কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি জনসমক্ষে বিতর্কে লড়ার প্রস্তাব গ্রহণ করেছেন। ভারতের নাগরিক সমাজের প্রতিনিধিদের আহ্বানের জবাবে গতকাল শনিবার এক টুইটে রাহুল গান্ধী বিষয়টি নিশ্চিত করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লোকুর, ভারতের ল কমিশনের সাবেক চেয়ারম্যান অজিত পি সাহা এবং জ্যেষ্ঠ সাংবাদিক এন রাম কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর চিঠি লেখেন একটি উন্মুক্ত বিতর্কে অংশ নিতে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী টুইটে জবাব দেন।
রাহুল গান্ধী জানান, তিনি অথবা তাঁর দল কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খাগে এই উন্মুক্ত বিতর্কে অংশগ্রহণ করবেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী মোদিও এই প্রস্তাব গ্রহণ করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা টুইটে রাহুল বলেন, ‘একটি সুস্থ গণতন্ত্রের জন্য একক প্ল্যাটফরমের মাধ্যমে দেশের সামনে প্রধান দলগুলোর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা একটি ইতিবাচক উদ্যোগ হবে। কংগ্রেস এই উদ্যোগকে স্বাগত জানায় এবং আলোচনার আমন্ত্রণ গ্রহণ করছে। এই সংলাপে প্রধানমন্ত্রীর অংশগ্রহণও প্রত্যাশা করে দেশ।
রাহুল গান্ধী জানান, তিনি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এবং তাঁরা সম্মত হয়েছেন যে, ‘এ ধরনের বিতর্ক জনগণকে আমাদের (রাজনৈতিক দলগুলোর) নিজ নিজ দৃষ্টিভঙ্গি বুঝতে ও তাদের একটি নিজ নিজ পছন্দ বাছাই করতে সহায়তা করবে। তিনি বলেন, ‘আমি অথবা কংগ্রেসের সভাপতি এ ধরনের বিতর্কে অংশ নিতে পারলে খুশি হব।’
এদিকে, রাহুলের এই টুইটের পর তাঁকে এক হাত নিয়েছে বিজেপি। দলটির নেতা তেজস্বী সূর্য রাহুলের এই বিতর্কের প্রস্তাব গ্রহণের বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, ইন্ডিয়া জোট দূরে থাক, তিনি (রাহুল) তো কংগ্রেসেরই প্রধানমন্ত্রী পদপ্রার্থী নন।
এক্সে শেয়ার করা এক পোস্টে সূর্য বলেন, ‘রাহুল গান্ধী কে যে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী বিতর্ক করবেন? ইন্ডিয়া জোট দূরে থাক তিনি (রাহুল) তো কংগ্রেসেরই প্রধানমন্ত্রী পদপ্রার্থী নন। তাঁকে আগে বলুন, কংগ্রেসের হয়ে নিজের প্রধানমন্ত্রিত্বের প্রার্থিতা ঘোষণা করতে, তাঁর দলের পরাজয়ের দায়ভার তাঁকে নিতে বলুন, তারপর প্রধানমন্ত্রীকে বিতর্কে আহ্বান জানাতে বলুন।’
কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি জনসমক্ষে বিতর্কে লড়ার প্রস্তাব গ্রহণ করেছেন। ভারতের নাগরিক সমাজের প্রতিনিধিদের আহ্বানের জবাবে গতকাল শনিবার এক টুইটে রাহুল গান্ধী বিষয়টি নিশ্চিত করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লোকুর, ভারতের ল কমিশনের সাবেক চেয়ারম্যান অজিত পি সাহা এবং জ্যেষ্ঠ সাংবাদিক এন রাম কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর চিঠি লেখেন একটি উন্মুক্ত বিতর্কে অংশ নিতে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী টুইটে জবাব দেন।
রাহুল গান্ধী জানান, তিনি অথবা তাঁর দল কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খাগে এই উন্মুক্ত বিতর্কে অংশগ্রহণ করবেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী মোদিও এই প্রস্তাব গ্রহণ করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা টুইটে রাহুল বলেন, ‘একটি সুস্থ গণতন্ত্রের জন্য একক প্ল্যাটফরমের মাধ্যমে দেশের সামনে প্রধান দলগুলোর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা একটি ইতিবাচক উদ্যোগ হবে। কংগ্রেস এই উদ্যোগকে স্বাগত জানায় এবং আলোচনার আমন্ত্রণ গ্রহণ করছে। এই সংলাপে প্রধানমন্ত্রীর অংশগ্রহণও প্রত্যাশা করে দেশ।
রাহুল গান্ধী জানান, তিনি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এবং তাঁরা সম্মত হয়েছেন যে, ‘এ ধরনের বিতর্ক জনগণকে আমাদের (রাজনৈতিক দলগুলোর) নিজ নিজ দৃষ্টিভঙ্গি বুঝতে ও তাদের একটি নিজ নিজ পছন্দ বাছাই করতে সহায়তা করবে। তিনি বলেন, ‘আমি অথবা কংগ্রেসের সভাপতি এ ধরনের বিতর্কে অংশ নিতে পারলে খুশি হব।’
এদিকে, রাহুলের এই টুইটের পর তাঁকে এক হাত নিয়েছে বিজেপি। দলটির নেতা তেজস্বী সূর্য রাহুলের এই বিতর্কের প্রস্তাব গ্রহণের বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, ইন্ডিয়া জোট দূরে থাক, তিনি (রাহুল) তো কংগ্রেসেরই প্রধানমন্ত্রী পদপ্রার্থী নন।
এক্সে শেয়ার করা এক পোস্টে সূর্য বলেন, ‘রাহুল গান্ধী কে যে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী বিতর্ক করবেন? ইন্ডিয়া জোট দূরে থাক তিনি (রাহুল) তো কংগ্রেসেরই প্রধানমন্ত্রী পদপ্রার্থী নন। তাঁকে আগে বলুন, কংগ্রেসের হয়ে নিজের প্রধানমন্ত্রিত্বের প্রার্থিতা ঘোষণা করতে, তাঁর দলের পরাজয়ের দায়ভার তাঁকে নিতে বলুন, তারপর প্রধানমন্ত্রীকে বিতর্কে আহ্বান জানাতে বলুন।’
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে