অনলাইন ডেস্ক
ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় আজ শুক্রবার (৯ মে) ভারতের শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। প্রতিরক্ষা খাতের শেয়ারগুলো বাদে প্রায় সব খাতেই ছিল বিক্রির চাপ।
যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, অপারেশন সিঁদুরের জের ধরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ায় ভারতের শেয়ারবাজারে এমন ধস নেমেছে। এদিন বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে ভারতীয় শেয়ার বাজারের সেনসেক্স ৮৮০ পয়েন্ট কমে ৭৯ হাজার ৪৫৪-এ দাঁড়ায়, আর নিফটি সামান্য ব্যবধানে ২৪ হাজারের ওপরে অবস্থান ধরে রাখে। ক্ষুদ্র ও মাঝারি মূলধনী শেয়ারগুলোর পতন ছিল আরও তীব্র—কিছু ক্ষেত্রে দুই শতাংশ পর্যন্ত নেমে গেছে। বাজারে অস্থিরতার সূচক ‘ইন্ডিয়া ভিক্স’ ৬ শতাংশ বেড়ে ২২.২৭-এ পৌঁছায়। এই চিত্র বিনিয়োগকারীদের বাড়তে থাকা উদ্বেগের ইঙ্গিত দেয়।
বিশ্লেষকেরা মতে, শুক্রবার সকালেই শেয়ারবাজারের এমন পতনের কারণ পাকিস্তানি বাহিনীর পক্ষ থেকে পশ্চিম সীমান্তে ড্রোন ও গোলাবারুদের মাধ্যমে হামলার খবর। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, উত্তেজনার মাত্রা এখনো বাজারে পুরোপুরি প্রতিফলিত হয়নি। এক ট্রেডার রয়টার্সকে বলেছেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ সব পজিশন বন্ধ করে দিচ্ছি। ছুটির দিনে আরও উত্তেজনা তৈরি হলে আগামী সপ্তাহে বাজারে আরও বড় ধস নামতে পারে।’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক মন্তব্যে অভিজ্ঞ বিনিয়োগকারী অম্বরীশ বালিগা বলেছেন, ‘এই উত্তেজনার পরিণতি বাজার আগে থেকে ঠিকমতো মূল্যায়ন করতে পারেনি। তাই শুক্রবারের পতন আরও তীব্র হয়ে উঠেছে।’
তবে বাজারজুড়ে বিক্রির চাপ থাকা সত্ত্বেও ভারতের প্রতিরক্ষা খাতের শেয়ারগুলো উল্টো পথে হাঁটছে। ভারত ইলেকট্রনিকস ও হিন্দুস্তান অ্যারোনটিকস-এর শেয়ার ২ থেকে ৩ শতাংশ বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন, দেশীয় প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা ও নীতিগত সমর্থনের প্রত্যাশায় এই শেয়ারগুলোতে আগ্রহ বেড়েছে। নিফটি ডিফেন্স সূচক ছিল একমাত্র লাভের মুখে থাকা খাত; বাকি ১৩টি খাতেই ক্ষতির হার ছিল লক্ষণীয়।
ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় আজ শুক্রবার (৯ মে) ভারতের শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। প্রতিরক্ষা খাতের শেয়ারগুলো বাদে প্রায় সব খাতেই ছিল বিক্রির চাপ।
যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, অপারেশন সিঁদুরের জের ধরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ায় ভারতের শেয়ারবাজারে এমন ধস নেমেছে। এদিন বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে ভারতীয় শেয়ার বাজারের সেনসেক্স ৮৮০ পয়েন্ট কমে ৭৯ হাজার ৪৫৪-এ দাঁড়ায়, আর নিফটি সামান্য ব্যবধানে ২৪ হাজারের ওপরে অবস্থান ধরে রাখে। ক্ষুদ্র ও মাঝারি মূলধনী শেয়ারগুলোর পতন ছিল আরও তীব্র—কিছু ক্ষেত্রে দুই শতাংশ পর্যন্ত নেমে গেছে। বাজারে অস্থিরতার সূচক ‘ইন্ডিয়া ভিক্স’ ৬ শতাংশ বেড়ে ২২.২৭-এ পৌঁছায়। এই চিত্র বিনিয়োগকারীদের বাড়তে থাকা উদ্বেগের ইঙ্গিত দেয়।
বিশ্লেষকেরা মতে, শুক্রবার সকালেই শেয়ারবাজারের এমন পতনের কারণ পাকিস্তানি বাহিনীর পক্ষ থেকে পশ্চিম সীমান্তে ড্রোন ও গোলাবারুদের মাধ্যমে হামলার খবর। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, উত্তেজনার মাত্রা এখনো বাজারে পুরোপুরি প্রতিফলিত হয়নি। এক ট্রেডার রয়টার্সকে বলেছেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ সব পজিশন বন্ধ করে দিচ্ছি। ছুটির দিনে আরও উত্তেজনা তৈরি হলে আগামী সপ্তাহে বাজারে আরও বড় ধস নামতে পারে।’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক মন্তব্যে অভিজ্ঞ বিনিয়োগকারী অম্বরীশ বালিগা বলেছেন, ‘এই উত্তেজনার পরিণতি বাজার আগে থেকে ঠিকমতো মূল্যায়ন করতে পারেনি। তাই শুক্রবারের পতন আরও তীব্র হয়ে উঠেছে।’
তবে বাজারজুড়ে বিক্রির চাপ থাকা সত্ত্বেও ভারতের প্রতিরক্ষা খাতের শেয়ারগুলো উল্টো পথে হাঁটছে। ভারত ইলেকট্রনিকস ও হিন্দুস্তান অ্যারোনটিকস-এর শেয়ার ২ থেকে ৩ শতাংশ বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন, দেশীয় প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা ও নীতিগত সমর্থনের প্রত্যাশায় এই শেয়ারগুলোতে আগ্রহ বেড়েছে। নিফটি ডিফেন্স সূচক ছিল একমাত্র লাভের মুখে থাকা খাত; বাকি ১৩টি খাতেই ক্ষতির হার ছিল লক্ষণীয়।
রাশিয়ার উৎপাদিত পণ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বাজারে প্রবেশ করাতে চায় মস্কো। আর এ লক্ষ্য মিয়ানমার হয়ে ভারতের ভেতর দিয়ে একটি বাণিজ্য করিডর গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। এই প্রস্তাবের আলোকে মিয়ানমার ও রাশিয়া ভারতকে এই নতুন প্রকল্পে যুক্ত হতে চাপ দিচ্ছে। একই সঙ্গে, এই করিডরের অন্যতম লক্ষ্য...
১ ঘণ্টা আগেভারত আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার পেতে যাচ্ছে। আগামী ২১ জুলাই ভারত হেলিকপ্টারগুলো হাতে পাবে। প্রাথমিকভাবে জানা গেছে, পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হতে পারে এসব হেলিকপ্টার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার তদন্তের দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তার পদোন্নতি আটকে দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। গতকাল মঙ্গলবার তিনি এ সিদ্ধান্ত নেন। এ নিয়ে পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগেগাজার একটি অংশে তথাকথিত ‘মানবিক শহর’ প্রতিষ্ঠা করে সেখানে লাখ লাখ গাজাবাসীকে স্থানান্তরের পরিকল্পনা নিয়ে ইসরায়েলি রাজনীতিবিদ ও সেনাবাহিনীর মধ্যে বিভেদ দেখা দিয়েছে। অথচ, এই বিষয়ে এখনো কোনো বাস্তবিক পরিকল্পনাই তৈরি হয়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে