অনলাইন ডেস্ক
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে গাছের ছত্রাকে আক্রান্ত হয়েছেন কলকাতার একজন উদ্ভিদ ছত্রাকবিদ। গবেষকদের মতে, উদ্ভিদের ছত্রাকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সময় উদ্ভিদের সংক্রমণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এনডিটিভির প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
ছত্রাকে আক্রান্ত ব্যক্তির চিকিৎসকেরা মেডিকেল মাইকোলজি কেস রিপোর্টস নামের একটি জার্নালে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন। যেখানে আক্রান্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে ৬১ বছর বয়সী ব্যক্তি তিন মাস ধরে কর্কশ কণ্ঠস্বর, কাশি, ক্লান্তি ও গিলতে অসুবিধার মতো উপসর্গে ভুগতে থাকার পর তিনি কলকাতার একটি হাসপাতালের শরণাপন্ন হন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তির ডায়বেটিস, এইচআইভি সংক্রমণ, রেনাল রোগ, কোনো দীর্ঘস্থায়ী রোগ, ইমিউনোসপ্রেসিভ ওষুধ সেবন বা মানসিক আঘাতের ইতিহাস নেই। পেশায় ওই ব্যক্তি একজন উদ্ভিদ মাইকোলজিস্ট। দীর্ঘদিন ধরে তিনি গবেষণার অংশ হিসেবে ক্ষয়িষ্ণু উপাদান, মাশরুম এবং বিভিন্ন উদ্ভিদ ছত্রাক নিয়ে কাজ করছিলেন।
গবেষণাটি পরিচালনা করেছেন কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালের ডা. সোমা দত্ত ও ডা. উজ্জ্ববীনী রায়। তারা রিপোর্টে বলেছেন, কনড্রোস্টেরিয়াম পারপিউরিয়াম নামের একটি উদ্ভিদ ছত্রাক গাছে রুপালি পাতা রোগের জন্ম দেয়। বিশেষ করে গোলাপ জাতের উদ্ভিদে। এই প্রথম উদ্ভিদের ছত্রাক দ্বারা কোনো মানুষ আক্রান্ত হলেন। প্রচলিত পদ্ধতি (মাইক্রোস্কপি ও কালচার) এই ছত্রাক শনাক্তে ব্যর্থ হয়েছে।
গবেষকেরা বলেছেন, শুধু নিবিড় সিকুয়েন্সিং এই অস্বাভাবিক প্যাথোজেন শনাক্ত করতে পারে। এ ঘটনা দেখিয়ে দিচ্ছে, পরিবেশগত উদ্ভিদ ছত্রাক মানুষের দেহে রোগ সৃষ্টি করতে পারে। রোগ ছড়ানো ছত্রাকের প্রজাতি শনাক্ত করতে আণবিক (মলিকিউলার) কৌশল ব্যবহারে গুরুত্বারোপ করছে।
ক্ষয়িষ্ণু উপাদানের পুনরাবৃত্ত এক্সপোজার এই বিরল সংক্রমণের কারণ হতে পারে বলেও বলছেন চিকিৎসকেরা।
ম্যাক্রোস্কোপিক ও মাইক্রোস্কোপিক মরফোলজিতে ছত্রাকের সংক্রমণ স্পষ্ট ছিল। কিন্তু সংক্রমণের প্রকৃতি, বিস্তারের সম্ভাবনা ইত্যাদি নিশ্চিত করা যায়নি।
চিকিৎসকদের মতে, লোকটির ঘাড়ে ফোড়া শনাক্ত করা হয়েছিল এবং অস্ত্রোপচার করা হয়েছে। এরপর এক্স-রেতে অস্বাভাবিক কিছুই পাওয়া যায়নি এবং রোগী একটি ছত্রাকবিরোধী ওষুধ গ্রহণ করেছিলেন।
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে গাছের ছত্রাকে আক্রান্ত হয়েছেন কলকাতার একজন উদ্ভিদ ছত্রাকবিদ। গবেষকদের মতে, উদ্ভিদের ছত্রাকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সময় উদ্ভিদের সংক্রমণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এনডিটিভির প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
