Ajker Patrika

চলতি বছরে ৮৭ হাজার ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৫: ১৪
চলতি বছরে ৮৭ হাজার ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন

চলতি বছরের জুন পর্যন্ত ৮৭ হাজার ২৭ জন ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার লোকসভায় এ তথ্য জানিয়েছেন। ২০১১ সাল থেকে এ পর্যন্ত সাড়ে ১৭ লাখেরও বেশি ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছে। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এস জয়শঙ্কর জানান, ২০২২ সালে ২ লাখ ২৫ হাজার ৬২০ জন, ২০২১ সালে ১ লাখ ৬৩ হাজার ৩৭০ জন, ২০২০ সালে ৮৫ হাজার ২৫৬ জন, ২০১৯ সালে ১ লাখ ৪৪ হাজার ১৭ জন, ২০১৮ সালে ১ লাখ ৩৪ হাজার ৫৬১ জন, ২০১৭ সালে ১ লাখ ৩১ হাজার ৪৩১ জন, ২০১৬ সালে ৪ লাখ ৩৪ হাজার ১৬ জন, ২০১৫ সালে ১ লাখ ৩১ হাজার ৪৮৯ জন, ২০১৪ সালে ১ লাখ ২৯ হাজার ৩২৮ জন, ২০১৩ সালে ১ লাখ ৩১ হাজার ৪০৫ জন, ২০১২ সালে ১ লাখ ২০ হাজার ৯২৩ এবং ২০১১ সালে ১ লাখ ২২ হাজার ৮১৯ জন ভারতের নাগরিকত্ব ত্যাগ করে।

মন্ত্রী বলেন, ‘গত দুই দশকে বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে যোগ দেওয়া ভারতীয় নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য। তাদের মধ্যে অনেকেই ব্যক্তিগত সুবিধার কারণে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন।’

বিদেশে অবস্থানরত ভারতীয়রাও দেশের সম্পদ জানিয়ে এস জয়শঙ্কর বলেন, সরকার প্রবাসীদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার মাধ্যমে একটি বড় পরিবর্তন এনেছে। বিদেশে ভারতীয় অভিবাসীদের সফল, সমৃদ্ধ ও প্রভাবশালী করতে ভারত সরকার সব ধরনের সুবিধা দিয়ে যাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত