বুথ ফেরত জরিপগুলো ভারতের পশ্চিমবঙ্গে মোদির দল বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করতে যাচ্ছে বলে জানিয়েছিল। তবে এই রাজ্যের প্রধান রাজনৈতিক দল এবং বিরোধী ইন্ডি জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি জরিপের ফলকে উড়িয়ে দিয়েছিলেন। মমতা দাবি করেছিলেন, বিজেপি নয় তাঁর দলই পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ আসন পেতে যাচ্ছে। শেষ পর্যন্ত মমতার কথাই ঠিক হলো।
ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মোট আসন ৪২ টি। এর মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ টিতেই এগিয়ে রয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। বিপরীতে এই রাজ্যে বিজেপি এগিয়ে আছে মাত্র ১২টি আসনে। আর ১টি আসন পেতে যাচ্ছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস পার্টি।
বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের গণনা করা ভোটের ফলাফলে দেখা গেছে, রাজ্যজুড়ে বিজেপির চেয়ে অন্তত ৯ শতাংশ ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, গত বারের চেয়ে এবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোট কমেনি বরং বেড়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪৩ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছিল দলটি। এবার বেলা ২টা পর্যন্ত ভোটের গণনায় দেখা গেছে, দলটি গণনাকৃত মোট ভোটের ৪৬ দশমিক ৯ শতাংশই নিজেদের দখলে রেখেছে।
পশ্চিমবঙ্গ ঘিরে বড় বিজয়ের স্বপ্ন দেখেছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নির্বাচনী প্রচারণায় রাজ্যটিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু ফলাফল হয়েছে উল্টো। দেখা গেছে, বেলা ২টা পর্যন্ত মোট গণনাকৃত ভোটের ৩৭ দশমিক ৫ শতাংশ পেয়েছে বিজেপি। অথচ ২০১৯ সালে এই রাজ্যে ৪০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছিল দলটি।
পাশাপাশি ২০১৯ সালে পশ্চিমবঙ্গে ১৮ আসন পেয়ে চমক সৃষ্টি করেছিল বিজেপি। কিন্তু এবার কমপক্ষে ৬টি আসন কমে যাচ্ছে তাদের। অন্যদিকে গত নির্বাচনে ২০ আসনে জয় পাওয়া মমতার দল এবার কমপক্ষে ৯টি আসন বাড়াতে চলেছে।
বিরোধী জোটে থাকা তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকার গঠনের লড়াইয়ে পিছিয়ে থাকলেও এবারের নির্বাচনে ঘরের মাঠকে আরও জোরালো করেছে বলেই মনে করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। অথচ এই মাধ্যমগুলোই রাজ্যে তৃণমূলের ভরাডুবির ভবিষ্যদ্বাণী করেছিল বুথ ফেরত জরিপে।
লোকসভা নির্বাচন সম্পর্কিত আরও খবর পড়ুন:
বুথ ফেরত জরিপগুলো ভারতের পশ্চিমবঙ্গে মোদির দল বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করতে যাচ্ছে বলে জানিয়েছিল। তবে এই রাজ্যের প্রধান রাজনৈতিক দল এবং বিরোধী ইন্ডি জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি জরিপের ফলকে উড়িয়ে দিয়েছিলেন। মমতা দাবি করেছিলেন, বিজেপি নয় তাঁর দলই পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ আসন পেতে যাচ্ছে। শেষ পর্যন্ত মমতার কথাই ঠিক হলো।
ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মোট আসন ৪২ টি। এর মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ টিতেই এগিয়ে রয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। বিপরীতে এই রাজ্যে বিজেপি এগিয়ে আছে মাত্র ১২টি আসনে। আর ১টি আসন পেতে যাচ্ছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস পার্টি।
বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের গণনা করা ভোটের ফলাফলে দেখা গেছে, রাজ্যজুড়ে বিজেপির চেয়ে অন্তত ৯ শতাংশ ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, গত বারের চেয়ে এবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোট কমেনি বরং বেড়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪৩ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছিল দলটি। এবার বেলা ২টা পর্যন্ত ভোটের গণনায় দেখা গেছে, দলটি গণনাকৃত মোট ভোটের ৪৬ দশমিক ৯ শতাংশই নিজেদের দখলে রেখেছে।
পশ্চিমবঙ্গ ঘিরে বড় বিজয়ের স্বপ্ন দেখেছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নির্বাচনী প্রচারণায় রাজ্যটিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু ফলাফল হয়েছে উল্টো। দেখা গেছে, বেলা ২টা পর্যন্ত মোট গণনাকৃত ভোটের ৩৭ দশমিক ৫ শতাংশ পেয়েছে বিজেপি। অথচ ২০১৯ সালে এই রাজ্যে ৪০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছিল দলটি।
পাশাপাশি ২০১৯ সালে পশ্চিমবঙ্গে ১৮ আসন পেয়ে চমক সৃষ্টি করেছিল বিজেপি। কিন্তু এবার কমপক্ষে ৬টি আসন কমে যাচ্ছে তাদের। অন্যদিকে গত নির্বাচনে ২০ আসনে জয় পাওয়া মমতার দল এবার কমপক্ষে ৯টি আসন বাড়াতে চলেছে।
বিরোধী জোটে থাকা তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকার গঠনের লড়াইয়ে পিছিয়ে থাকলেও এবারের নির্বাচনে ঘরের মাঠকে আরও জোরালো করেছে বলেই মনে করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। অথচ এই মাধ্যমগুলোই রাজ্যে তৃণমূলের ভরাডুবির ভবিষ্যদ্বাণী করেছিল বুথ ফেরত জরিপে।
লোকসভা নির্বাচন সম্পর্কিত আরও খবর পড়ুন:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৬ মিনিট আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
৩ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৬ ঘণ্টা আগে