ছত্রাকে আক্রান্ত ব্যক্তির চিকিৎসকেরা মেডিকেল মাইকোলজি কেস রিপোর্টস নামের একটি জার্নালে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন। যেখানে আক্রান্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে ৬১ বছর বয়সী ব্যক্তি তিন মাস ধরে কর্কশ কণ্ঠস্বর, কাশি, ক্লান্তি ও গিলতে অসুবিধার মতো উপসর্গে ভুগতে থাকার পর তিনি কলকাতার একটি হাসপাতালের শরণাপন্ন হন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তির ডায়বেটিস, এইচআইভি সংক্রমণ, রেনাল রোগ, কোনো দীর্ঘস্থায়ী রোগ, ইমিউনোসপ্রেসিভ ওষুধ সেবন বা মানসিক আঘাতের ইতিহাস নেই। পেশায় ওই ব্যক্তি একজন উদ্ভিদ মাইকোলজিস্ট। দীর্ঘদিন ধরে তিনি গবেষণার অংশ হিসেবে ক্ষয়িষ্ণু উপাদান, মাশরুম এবং বিভিন্ন উদ্ভিদ ছত্রাক নিয়ে কাজ করছিলেন।
গবেষণাটি পরিচালনা করেছেন কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালের ডা. সোমা দত্ত ও ডা. উজ্জ্ববীনী রায়। তারা রিপোর্টে বলেছেন, কনড্রোস্টেরিয়াম পারপিউরিয়াম নামের একটি উদ্ভিদ ছত্রাক গাছে রুপালি পাতা রোগের জন্ম দেয়। বিশেষ করে গোলাপ জাতের উদ্ভিদে। এই প্রথম উদ্ভিদের ছত্রাক দ্বারা কোনো মানুষ আক্রান্ত হলেন। প্রচলিত পদ্ধতি (মাইক্রোস্কপি ও কালচার) এই ছত্রাক শনাক্তে ব্যর্থ হয়েছে।
গবেষকেরা বলেছেন, শুধু নিবিড় সিকুয়েন্সিং এই অস্বাভাবিক প্যাথোজেন শনাক্ত করতে পারে। এ ঘটনা দেখিয়ে দিচ্ছে, পরিবেশগত উদ্ভিদ ছত্রাক মানুষের দেহে রোগ সৃষ্টি করতে পারে। রোগ ছড়ানো ছত্রাকের প্রজাতি শনাক্ত করতে আণবিক (মলিকিউলার) কৌশল ব্যবহারে গুরুত্বারোপ করছে।
ক্ষয়িষ্ণু উপাদানের পুনরাবৃত্ত এক্সপোজার এই বিরল সংক্রমণের কারণ হতে পারে বলেও বলছেন চিকিৎসকেরা।
ম্যাক্রোস্কোপিক ও মাইক্রোস্কোপিক মরফোলজিতে ছত্রাকের সংক্রমণ স্পষ্ট ছিল। কিন্তু সংক্রমণের প্রকৃতি, বিস্তারের সম্ভাবনা ইত্যাদি নিশ্চিত করা যায়নি।
চিকিৎসকদের মতে, লোকটির ঘাড়ে ফোড়া শনাক্ত করা হয়েছিল এবং অস্ত্রোপচার করা হয়েছে। এরপর এক্স-রেতে অস্বাভাবিক কিছুই পাওয়া যায়নি এবং রোগী একটি ছত্রাকবিরোধী ওষুধ গ্রহণ করেছিলেন।
সার্বিয়ায় একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ব্যাপক প্রাণহানির পর শুরু হওয়া ছাত্র আন্দোলন আরও বড় আকার ধারণ করেছে। সরকারের অদক্ষতা ও দুর্নীতির বিরুদ্ধে এ আন্দোলনে চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিচ। পরিস্থিতি স্বাভাবিক করতে দেশটির প্রধানমন্ত্রী মিলোশ ভুচেভিচ পদত্যাগ করলেও এই আন্দোলন দমেনি।
১ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভারতের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ থেকে ফেরার পথে জিপ উল্টে ৫ জন নেপালি নাগরিক নিহত হয়েছেন। ওই গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মোটরসাইকেল স্ট্যানাদের পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি
২ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হয়নি। কারণ মার্শাল আইন চলাকালে প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচনের নিয়ম নেই। এ কারণে ৫ বছরের মেয়াদ শেষেও জেলেনস্কি...
২ ঘণ্টা আগেভারতের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সাহায্যের জন্য ৫ হাজার ৪৮৩ কোটি রুপি বরাদ্দ করেছে। এই অর্থ আগের বছরের ৪ হাজার ৮৮৩ কোটি রুপির তুলনায় সামান্য বেশি। এই তহবিল থেকে বাংলাদেশে সহায়তা দেওয়ার জন্য ভারত বরাদ্দ করেছে মাত্র ১২০ কোটি রুপি...
৩ ঘণ্টা আগে