Ajker Patrika

মেঘালয়ে অনুপ্রবেশকালে ৭ বাংলাদেশিকে আটক করল গ্রামবাসী

মেঘালয়ে আটক ৭ বাংলাদেশি। ছবি: সংগৃহীত
মেঘালয়ে আটক ৭ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ভারতের মেঘালয় রাজ্যে অনুপ্রবেশকালে ৭ বাংলাদেশিকে আটক করেছে গ্রামবাসী। গতকাল সোমবার মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড়ের গ্রাম বোলডেংরে গ্রামে ওই ৭ জনকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আটকের পর গ্রামবাসীরা ওই সাতজনকে পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট, নগদ টাকা, মোবাইল ফোন ও বাংলাদেশি সিম জব্দ করা হয়। দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় জেলার মহেন্দ্রগঞ্জ থানায় সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খাসি ভাষার সংবাদ সংস্থা এসপি নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে ওই ৭ জনকে আটক করা হয়। তাঁরা হলেন—আঙুর হোসেন আফরিব (২০), আমির আলী (৩৫), চাঁদ মিয়া (৬০) ও বকুল মিয়া (৩২), মীর জাহান (৪৫), রাসেল আলী (৩৫) এবং বিপ্লব মিয়া (৩৫)।

দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় জেলা পুলিশ ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) যৌথ অভিযানের অংশ হিসেবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের সময় গ্রামবাসীদের সতর্ক করা হয় এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য জানাতে উৎসাহিত করা হয়, যাতে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী হয়।

এক পৃথক ঘটনায়, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈরাকুপির জিকজাক এলাকায় অটোরিকশায় ভ্রমণরত ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এই ঘটনায়ও একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

অপর এক ঘটনায় গত ৮ অক্টোবর, মহেন্দ্রগঞ্জের বাকডাগরে থানায় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে, সেদিন রাত সাড়ে ৯টায় জেলা পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। তবে এ সময় অপর এক ব্যক্তি অন্ধকারে পালিয়ে যায়। এই ঘটনায় বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি যে স্থানীয় ব্যক্তি তাঁকে সাময়িক আশ্রয় দিয়েছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত এখনো চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত