ভারতের উত্তরপ্রদেশে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন মহাকুম্ভ মেলা। আজ সোমবার থেকে শুরু হওয়া এই আয়োজনের প্রথম দিনে হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও ৪০ কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নান করেছেন।
পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই মেলায় বছরজুড়ে ৪৫ কোটিরও বেশি মানুষ যোগ দেবেন, যা ধর্মীয় ইতিহাসে এক বিশাল আয়োজন হিসেবে চিহ্নিত হবে।
মেলার আধ্যাত্মিক পরিবেশের মধ্যেই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একটি তাঁবুর ভেতরে এক সাধুর সাক্ষাৎকার নিচ্ছেন এক ইউটিউবার। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে বদলে যায়। ইউটিউবারের প্রশ্নে বিরক্ত হয়ে সাধু তাঁকে চিমটা দিয়ে আঘাত করেন এবং তাঁবু থেকে বের করে দেন।
ভিডিওতে সাধুকে বলতে শোনা যায়—‘তোমরা দেখেছ তো, ও কী ভুল কথা বলল?’
এই ঘটনাটি ‘জনতা দরবার’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়, যা এখন পর্যন্ত প্রায় ২ কোটি বার দেখা হয়েছে এবং হাজারো মন্তব্য জমা পড়েছে।
ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে মজার দৃষ্টিতে দেখেছেন, আবার কেউ ঘটনাটির নৈতিক দিক নিয়ে প্রশ্ন তুলেছেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটাই হয় যখন সাধুকে বাজে প্রশ্ন করে বিরক্ত করা হয়!’
আরেকজন লিখেছেন, ‘সবার নিজের জায়গার সম্মান করতে হবে। সবকিছু কনটেন্টে হতে পারে না!’
আরেকজন মজা করে বলেছেন, ‘সাধু ১, ইউটিউবার ০। তাৎক্ষণিক কর্মফল!’
কেউ আবার ইউটিউবারের সমালোচনা করে লিখেছেন, ‘ইউটিউবার একেবারে সীমা অতিক্রম করেছে। সবাই সবকিছু সহ্য করবে এমনটা আশা করা ঠিক নয়।’
অন্য একজনের মন্তব্য—‘হিংসাই কোনো সমাধান নয়। সাধুকেও আরও শান্তভাবে বিষয়টি সামলানো উচিত ছিল।’ এই ঘটনায় সেই ইউটিউবার হয়তো তাঁর প্রত্যাশার চেয়েও বেশি কনটেন্ট পেয়ে গেছেন বলেও মনে করেন কেউ কেউ।
অনেকে সাধুর পক্ষ নিয়ে বলেছেন, ‘এটা ক্লাউট চেজারদের জন্য একটা শিক্ষা হওয়া উচিত, শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্ন ঘটানোর আগে দু’বার ভাবা প্রয়োজন।’
ঘটনাটি যেমন হাস্যরস সৃষ্টি করেছে, তেমনি ইউটিউব কনটেন্ট নির্মাণের সীমা ও নৈতিকতা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। আধ্যাত্মিক স্থানে ব্যক্তিগত পরিসরের গুরুত্ব ও সম্মান বজায় রাখা যে জরুরি, সেটি এই ঘটনাটি আরও একবার সামনে নিয়ে এসেছে।
ভারতের উত্তরপ্রদেশে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন মহাকুম্ভ মেলা। আজ সোমবার থেকে শুরু হওয়া এই আয়োজনের প্রথম দিনে হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও ৪০ কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নান করেছেন।
পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই মেলায় বছরজুড়ে ৪৫ কোটিরও বেশি মানুষ যোগ দেবেন, যা ধর্মীয় ইতিহাসে এক বিশাল আয়োজন হিসেবে চিহ্নিত হবে।
মেলার আধ্যাত্মিক পরিবেশের মধ্যেই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একটি তাঁবুর ভেতরে এক সাধুর সাক্ষাৎকার নিচ্ছেন এক ইউটিউবার। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে বদলে যায়। ইউটিউবারের প্রশ্নে বিরক্ত হয়ে সাধু তাঁকে চিমটা দিয়ে আঘাত করেন এবং তাঁবু থেকে বের করে দেন।
ভিডিওতে সাধুকে বলতে শোনা যায়—‘তোমরা দেখেছ তো, ও কী ভুল কথা বলল?’
এই ঘটনাটি ‘জনতা দরবার’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়, যা এখন পর্যন্ত প্রায় ২ কোটি বার দেখা হয়েছে এবং হাজারো মন্তব্য জমা পড়েছে।
ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে মজার দৃষ্টিতে দেখেছেন, আবার কেউ ঘটনাটির নৈতিক দিক নিয়ে প্রশ্ন তুলেছেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটাই হয় যখন সাধুকে বাজে প্রশ্ন করে বিরক্ত করা হয়!’
আরেকজন লিখেছেন, ‘সবার নিজের জায়গার সম্মান করতে হবে। সবকিছু কনটেন্টে হতে পারে না!’
আরেকজন মজা করে বলেছেন, ‘সাধু ১, ইউটিউবার ০। তাৎক্ষণিক কর্মফল!’
কেউ আবার ইউটিউবারের সমালোচনা করে লিখেছেন, ‘ইউটিউবার একেবারে সীমা অতিক্রম করেছে। সবাই সবকিছু সহ্য করবে এমনটা আশা করা ঠিক নয়।’
অন্য একজনের মন্তব্য—‘হিংসাই কোনো সমাধান নয়। সাধুকেও আরও শান্তভাবে বিষয়টি সামলানো উচিত ছিল।’ এই ঘটনায় সেই ইউটিউবার হয়তো তাঁর প্রত্যাশার চেয়েও বেশি কনটেন্ট পেয়ে গেছেন বলেও মনে করেন কেউ কেউ।
অনেকে সাধুর পক্ষ নিয়ে বলেছেন, ‘এটা ক্লাউট চেজারদের জন্য একটা শিক্ষা হওয়া উচিত, শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্ন ঘটানোর আগে দু’বার ভাবা প্রয়োজন।’
ঘটনাটি যেমন হাস্যরস সৃষ্টি করেছে, তেমনি ইউটিউব কনটেন্ট নির্মাণের সীমা ও নৈতিকতা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। আধ্যাত্মিক স্থানে ব্যক্তিগত পরিসরের গুরুত্ব ও সম্মান বজায় রাখা যে জরুরি, সেটি এই ঘটনাটি আরও একবার সামনে নিয়ে এসেছে।
ভারতের দিল্লির মুস্তফাবাদ এলাকায় আজ শনিবার ভোরে এক ভবন ধসের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই দুর্ঘটনার দৃশ্য। ঘটনাস্থলে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং পুলিশের দল উদ্ধারকাজ শুরু করেছে।
১৮ মিনিট আগেঅবৈধ অভিবাসী আটকে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে মালয়েশিয়া। গত বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজার অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬৫ জ
৯ ঘণ্টা আগেনিউইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় গত ক’দিন ধরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক দৃশ্য। ব্যস্ততম ম্যানহাটনের পথে পথে একটি বুনো টার্কি আপন মনে হাঁটছে, উড়ছে কিংবা ঘুরে বেড়াচ্ছে ছাদে ছাদে। এটি একটি নামও পেয়ে গেছে—অ্যাস্টোরিয়া। শহরের মানুষ অ্যাস্টোরিয়ার এমন সাহসিক অভিযানে এখন রীতিমতো অভিভূত।
১০ ঘণ্টা আগেপাকিস্তানের করাচিতে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে উগ্র ইসলামপন্থীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার করাচির একটি মোবাইল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে উগ্রপন্থীরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটি উপাসনালয় ঘেরাও করে।
১০ ঘণ্টা আগে