারে।’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক মন্তব্যে অভিজ্ঞ বিনিয়োগকারী অম্বরীশ বালিগা বলেছেন, ‘এই উত্তেজনার পরিণতি বাজার আগে থেকে ঠিকমতো মূল্যায়ন করতে পারেনি। তাই শুক্রবারের পতন আরও তীব্র হয়ে উঠেছে।’
তবে বাজারজুড়ে বিক্রির চাপ থাকা সত্ত্বেও ভারতের প্রতিরক্ষা খাতের শেয়ারগুলো উল্টো পথে হাঁটছে। ভারত ইলেকট্রনিকস ও হিন্দুস্তান অ্যারোনটিকস-এর শেয়ার ২ থেকে ৩ শতাংশ বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন, দেশীয় প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা ও নীতিগত সমর্থনের প্রত্যাশায় এই শেয়ারগুলোতে আগ্রহ বেড়েছে। নিফটি ডিফেন্স সূচক ছিল একমাত্র লাভের মুখে থাকা খাত; বাকি ১৩টি খাতেই ক্ষতির হার ছিল লক্ষণীয়।
ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় আজ শুক্রবার (৯ মে) ভারতের শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। প্রতিরক্ষা খাতের শেয়ারগুলো বাদে প্রায় সব খাতেই ছিল বিক্রির চাপ।
যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, অপারেশন সিঁদুরের জের ধরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ায় ভারতের শেয়ারবাজারে এমন ধস নেমেছে। এদিন বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে ভারতীয় শেয়ার বাজারের সেনসেক্স ৮৮০ পয়েন্ট কমে ৭৯ হাজার ৪৫৪-এ দাঁড়ায়, আর নিফটি সামান্য ব্যবধানে ২৪ হাজারের ওপরে অবস্থান ধরে রাখে। ক্ষুদ্র ও মাঝারি মূলধনী শেয়ারগুলোর পতন ছিল আরও তীব্র—কিছু ক্ষেত্রে দুই শতাংশ পর্যন্ত নেমে গেছে। বাজারে অস্থিরতার সূচক ‘ইন্ডিয়া ভিক্স’ ৬ শতাংশ বেড়ে ২২.২৭-এ পৌঁছায়। এই চিত্র বিনিয়োগকারীদের বাড়তে থাকা উদ্বেগের ইঙ্গিত দেয়।
বিশ্লেষকেরা মতে, শুক্রবার সকালেই শেয়ারবাজারের এমন পতনের কারণ পাকিস্তানি বাহিনীর পক্ষ থেকে পশ্চিম সীমান্তে ড্রোন ও গোলাবারুদের মাধ্যমে হামলার খবর। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, উত্তেজনার মাত্রা এখনো বাজারে পুরোপুরি প্রতিফলিত হয়নি। এক ট্রেডার রয়টার্সকে বলেছেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ সব পজিশন বন্ধ করে দিচ্ছি। ছুটির দিনে আরও উত্তেজনা তৈরি হলে আগামী সপ্তাহে বাজারে আরও বড় ধস নামতে পারে।’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক মন্তব্যে অভিজ্ঞ বিনিয়োগকারী অম্বরীশ বালিগা বলেছেন, ‘এই উত্তেজনার পরিণতি বাজার আগে থেকে ঠিকমতো মূল্যায়ন করতে পারেনি। তাই শুক্রবারের পতন আরও তীব্র হয়ে উঠেছে।’
তবে বাজারজুড়ে বিক্রির চাপ থাকা সত্ত্বেও ভারতের প্রতিরক্ষা খাতের শেয়ারগুলো উল্টো পথে হাঁটছে। ভারত ইলেকট্রনিকস ও হিন্দুস্তান অ্যারোনটিকস-এর শেয়ার ২ থেকে ৩ শতাংশ বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন, দেশীয় প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা ও নীতিগত সমর্থনের প্রত্যাশায় এই শেয়ারগুলোতে আগ্রহ বেড়েছে। নিফটি ডিফেন্স সূচক ছিল একমাত্র লাভের মুখে থাকা খাত; বাকি ১৩টি খাতেই ক্ষতির হার ছিল লক্ষণীয়।
ইউক্রেনের পক্ষে যুদ্ধ জেতা সম্ভব নয়, বরং তাদের এখন শান্তিচুক্তির পথে এগোনো উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ফিল্ড মার্শাল লর্ড রিচার্ডস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের পডকাস্ট ‘ওয়ার্ল্ড অব ট্রাবল’-এ দেওয়া সাক্ষাৎকারে রিচার্ডস বলেছেন, ইউক্রেনকে লড়াই করতে
১ ঘণ্টা আগেফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন। চলতি বছরের মে মাসে ইসরায়েল আইসিসির কাছে পরোয়ানা বাতিলের আবেদন করেছিল। একই সময়ে আদালতের এখতিয়ার
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে অন্যায়ের শিকার হয়ে টানা ৪৩ বছর কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন সুব্রহ্মণ্যম সুবু বেদাম। কিন্তু মুক্তির আনন্দ উপভোগ করার আগেই নতুন এক সংকটে পড়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) এখন বেদামকে ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
৩ ঘণ্টা আগে