Ajker Patrika

ধর্মীয় অসহিষ্ণুতার কারণে ভারত ছাড়ছে অনেক প্রতিষ্ঠান: রাহুল গান্ধী

কলকাতা প্রতিনিধি
ধর্মীয় অসহিষ্ণুতার কারণে ভারত ছাড়ছে অনেক প্রতিষ্ঠান: রাহুল গান্ধী

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা ও ঘৃণার রাজনীতি বাড়তে থাকায় থেকে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সচেতন মহল। কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ, ঘৃণার রাজনীতির কারণেই দেশ ছেড়েছে ৭টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের গবেষণাধর্মী সংস্থা ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ভারতে ধর্মীয় সহিষ্ণুতা হ্রাসের পাশাপাশি সংখ্যালঘুদের ওপর আক্রমণে উদ্বেগ প্রকাশ করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এক টুইটে রাহুল গান্ধী লিখেছেন, ‘ঘৃণার রাজনীতির জন্যই ৭টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভারত ছেড়ে যাওয়ার পাশাপাশি ৯টি কারখানা ও ৬৪৯ জনের ডিলারশিপ বন্ধ হয়ে গেছে। কাজ হারিয়েছেন ৮৪ হাজার মানুষ। তাই জনাব মোদি, মেক-ইন-ইন্ডিয়া আর হেট-ইন-ইন্ডিয়া একসঙ্গে চলতে পারে না।’ 

এ দিকে, সাবেক জাতীয় উপদেষ্টা শিবশঙ্কর মেনন, সাবেক পররাষ্ট্রসচিব সুজাতা সিং, সাবেক স্বরাষ্ট্রসচিব জিকে পিল্লাই, সামাজিক ন্যায় ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব অনিতা অগ্নিহোত্রীসহ ১০৮ আমলা নরেন্দ্র মোদিকে খোলা চিঠি দিয়ে ধর্মীয় সহিষ্ণুতার বিষয়ে নীরবতা ভাঙতে অনুরোধ করেছেন। তাঁদের চিঠিতে মুসলিম বিদ্বেষ বৃদ্ধির পাশাপাশি ধর্মীয় উন্মত্ততার কথা বলা হয়েছে। কেবল মুসলিম বা সংখ্যালঘুরাই শুধু নয়, দেশের সংবিধানও আক্রান্ত হচ্ছে বলে উল্লেখ করা হয় চিঠিতে। মঙ্গলবার লেখা এই চিঠিতে বলা হয়, ‘দেশের এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নীরবতা দেশবাসীকে অধীর করে তুলেছে।’

উল্লেখ্য, মঙ্গলবারই দেশটির সর্বোচ্চ আদালত মুসলিমবিরোধী উসকানি বন্ধে রাজ্যগুলোকে কঠোর হতে নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রও ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে। তবে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্ব এই অভিযোগ মোটেই মানতে নারাজ। 

তবে, এসবের মধ্যে নতুন মাইলফলক তৈরি করেছে ভারতের রেল মন্ত্রণালয়। দেশটিতে এবারই প্রথম দূরপাল্লার বিলাসবহুল ট্রেনে রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত