অনলাইন ডেস্ক
বাইকে চড়ে যাঁরা ভ্রমণ করতে চান, কিন্তু ব্যক্তিগত কোনো বাইক নেই—তাঁদের জন্য গত বছর ভারতের বিভিন্ন শহরে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছিল বাইক নির্মাতা প্রতিষ্ঠান রয়্যাল এনফিল্ড। এ ক্ষেত্রে কোম্পানিটি ভ্রমণপিপাসুদের কাছে বাইক ভাড়া দেওয়ার একটি প্রোগ্রাম চালু করেছিল। বাইক ভাড়া দেয় ভারতের এমন বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে এক হয়ে ‘রয়্যাল এনফিল্ড রেন্টাল’ নামে ওই পরিষেবার যাত্রা শুরু হয়। এই পরিষেবার অধীনে কোম্পানির শর্ত মেনে কেউ চাইলেই রয়্যাল এনফিল্ড বাইক ভাড়া নিয়ে বিস্তৃত ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতে পারেন।
রয়্যাল এনফিল্ডের সেই রেন্টাল কর্মসূচি এবার শুধু ভারত নয়, পৃথিবীর বিভিন্ন দেশে চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে কোম্পানিটি শুরুতে পৃথিবীর বিভিন্ন দেশের ৬০টি গন্তব্যে ভ্রমণের জন্য ভ্রমণপিপাসুদের বাইক ভাড়া দেওয়া ছাড়াও যাবতীয় সব সমাধান দেবে। এ জন্য বিশ্বস্ত সহযোগীদের মাধ্যমে বিভিন্ন দেশে কোম্পানিটি বাইক ভাড়া দেওয়ার কেন্দ্র স্থাপন করছে। এসব কেন্দ্র থেকে বাইক ভাড়া নিয়ে ভারতের রাজস্থানের মরুভূমিই হোক কিংবা ফ্রান্স, স্পেন বা ইন্দোনেশিয়ার কোনো গন্তব্যে খুব সহজেই ভ্রমণ করা যাবে। পাশাপাশি ভ্রমণকারীদের জন্য কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন গন্তব্যের ভ্রমণ নির্দেশিকা সরবরাহসহ আরও বেশ কিছু পরিষেবা প্রদান করা হবে। এমনকি স্বনির্দেশিত ভ্রমণের ক্ষেত্রেও কোম্পানি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত থাকবে।
বর্তমানে পৃথিবীর অন্তত ২৫টি দেশের ৬০টিরও বেশি গন্তব্যে যেতে রয়্যাল এনফিল্ডের বাইক ভাড়া পাওয়া যাবে। ভারত ছাড়াও এসব দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, ইতালি, স্কটল্যান্ড, স্পেন, তুরস্ক, পেরু, ইকুয়েডর, আর্জেন্টিনা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মরক্কো, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ভুটানসহ আরও কয়েকটি দেশ। কোম্পানির পক্ষ থেকে ধীরে ধীরে দেশ এবং গন্তব্যের সংখ্যাও বাড়বে।
কেউ সুযোগটি গ্রহণ করতে চাইলে তাঁকে অবশ্যই রয়্যাল এনফিল্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটের ভ্রমণ এবং বাইক ভাড়াসংক্রান্ত পেজে গিয়ে ভ্রমণের সময় ও গন্তব্য উল্লেখ করে নির্দিষ্ট কয়েকটি খালি ঘর পূরণ করতে হবে। এভাবে ভ্রমণ নিশ্চিত করলে কোম্পানির পক্ষ থেকে ভ্রমণেচ্ছুক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হবে এবং ভ্রমণ পরিকল্পনা এবং যাত্রাপথ চূড়ান্ত করা হবে।
বাইকে চড়ে যাঁরা ভ্রমণ করতে চান, কিন্তু ব্যক্তিগত কোনো বাইক নেই—তাঁদের জন্য গত বছর ভারতের বিভিন্ন শহরে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছিল বাইক নির্মাতা প্রতিষ্ঠান রয়্যাল এনফিল্ড। এ ক্ষেত্রে কোম্পানিটি ভ্রমণপিপাসুদের কাছে বাইক ভাড়া দেওয়ার একটি প্রোগ্রাম চালু করেছিল। বাইক ভাড়া দেয় ভারতের এমন বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে এক হয়ে ‘রয়্যাল এনফিল্ড রেন্টাল’ নামে ওই পরিষেবার যাত্রা শুরু হয়। এই পরিষেবার অধীনে কোম্পানির শর্ত মেনে কেউ চাইলেই রয়্যাল এনফিল্ড বাইক ভাড়া নিয়ে বিস্তৃত ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতে পারেন।
রয়্যাল এনফিল্ডের সেই রেন্টাল কর্মসূচি এবার শুধু ভারত নয়, পৃথিবীর বিভিন্ন দেশে চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে কোম্পানিটি শুরুতে পৃথিবীর বিভিন্ন দেশের ৬০টি গন্তব্যে ভ্রমণের জন্য ভ্রমণপিপাসুদের বাইক ভাড়া দেওয়া ছাড়াও যাবতীয় সব সমাধান দেবে। এ জন্য বিশ্বস্ত সহযোগীদের মাধ্যমে বিভিন্ন দেশে কোম্পানিটি বাইক ভাড়া দেওয়ার কেন্দ্র স্থাপন করছে। এসব কেন্দ্র থেকে বাইক ভাড়া নিয়ে ভারতের রাজস্থানের মরুভূমিই হোক কিংবা ফ্রান্স, স্পেন বা ইন্দোনেশিয়ার কোনো গন্তব্যে খুব সহজেই ভ্রমণ করা যাবে। পাশাপাশি ভ্রমণকারীদের জন্য কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন গন্তব্যের ভ্রমণ নির্দেশিকা সরবরাহসহ আরও বেশ কিছু পরিষেবা প্রদান করা হবে। এমনকি স্বনির্দেশিত ভ্রমণের ক্ষেত্রেও কোম্পানি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত থাকবে।
বর্তমানে পৃথিবীর অন্তত ২৫টি দেশের ৬০টিরও বেশি গন্তব্যে যেতে রয়্যাল এনফিল্ডের বাইক ভাড়া পাওয়া যাবে। ভারত ছাড়াও এসব দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, ইতালি, স্কটল্যান্ড, স্পেন, তুরস্ক, পেরু, ইকুয়েডর, আর্জেন্টিনা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মরক্কো, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ভুটানসহ আরও কয়েকটি দেশ। কোম্পানির পক্ষ থেকে ধীরে ধীরে দেশ এবং গন্তব্যের সংখ্যাও বাড়বে।
কেউ সুযোগটি গ্রহণ করতে চাইলে তাঁকে অবশ্যই রয়্যাল এনফিল্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটের ভ্রমণ এবং বাইক ভাড়াসংক্রান্ত পেজে গিয়ে ভ্রমণের সময় ও গন্তব্য উল্লেখ করে নির্দিষ্ট কয়েকটি খালি ঘর পূরণ করতে হবে। এভাবে ভ্রমণ নিশ্চিত করলে কোম্পানির পক্ষ থেকে ভ্রমণেচ্ছুক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হবে এবং ভ্রমণ পরিকল্পনা এবং যাত্রাপথ চূড়ান্ত করা হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্ক আগে থেকেই উত্তপ্ত ছিল। তবে গতকাল ওভাল অফিসের বৈঠকে বাগ্বিতণ্ডার পর সেই সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। কিছুদিন আগে ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনহীন একনায়ক’ বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন, ইউক্রেনই যুদ্ধ শুরু
৩ ঘণ্টা আগেভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছেন। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এঁদের মধ্যে ৫০ জনক
৫ ঘণ্টা আগেটোকিও মেট্রোপলিটন অ্যাসেম্বলির ১২৭ সদস্যের মধ্যে ৪১ জন নারী। শহরটির পরিবর্তন ও অগ্রগতিতে এই নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব নারীর মধ্যে একজন নারী নোবুকো ইরি।
৫ ঘণ্টা আগেতুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী পার্তিয়া কারকেরেন কুর্দিস্তানে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অবশেষ অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। এমনকি গোষ্ঠীর নেতারা পুরো আন্দোলনকে ভেঙে দেওয়ার কথা বলেছেন। এর মধ্য দিয়ে তুরস্কে ৪০ বছরের বেশি সময় ধরে চলা এক অস্থিতিশীল পরিস্থিতির অবসান হলো।
৭ ঘণ্টা আগে