ভারতের পাঞ্জাব প্রদেশে কারাগার থেকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এক বন্দীকে বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা গেছে। এ ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে পাঞ্জাব পুলিশ। এর জেরে একজন উপপরিদর্শকসহ দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অপহরণ মামলায় লুধিয়ানা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন সাভোত্তম সিং ওরফে লাকি সান্ধু। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৮ ডিসেম্বর চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে (পিজিআইএমইআর) নিয়ে যাওয়া হয় তাঁকে। লাকি সান্ধু প্রস্রাবের সমস্যার কথা জানালে কারা কর্তৃপক্ষ তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়।
লাকি সান্ধুর বিরুদ্ধে দাঙ্গা, অপহরণ, হামলা, চাঁদাবাজি, গোলাগুলিসহ বেশ কয়েকটি অভিযোগে মামলা রয়েছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, লুধিয়ানা পুলিশ কমিশনারেটের একটি দল লাকিকে চিকিৎসার জন্য পিজিআইএমইআরে নেয়। তবে কারাগারের কোনো কর্মকর্তা তাঁর সঙ্গে ছিলেন না। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তিনি পুলিশের দলটির সঙ্গে ফেরার পথে কারাগার থেকে ৪০ কিলোমিটার দূরে রায়কোটে একটি বিয়ের অনুষ্ঠানে যান।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লাকি সান্ধু বিয়েবাড়িতে অন্য অতিথিদের সঙ্গে হাত-পা দুলিয়ে নাচানাচি করছেন। পরে অবশ্য তিনি কারাগারে ফিরেছেন। জেল কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলার কথা জানতে পারলে লুধিয়ানা পুলিশ কমিশনারকে এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেয়।
লুধিয়ানার পুলিশ কমিশনার কুলদীপ চাহাল জানিয়েছেন, লাকি সান্ধুর সঙ্গে থাকা উপপরিদর্শক মঙ্গল সিং ও সহকারী উপরিদর্শক কুলদীপ সিংকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের পাঞ্জাব প্রদেশে কারাগার থেকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এক বন্দীকে বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা গেছে। এ ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে পাঞ্জাব পুলিশ। এর জেরে একজন উপপরিদর্শকসহ দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অপহরণ মামলায় লুধিয়ানা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন সাভোত্তম সিং ওরফে লাকি সান্ধু। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৮ ডিসেম্বর চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে (পিজিআইএমইআর) নিয়ে যাওয়া হয় তাঁকে। লাকি সান্ধু প্রস্রাবের সমস্যার কথা জানালে কারা কর্তৃপক্ষ তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়।
লাকি সান্ধুর বিরুদ্ধে দাঙ্গা, অপহরণ, হামলা, চাঁদাবাজি, গোলাগুলিসহ বেশ কয়েকটি অভিযোগে মামলা রয়েছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, লুধিয়ানা পুলিশ কমিশনারেটের একটি দল লাকিকে চিকিৎসার জন্য পিজিআইএমইআরে নেয়। তবে কারাগারের কোনো কর্মকর্তা তাঁর সঙ্গে ছিলেন না। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তিনি পুলিশের দলটির সঙ্গে ফেরার পথে কারাগার থেকে ৪০ কিলোমিটার দূরে রায়কোটে একটি বিয়ের অনুষ্ঠানে যান।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লাকি সান্ধু বিয়েবাড়িতে অন্য অতিথিদের সঙ্গে হাত-পা দুলিয়ে নাচানাচি করছেন। পরে অবশ্য তিনি কারাগারে ফিরেছেন। জেল কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলার কথা জানতে পারলে লুধিয়ানা পুলিশ কমিশনারকে এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেয়।
লুধিয়ানার পুলিশ কমিশনার কুলদীপ চাহাল জানিয়েছেন, লাকি সান্ধুর সঙ্গে থাকা উপপরিদর্শক মঙ্গল সিং ও সহকারী উপরিদর্শক কুলদীপ সিংকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালে জাপানে যত শিশু জন্মগ্রহণ করেছে, তার তুলনায় ৯ লাখ বেশি মানুষের মৃত্যু হয়েছে। ১৯৬৮ সালে এই ধরনের সরকারি পর্যবেক্ষণ শুরুর পর থেকে এটি ছিল দেশটির সবচেয়ে বড় বার্ষিক জনসংখ্যা হ্রাসের ঘটনা। এই পরিস্থিতিকে জাপানের দীর্ঘমেয়াদি জনসংখ্যা সংকটের এক গভীর ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২৫ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগির এক বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেনে চলমান যুদ্ধ থামাতে আলোচনার অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।
২ ঘণ্টা আগেভারতে চলমান বর্ষায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ১ হাজার ৬২৬ জন মানুষ প্রাণ হারিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যসভায় এই তথ্য প্রকাশ করেছে। জুলাই মাস শেষ হতেই দেশের বিভিন্ন রাজ্যে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেছেন ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ। তিনি জানিয়েছেন, ইউক্রেন সংকট সমাধান নিয়ে আলোচনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি গ্রহণযোগ্য প্রস্তাব পেয়েছে রাশিয়া।
২ ঘণ্টা আগে