Ajker Patrika

চলন্ত উড়োজাহাজে সহযাত্রীর গায়ে প্রস্রাব ভারতীয় তরুণের

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ২০: ৩০
চলন্ত উড়োজাহাজে সহযাত্রীর গায়ে প্রস্রাব ভারতীয় তরুণের

আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটিয়েছেন আর্য বোরা (২১) নামের ভারতীয় এক তরুণ। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। এএ ২৯২ ফ্লাইটে তিনি নিউইয়র্ক থেকে দিল্লি যাচ্ছিলেন। 

আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার এ ঘটনা ঘটে। সেই যাত্রী মাতাল অবস্থায় ছিলেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আমেরিকান এয়ারলাইনস। তাঁকে আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজে নিষিদ্ধ করা হয়েছে। 

এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইনস জানায়, ভবিষ্যতে তাঁরা ওই যাত্রীকে আর উড়োজাহাজে উঠতে দেবেন না। 

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, যে যাত্রীর ওপর প্রস্রাব করা হয়েছে, তিনি অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে চাননি। অভিযুক্ত তরুণ তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। ছাত্রটির ভবিষ্যতের কথা ভেবেই বড় কোনো পদক্ষেপ নিতে চাননি সহযাত্রী। 

তবে বিমান কর্তৃপক্ষ বিষয়টিকে হালকাভাবে নেয়নি। তারা বিষয়টি পাইলটকে জানায়। পাইলট দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে এ বিষয়ে অভিযোগ জানান। দিল্লিতে উড়োজাহাজটি অবতরণ করলে অভিযুক্ত ছাত্রকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ। 

এর আগে গত নভেম্বরে একটি ফ্লাইটে শঙ্কর মিশ্র নামের এক ভারতীয় ৭০ বছর বয়সী এক নারীর গায়ে প্রস্রাব করেন। তিনিও মদ্যপ অবস্থায় ছিলেন। বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হয়। পরে দিল্লি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

যুক্তরাষ্ট্রের ব্যাংকিং জায়ান্ট ওয়েলস ফারগোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন শঙ্কর মিশ্র। নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে নারীর গায়ে প্রস্রাব করার দায়ে তাঁকে পরে বরখাস্ত করেছে ওয়েলস ফারগো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত