Ajker Patrika

অন্ধ্র প্রদেশের বন্যায় নিহত ১৭, নিখোঁজ শতাধিক

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৫: ২৫
অন্ধ্র প্রদেশের বন্যায় নিহত ১৭, নিখোঁজ শতাধিক

ভারতের অন্ধ্র প্রদেশে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ১৭ জন মারা গেছে এবং শতাধিক লোক নিখোঁজ রয়েছে। তিরুপতি মন্দিরের শহর থেকে শত শত তীর্থযাত্রীকে বিশাল বন্যায় আটকে থাকতে দেখা যাচ্ছে। এনডিটিভির এক প্রতিবেদনে এসব নিশ্চিত করা হয়।

গত রাতে অনন্তপুর জেলার কাদিরি শহরে ভারী বর্ষণের ফলে একটি পুরোনো ভবন ভেঙে পড়ে যায়। এতে তিন শিশু ও এক বৃদ্ধা মারা যান। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। এখনো এই ভবনে চারজনেরও ওপরে আটকে আছে। সার্কেল ইন্সপেক্টর সত্যবাবু এ তথ্য নিশ্চিত করেন। 

তিরুমালা পাহাড়ের মন্দিরের ঘাটের রাস্তা ও হাঁটার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। তিরুপতির উপকণ্ঠে স্বর্ণমুখী নদী প্লাবিত হয়েছে এবং জলাশয়গুলো উপচে পড়ছে। এতে বহু মানুষ পানিতে আটকা পড়েছে। এদিকে বন্যার কারণে রাষ্ট্রীয় পরিবহনের তিনটি বাস বিকল হয়েছে। এ ছাড়া ১২টি বাস উদ্ধার করা যায়নি। 

বন্যার কারণে অনেক স্থানের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রেল, সড়ক ও বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। কাদাপা বিমানবন্দর ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ করা হয়েছে। 

রায়ালসিমা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের চিত্তুর, কাদাপা, কুরনুল ও অনন্তপুর জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি পড়ছে। এতে চেইয়ুরু নদী উপচে পড়ছে। অন্যদিকে আন্নামায়া সেচ প্রকল্পও বাধাগ্রস্ত হয়েছে। 

তামিলনাড়ু ও কেরালায়ও বৃষ্টির কারণে বিঘ্ন সৃষ্টি হয়েছে। কেরালার পাথানামথিট্টা জেলায়, পাম্বা নদীর জলের স্তর বাড়ার কারণে আগামীকাল পাম্বা ও সবরিমালার তীর্থযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। 

পরিস্থিতি সামাল দিতে জাতীয় ও রাষ্ট্রীয় দুর্যোগ ত্রাণ দল মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা পুরোদমে চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত