Ajker Patrika

দ্য ডনসহ পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৬: ৪৫
দ্য ডনসহ পাকিস্তানি ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। ছবি: সংগৃহীত
দ্য ডনসহ পাকিস্তানি ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। এই চ্যানেলগুলোর মোট সাবস্ক্রাইবার তথা গ্রাহকসংখ্যা ছিল ৬ কোটি ৩০ লাখের মতো। ভারত সরকারের সূত্র বলছে, উসকানিমূলক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো কনটেন্ট প্রচারের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে চ্যানেলগুলো নিষিদ্ধ করা হয়েছে।

নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে রয়েছে—দেশটির সংবাদমাধ্যম দ্য ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ ও সুনো নিউজের ইউটিউব চ্যানেল। সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা ও মুনিব ফারুকের ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে—দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট ও রাজি নামা।

ভারত সরকারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, পেহেলগাম হামলার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এই ইউটিউব চ্যানেলগুলো ভারত, ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে উসকানিমূলক ও সাম্প্রদায়িক স্পর্শকাতর বিষয়, মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচার ও ভুল তথ্য ছড়াচ্ছিল। পেহেলগাম হামলায় ২৫ পর্যটক ও এক কাশ্মীরি নিহত হন।

ভারত সরকার নিষিদ্ধ করার পর দেশটি থেকে এই চ্যানেলগুলোতে ঢোকার চেষ্টা করলে একটি বার্তা দেখাচ্ছে, ‘জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত সরকারের একটি আদেশের কারণে এই কনটেন্ট বর্তমানে এই দেশে পাওয়া যাচ্ছে না। সরকারি অপসারণের অনুরোধ সম্পর্কে আরও জানতে অনুগ্রহ করে গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন।’

পেহেলগাম সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। নয়াদিল্লি সিন্ধু পানিবণ্টন চুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করেছে। প্রতিক্রিয়ায় ইসলামাবাদ বলেছে, সিমলা চুক্তিসহ ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিতের অধিকার তাদের রয়েছে।

পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করার পাশাপাশি ভারত সরকার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকেও একটি শিরোনামের জন্য সতর্ক করেছে। এই শিরোনামে লেখা ছিল, ‘পর্যটকদের ওপর প্রাণঘাতী কাশ্মীর হামলার পর পাকিস্তান ভারতীয়দের জন্য ভিসা স্থগিত করেছে।’ সূত্র অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি ডিপার্টমেন্ট বিবিসি ইন্ডিয়ার প্রধান জ্যাকি মার্টিনকে তাদের রিপোর্টিং সম্পর্কে ভারতের ‘শক্ত মনোভাব" জানিয়েছে। সন্ত্রাসীদের জঙ্গি হিসেবে উল্লেখ করার বিষয়ে বিবিসিকে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে। সূত্র জানায়, সরকার বিবিসির রিপোর্টিংয়ের ওপর নজর রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত