Ajker Patrika

‘লাভ জিহাদ’: ধর্মান্তরবিরোধী আইনের দাবিতে মুম্বাইয়ে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১২: ১৫
‘লাভ জিহাদ’: ধর্মান্তরবিরোধী আইনের দাবিতে মুম্বাইয়ে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ

ভারতের মুম্বাইয়ে ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। তাঁরা ধর্মান্তরবিরোধী আইন ও ধর্মের নামে জমি দখলের বিরুদ্ধে কঠোর আইন করার দাবি তুলেছেন। গতকাল রোববার এ বিক্ষোভ হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। 

বিক্ষোভ মিছিলে দেশটির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস), বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) মতো ডানপন্থী সংগঠনের শত শত নেতা ও কর্মী অংশ নিয়েছিলেন। সকল হিন্দু সমাজের আয়োজনে হিন্দু জন মোর্চা নামের সংগঠন মুম্বাইয়ের শিবাজি পার্ক থেকে মিছিল শুরু করে ৪ কিলোমিটার পাড়ি দিয়ে পেরেলের কামগার ময়দানে গিয়ে শেষ হয়েছে। 

মিছিলকারীরা লাভ জিহাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন এবং ধর্মান্তরবিরোধী আইন ও ধর্মের নামে জমি দখল রোধের দাবি জানিয়েছেন। মিছিলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা গোষ্ঠীর বেশ কয়েকজন নেতা-কর্মীও অংশ নিয়েছিলেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। 

অপ্রীতিকর ঘটনা এড়াতে মিছিলের সঙ্গে সঙ্গে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। 

হিন্দু নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে মুসলিম পুরুষেরা ধর্মান্তরিত করেন বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ডানপন্থী কর্মীরা। এই প্রক্রিয়াকেই তাঁরা ‘লাভ জিহাদ’ বলছেন। 

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস গত বছরের ডিসেম্বরে বলেছিলেন, সরকার অন্যান্য রাজ্যের ‘লাভ জিহাদ’ সম্পর্কিত আইনগুলো পর্যালোচনা করবে এবং উপযুক্ত সিদ্ধান্ত নেবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত