Ajker Patrika

ভারতে ফের মৃত্যুর রেকর্ড, শনাক্ত কিছুটা কমল

আপডেট : ০৮ মে ২০২১, ১২: ১৯
ভারতে ফের মৃত্যুর রেকর্ড, শনাক্ত কিছুটা কমল

ঢাকা: ভারতে গত একদিনে করোনায় চার হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে। দৈনিক হিসাবে এটি ভারতে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে চার লাখ ১ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনা রোগী শনাক্তের এই সংখ্যা আগের দিনের চেয়ে প্রায় ১৩ হাজার কম। আজ শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬৭৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন দুই লাখ ৩৮ হাজার ২৭০ জন। দেশটিতে এখনও ৩৭ লাখ ২৩ হাজার ৪৪৬ জন সক্রিয় করোনা রোগী রয়েছে।

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনায় প্রকৃত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা জানা যাচ্ছে না। ভারতে করোনার ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিও ধীর গতিতে চলছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে ১০ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন । আর মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ মানুষ পেয়েছেন ভ্যাকসিনের দুই ডোজ।

সম্প্রতি ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালা সতর্ক করে বলেছেন, ভ্যাকসিন সঙ্কট আরও কয়েক মাস থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত