ভারতের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারের নির্বাচনী বন্ডকে অবৈধ ঘোষণা করেছে। ঠিক এক দিন পর প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে যুক্ত চারটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১১৫ কোটি রুপি জব্দ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস ও যুব কংগ্রেস সংশ্লিষ্ট চারটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১১৫ কোটি রুপি জব্দ করেছিল ভারতের আয়কর বিভাগ। আপিল ট্রাইব্যুনালে আবেদন করার পর সাময়িকভাবে সেই অ্যাকাউন্টগুলো আবারও সচল করা হয়েছে। তবে এই অ্যাকাউন্টগুলোর বিষয়ে আগামী সপ্তাহে শুনানি অনুষ্ঠিত হবে। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এমন সময় ভারতের পার্লামেন্টে বিরোধী কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলো যখন আগামী এপ্রিল ও মে মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
আয়কর বিভাগ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পর কংগ্রেস এক বিবৃতিতে এই চার ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার করেছে। দলটি জানিয়েছে, এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে তারা প্রায় ১১৫ কোটি রুপি লেনদেন করেছে। তবে আয়কর বিভাগ জানিয়েছে, এই অর্থে আগামী কয়েক দিন হাত দিতে পারবে না কংগ্রেস। আয়কর বিভাগের অভিযোগ, কংগ্রেসের কাছে অন্তত ২১০ কোটি রুপি কর পাওনা আছে তাদের।
এক বিবৃতিতে কংগ্রেস বলেছে, ‘দলের ১১৫ কোটি রুপি তহবিল জব্দ করা হয়েছে। আমাদের অ্যাকাউন্টে সব মিলিয়ে ১১৫ কোটি টাকাই আছে, এর বেশি নেই।’ এ বিষয়ে দলের অর্থ সম্পাদক অজয় মাকেন বলেছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর এটি আকটি আঘাত।
অজয় মাকেন বলেছেন, ‘দেশে এখন আর গণতন্ত্র নেই। যা চলছে, তা একদলীয় শাসনের মতোই এবং এখানে প্রধান বিরোধী দলকে দমনের চেষ্টা চালানো হচ্ছে। আমরা বিচার বিভাগ, গণমাধ্যম ও দেশের জনগণের কাছে এই অন্যায় আচরণের বিচারের দাবি রাখছি।’
ভারতের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারের নির্বাচনী বন্ডকে অবৈধ ঘোষণা করেছে। ঠিক এক দিন পর প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে যুক্ত চারটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১১৫ কোটি রুপি জব্দ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস ও যুব কংগ্রেস সংশ্লিষ্ট চারটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১১৫ কোটি রুপি জব্দ করেছিল ভারতের আয়কর বিভাগ। আপিল ট্রাইব্যুনালে আবেদন করার পর সাময়িকভাবে সেই অ্যাকাউন্টগুলো আবারও সচল করা হয়েছে। তবে এই অ্যাকাউন্টগুলোর বিষয়ে আগামী সপ্তাহে শুনানি অনুষ্ঠিত হবে। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এমন সময় ভারতের পার্লামেন্টে বিরোধী কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলো যখন আগামী এপ্রিল ও মে মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
আয়কর বিভাগ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পর কংগ্রেস এক বিবৃতিতে এই চার ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার করেছে। দলটি জানিয়েছে, এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে তারা প্রায় ১১৫ কোটি রুপি লেনদেন করেছে। তবে আয়কর বিভাগ জানিয়েছে, এই অর্থে আগামী কয়েক দিন হাত দিতে পারবে না কংগ্রেস। আয়কর বিভাগের অভিযোগ, কংগ্রেসের কাছে অন্তত ২১০ কোটি রুপি কর পাওনা আছে তাদের।
এক বিবৃতিতে কংগ্রেস বলেছে, ‘দলের ১১৫ কোটি রুপি তহবিল জব্দ করা হয়েছে। আমাদের অ্যাকাউন্টে সব মিলিয়ে ১১৫ কোটি টাকাই আছে, এর বেশি নেই।’ এ বিষয়ে দলের অর্থ সম্পাদক অজয় মাকেন বলেছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর এটি আকটি আঘাত।
অজয় মাকেন বলেছেন, ‘দেশে এখন আর গণতন্ত্র নেই। যা চলছে, তা একদলীয় শাসনের মতোই এবং এখানে প্রধান বিরোধী দলকে দমনের চেষ্টা চালানো হচ্ছে। আমরা বিচার বিভাগ, গণমাধ্যম ও দেশের জনগণের কাছে এই অন্যায় আচরণের বিচারের দাবি রাখছি।’
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে