বাইকে চড়ে যাঁরা ভ্রমণ করতে চান, কিন্তু ব্যক্তিগত কোনো বাইক নেই—তাঁদের জন্য গত বছর ভারতের বিভিন্ন শহরে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছিল বাইক নির্মাতা প্রতিষ্ঠান রয়্যাল এনফিল্ড। এ ক্ষেত্রে কোম্পানিটি ভ্রমণপিপাসুদের কাছে বাইক ভাড়া দেওয়ার একটি প্রোগ্রাম চালু করেছিল। বাইক ভাড়া দেয় ভারতের এমন বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে এক হয়ে ‘রয়্যাল এনফিল্ড রেন্টাল’ নামে ওই পরিষেবার যাত্রা শুরু হয়। এই পরিষেবার অধীনে কোম্পানির শর্ত মেনে কেউ চাইলেই রয়্যাল এনফিল্ড বাইক ভাড়া নিয়ে বিস্তৃত ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতে পারেন।
রয়্যাল এনফিল্ডের সেই রেন্টাল কর্মসূচি এবার শুধু ভারত নয়, পৃথিবীর বিভিন্ন দেশে চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে কোম্পানিটি শুরুতে পৃথিবীর বিভিন্ন দেশের ৬০টি গন্তব্যে ভ্রমণের জন্য ভ্রমণপিপাসুদের বাইক ভাড়া দেওয়া ছাড়াও যাবতীয় সব সমাধান দেবে। এ জন্য বিশ্বস্ত সহযোগীদের মাধ্যমে বিভিন্ন দেশে কোম্পানিটি বাইক ভাড়া দেওয়ার কেন্দ্র স্থাপন করছে। এসব কেন্দ্র থেকে বাইক ভাড়া নিয়ে ভারতের রাজস্থানের মরুভূমিই হোক কিংবা ফ্রান্স, স্পেন বা ইন্দোনেশিয়ার কোনো গন্তব্যে খুব সহজেই ভ্রমণ করা যাবে। পাশাপাশি ভ্রমণকারীদের জন্য কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন গন্তব্যের ভ্রমণ নির্দেশিকা সরবরাহসহ আরও বেশ কিছু পরিষেবা প্রদান করা হবে। এমনকি স্বনির্দেশিত ভ্রমণের ক্ষেত্রেও কোম্পানি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত থাকবে।
বর্তমানে পৃথিবীর অন্তত ২৫টি দেশের ৬০টিরও বেশি গন্তব্যে যেতে রয়্যাল এনফিল্ডের বাইক ভাড়া পাওয়া যাবে। ভারত ছাড়াও এসব দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, ইতালি, স্কটল্যান্ড, স্পেন, তুরস্ক, পেরু, ইকুয়েডর, আর্জেন্টিনা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মরক্কো, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ভুটানসহ আরও কয়েকটি দেশ। কোম্পানির পক্ষ থেকে ধীরে ধীরে দেশ এবং গন্তব্যের সংখ্যাও বাড়বে।
কেউ সুযোগটি গ্রহণ করতে চাইলে তাঁকে অবশ্যই রয়্যাল এনফিল্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটের ভ্রমণ এবং বাইক ভাড়াসংক্রান্ত পেজে গিয়ে ভ্রমণের সময় ও গন্তব্য উল্লেখ করে নির্দিষ্ট কয়েকটি খালি ঘর পূরণ করতে হবে। এভাবে ভ্রমণ নিশ্চিত করলে কোম্পানির পক্ষ থেকে ভ্রমণেচ্ছুক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হবে এবং ভ্রমণ পরিকল্পনা এবং যাত্রাপথ চূড়ান্ত করা হবে।
বাইকে চড়ে যাঁরা ভ্রমণ করতে চান, কিন্তু ব্যক্তিগত কোনো বাইক নেই—তাঁদের জন্য গত বছর ভারতের বিভিন্ন শহরে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছিল বাইক নির্মাতা প্রতিষ্ঠান রয়্যাল এনফিল্ড। এ ক্ষেত্রে কোম্পানিটি ভ্রমণপিপাসুদের কাছে বাইক ভাড়া দেওয়ার একটি প্রোগ্রাম চালু করেছিল। বাইক ভাড়া দেয় ভারতের এমন বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে এক হয়ে ‘রয়্যাল এনফিল্ড রেন্টাল’ নামে ওই পরিষেবার যাত্রা শুরু হয়। এই পরিষেবার অধীনে কোম্পানির শর্ত মেনে কেউ চাইলেই রয়্যাল এনফিল্ড বাইক ভাড়া নিয়ে বিস্তৃত ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতে পারেন।
রয়্যাল এনফিল্ডের সেই রেন্টাল কর্মসূচি এবার শুধু ভারত নয়, পৃথিবীর বিভিন্ন দেশে চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে কোম্পানিটি শুরুতে পৃথিবীর বিভিন্ন দেশের ৬০টি গন্তব্যে ভ্রমণের জন্য ভ্রমণপিপাসুদের বাইক ভাড়া দেওয়া ছাড়াও যাবতীয় সব সমাধান দেবে। এ জন্য বিশ্বস্ত সহযোগীদের মাধ্যমে বিভিন্ন দেশে কোম্পানিটি বাইক ভাড়া দেওয়ার কেন্দ্র স্থাপন করছে। এসব কেন্দ্র থেকে বাইক ভাড়া নিয়ে ভারতের রাজস্থানের মরুভূমিই হোক কিংবা ফ্রান্স, স্পেন বা ইন্দোনেশিয়ার কোনো গন্তব্যে খুব সহজেই ভ্রমণ করা যাবে। পাশাপাশি ভ্রমণকারীদের জন্য কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন গন্তব্যের ভ্রমণ নির্দেশিকা সরবরাহসহ আরও বেশ কিছু পরিষেবা প্রদান করা হবে। এমনকি স্বনির্দেশিত ভ্রমণের ক্ষেত্রেও কোম্পানি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত থাকবে।
বর্তমানে পৃথিবীর অন্তত ২৫টি দেশের ৬০টিরও বেশি গন্তব্যে যেতে রয়্যাল এনফিল্ডের বাইক ভাড়া পাওয়া যাবে। ভারত ছাড়াও এসব দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, ইতালি, স্কটল্যান্ড, স্পেন, তুরস্ক, পেরু, ইকুয়েডর, আর্জেন্টিনা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মরক্কো, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ভুটানসহ আরও কয়েকটি দেশ। কোম্পানির পক্ষ থেকে ধীরে ধীরে দেশ এবং গন্তব্যের সংখ্যাও বাড়বে।
কেউ সুযোগটি গ্রহণ করতে চাইলে তাঁকে অবশ্যই রয়্যাল এনফিল্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটের ভ্রমণ এবং বাইক ভাড়াসংক্রান্ত পেজে গিয়ে ভ্রমণের সময় ও গন্তব্য উল্লেখ করে নির্দিষ্ট কয়েকটি খালি ঘর পূরণ করতে হবে। এভাবে ভ্রমণ নিশ্চিত করলে কোম্পানির পক্ষ থেকে ভ্রমণেচ্ছুক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হবে এবং ভ্রমণ পরিকল্পনা এবং যাত্রাপথ চূড়ান্ত করা হবে।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে