Ajker Patrika

পশ্চিমবঙ্গে ঘোল খেল বিজেপি, মমতার দলের চমক

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ জুন ২০২৪, ২১: ৩৬
Thumbnail image

বুথ ফেরত জরিপগুলো ভারতের পশ্চিমবঙ্গে মোদির দল বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করতে যাচ্ছে বলে জানিয়েছিল। তবে এই রাজ্যের প্রধান রাজনৈতিক দল এবং বিরোধী ইন্ডি জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি জরিপের ফলকে উড়িয়ে দিয়েছিলেন। মমতা দাবি করেছিলেন, বিজেপি নয় তাঁর দলই পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ আসন পেতে যাচ্ছে। শেষ পর্যন্ত মমতার কথাই ঠিক হলো। 

ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মোট আসন ৪২ টি। এর মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ টিতেই এগিয়ে রয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। বিপরীতে এই রাজ্যে বিজেপি এগিয়ে আছে মাত্র ১২টি আসনে। আর ১টি আসন পেতে যাচ্ছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস পার্টি।

বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের গণনা করা ভোটের ফলাফলে দেখা গেছে, রাজ্যজুড়ে বিজেপির চেয়ে অন্তত ৯ শতাংশ ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, গত বারের চেয়ে এবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোট কমেনি বরং বেড়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪৩ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছিল দলটি। এবার বেলা ২টা পর্যন্ত ভোটের গণনায় দেখা গেছে, দলটি গণনাকৃত মোট ভোটের ৪৬ দশমিক ৯ শতাংশই নিজেদের দখলে রেখেছে। 

পশ্চিমবঙ্গ ঘিরে বড় বিজয়ের স্বপ্ন দেখেছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নির্বাচনী প্রচারণায় রাজ্যটিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু ফলাফল হয়েছে উল্টো। দেখা গেছে, বেলা ২টা পর্যন্ত মোট গণনাকৃত ভোটের ৩৭ দশমিক ৫ শতাংশ পেয়েছে বিজেপি। অথচ ২০১৯ সালে এই রাজ্যে ৪০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছিল দলটি। 

পাশাপাশি ২০১৯ সালে পশ্চিমবঙ্গে ১৮ আসন পেয়ে চমক সৃষ্টি করেছিল বিজেপি। কিন্তু এবার কমপক্ষে ৬টি আসন কমে যাচ্ছে তাদের। অন্যদিকে গত নির্বাচনে ২০ আসনে জয় পাওয়া মমতার দল এবার কমপক্ষে ৯টি আসন বাড়াতে চলেছে। 

বিরোধী জোটে থাকা তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকার গঠনের লড়াইয়ে পিছিয়ে থাকলেও এবারের নির্বাচনে ঘরের মাঠকে আরও জোরালো করেছে বলেই মনে করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। অথচ এই মাধ্যমগুলোই রাজ্যে তৃণমূলের ভরাডুবির ভবিষ্যদ্বাণী করেছিল বুথ ফেরত জরিপে।

লোকসভা নির্বাচন সম্পর্কিত আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত