Ajker Patrika

উলফা নেতা পরেশ বড়ুয়া এখন চীনে: ভারতীয় গণমাধ্যমের খবর

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৪: ০৮
উলফা নেতা পরেশ বড়ুয়া। ছবি: সংগৃহীত
উলফা নেতা পরেশ বড়ুয়া। ছবি: সংগৃহীত

ভারতে নিষিদ্ধ ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) স্বঘোষিত প্রধান পরেশ বড়ুয়া এখন চীনা ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন। মিয়ানমারের অভ্যন্তরীণ উত্তেজনা এবং সীমান্তবর্তী অঞ্চলে এর প্রভাবের কারণে অরুণাচল প্রদেশ ও মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত রুইলি শহর থেকে চীনের ইউনান প্রদেশের শিশুয়াংবান্না দাই অঞ্চলে আত্মগোপন করেছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, পরেশ বড়ুয়া দীর্ঘদিন ধরে রুইলিতে অবস্থান করছেন। এর আগে তিনি বাংলাদেশে বেশ কিছুদিন ছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনের আগে তিনি বাংলাদেশ ছাড়েন। আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে তাঁকে ভারতে পাঠাতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যান।

চীনের ইউনান প্রদেশের শিশুয়াংবান্না দাই স্বায়ত্তশাসিত অঞ্চলে বিপুলসংখ্যক তাই/দাই জনগোষ্ঠীর বাস। আসামের অহোমীয়া জনগোষ্ঠীর সঙ্গে এই জনগোষ্ঠীর জাতিগত সম্পর্ক রয়েছে। এ ছাড়া, কিছু অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরেশ বড়ুয়ার মিয়ানমারের মং লা অঞ্চলে যাতায়াতের সুযোগ থাকতে পারে। মিয়ানমারের শান রাজ্যে চীনপন্থী বিদ্রোহী গোষ্ঠী এনডিএএ এই অঞ্চল নিয়ন্ত্রণ করে।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিয়ানমারের সাগাইং অঞ্চলের সিংকালিং খামতি শহরের উত্তরে পার্বত্য এলাকায় উত্তর–পূর্ব ভারতের শত শত বিদ্রোহী লুকিয়ে রয়েছে বলে জানা গেছে। মিয়ানমারের সেনা সরকার দেশটির বিভিন্ন জাতিগত বিদ্রোহ দমনে ব্যস্ত থাকায় এই বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি খুব বেশি মনোযোগ দিতে পারছে না।

এই বিদ্রোহীদের মধ্যে অন্যতম উলফা। উলফা স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। উলফা বিদ্রোহ ১৯৯০-এর দশকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তবে ভারতীয় সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে তারা মিয়ানমার সীমান্তের ওপারে আশ্রয় নিতে বাধ্য হয়। সংগঠনে বিভাজন ও অনেকের আত্মসমর্পণের ফলে উলফার শক্তি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তবে এখনো সাগাইংয়ের পার্বত্য এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক উলফা বিদ্রোহীর উপস্থিতি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

এলাকার খবর
Loading...