দিল্লির সরকারি সেবা দপ্তরের সচিব আশিস মোর। তিনি একজন আইএএস অফিসার। তাঁর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দিল্লির আম আদমি শাসিত সরকার।
সম্প্রতি হাইকোর্টের দেওয়া আদেশ অমান্য করায় আশিস মোরের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সরকারি নোটিশ বলা হয়েছে। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
দিল্লিতে আমলাদের বিষয়ে আম আদমি সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ঘোষণার কয়েক ঘণ্টা পরই আশিস মোরের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলো। যেখানে ইউনিয়ন টেরিটোরি দিল্লিতে সরকার ও আমলাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে।
পরিষেবা মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এর আগে বলেছিলেন, আশিস মোর হঠাৎ করে কাউকে না জানিয়ে সচিবালয় থেকে বেরিয়ে গেছেন। এরপর তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। গত বৃহস্পতিবারই মন্ত্রী এই আমলাকে এখান থেকে সরানোর দাবি জানান।
এ সংক্রান্ত এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মন্ত্রী সৌরভ ভরদ্বাজ সচিব আশিস মোরকে সরকারি পরিষেবা দপ্তরের সচিব পদে নতুন একজনের বদলির নথিপত্র তাঁকে দেখাতে বলেছিলেন। কিন্তু আশিস মোর কাউকে না জানিয়ে মন্ত্রীর অফিস ছেড়ে চলে যান। এরপর তাঁর সঙ্গে কোনোভাবে যাতে যোগাযোগ করা না যায় সে জন্য ফোন বন্ধ রাখেন।
সচিব আশিস মোরের বিরুদ্ধে এর আগে এই মন্ত্রণালয় রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, আশিস মোরের বাড়িতে একটি নোট পাঠানো হয়েছিল কিন্তু তিনি প্রাপ্তি স্বীকার করেননি। এরপর ই–মেইল ও হোয়াটসঅ্যাপেও নোট পাঠানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি।
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন ও পরিষেবার ওপর দিল্লি সরকারের আইনি ও নির্বাহী ক্ষমতার পক্ষে রায় দেয়। আদালত বলে, আইন শৃঙ্খলা, পুলিশ ও ভূমির ব্যাপার ছাড়া বাকি সব ক্ষেত্রে দিল্লি সরকারের আদেশই অগ্রগণ্য।
দিল্লির সরকারি সেবা দপ্তরের সচিব আশিস মোর। তিনি একজন আইএএস অফিসার। তাঁর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দিল্লির আম আদমি শাসিত সরকার।
সম্প্রতি হাইকোর্টের দেওয়া আদেশ অমান্য করায় আশিস মোরের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সরকারি নোটিশ বলা হয়েছে। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
দিল্লিতে আমলাদের বিষয়ে আম আদমি সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ঘোষণার কয়েক ঘণ্টা পরই আশিস মোরের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলো। যেখানে ইউনিয়ন টেরিটোরি দিল্লিতে সরকার ও আমলাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে।
পরিষেবা মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এর আগে বলেছিলেন, আশিস মোর হঠাৎ করে কাউকে না জানিয়ে সচিবালয় থেকে বেরিয়ে গেছেন। এরপর তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। গত বৃহস্পতিবারই মন্ত্রী এই আমলাকে এখান থেকে সরানোর দাবি জানান।
এ সংক্রান্ত এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মন্ত্রী সৌরভ ভরদ্বাজ সচিব আশিস মোরকে সরকারি পরিষেবা দপ্তরের সচিব পদে নতুন একজনের বদলির নথিপত্র তাঁকে দেখাতে বলেছিলেন। কিন্তু আশিস মোর কাউকে না জানিয়ে মন্ত্রীর অফিস ছেড়ে চলে যান। এরপর তাঁর সঙ্গে কোনোভাবে যাতে যোগাযোগ করা না যায় সে জন্য ফোন বন্ধ রাখেন।
সচিব আশিস মোরের বিরুদ্ধে এর আগে এই মন্ত্রণালয় রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, আশিস মোরের বাড়িতে একটি নোট পাঠানো হয়েছিল কিন্তু তিনি প্রাপ্তি স্বীকার করেননি। এরপর ই–মেইল ও হোয়াটসঅ্যাপেও নোট পাঠানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি।
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন ও পরিষেবার ওপর দিল্লি সরকারের আইনি ও নির্বাহী ক্ষমতার পক্ষে রায় দেয়। আদালত বলে, আইন শৃঙ্খলা, পুলিশ ও ভূমির ব্যাপার ছাড়া বাকি সব ক্ষেত্রে দিল্লি সরকারের আদেশই অগ্রগণ্য।
আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বসূরি বারাক ওবামাকে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি জানিয়েছেন, ‘রাশিয়াগেট’ এবং ‘ভোট জালিয়াতি’ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে তিনি ওবামা এবং তাঁর প্রশাসনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান।
২১ মিনিট আগেতৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, ‘এ রাজ্যে যাদের বাংলা ভাষাভাষী বলে নিপীড়ন করা হচ্ছে, সেই একই দল অন্য রাজ্যে তাদের জমি দিচ্ছে! এটা দুমুখো রাজনীতি।’
১ ঘণ্টা আগেইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত। এমনকি, দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে তা নিয়েও তিনি খুব একটা আশাবাদী নন। তবুও ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেগাজা থেকে নিজেদের ফ্রিল্যান্স সাংবাদিকদের সরিয়ে নিতে চায় ফরাসি বার্তা সংস্থা এএফপি। শিগগিরই তাঁদের উপত্যকা থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা করতে ইসরায়েলের প্রতি আকুতি জানিয়েছে সংবাদ সংস্থাটি। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ অনুরোধ জানিয়েছে এ
৩ ঘণ্টা আগে