পাকিস্তানের মাটিতে দেশটির দুই নাগরিককে হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার অভিযোগ করেছিল ইসলামাবাদ। এ দুটি হত্যাকাণ্ডের ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে বলে দাবি করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারত বিষয়টিকে ‘ভারতবিরোধী প্রোপাগান্ডা’ বলে অভিযোগ নাকচ করে দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রসচিব মুহাম্মদ সাইরাস কাজী সাংবাদিকদের কাছে তাঁর দেশের দুই নাগরিককে হত্যার জন্য ভারতকে দায়ী করেন। তিনি কাজী শহিদ লতিফ ও মুহাম্মদ রিয়াজ নামে নিহত দুই পাকিস্তানির কথা উল্লেখ করেন, যারা গত বছর পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সাইরাস জানান, গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানশাসিত কাশ্মীরের রাওয়ালাকোটের একটি মসজিদে ফজরের নামাজের সময় রিয়াজকে হত্যা করা হয়েছিল। এর এক মাস পরে গত অক্টোবরে পাঞ্জাবের শিয়ালকোটের একটি মসজিদের বাইরে খুন হন লতিফ। পররাষ্ট্রসচিব বলেন, ‘হত্যাকাণ্ডের পদ্ধতি কানাডা ও যুক্তরাষ্ট্রের ঘটনার মতোই।’
গত বছর কানাডায় হরদীপ সিং নিজ্জার নামে এক শিখ নেতার হত্যাকাণ্ড এবং যুক্তরাষ্ট্রে শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনের হত্যাচেষ্টার সঙ্গে ভারতীয় এজেন্টরা জড়িত ছিল বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
কানাডা ও যুক্তরাষ্ট্রের উত্থাপিত অভিযোগের মতোই পাকিস্তানের অভিযোগও নাকচ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বিষয়টিকে ভারতবিরোধী প্রোপাগান্ডা বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর সিং জাইসওয়াল বলেছেন, ‘আমরা পাকিস্তানের পররাষ্ট্রসচিবের কিছু মন্তব্যের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। এটি মিথ্যা ও ভারতের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচার চালানোর পাকিস্তানের সর্বশেষ প্রচেষ্টা।’
রণধীর সিং বলেন, ‘বিশ্ব জানে, পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাস, সংগঠিত অপরাধ ও অবৈধ আন্তর্জাতিক কার্যকলাপের কেন্দ্রস্থল। ভারত ও অন্যান্য অনেক দেশ প্রকাশ্যে পাকিস্তানকে সতর্ক করেছে যে, দেশটি সন্ত্রাস ও সহিংসতার নিজস্ব সংস্কৃতি দ্বারা একদিন আচ্ছন্ন হয়ে পড়বে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ‘নিজের অপকর্মের জন্য অন্যকে দোষারোপ করা কোনো যুক্তি বা সমাধান হতে পারে না।’ এ সময় তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান তার কৃতকর্মের ফল অবশ্যই ভোগ করবে।
পাকিস্তানের মাটিতে দেশটির দুই নাগরিককে হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার অভিযোগ করেছিল ইসলামাবাদ। এ দুটি হত্যাকাণ্ডের ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে বলে দাবি করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারত বিষয়টিকে ‘ভারতবিরোধী প্রোপাগান্ডা’ বলে অভিযোগ নাকচ করে দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রসচিব মুহাম্মদ সাইরাস কাজী সাংবাদিকদের কাছে তাঁর দেশের দুই নাগরিককে হত্যার জন্য ভারতকে দায়ী করেন। তিনি কাজী শহিদ লতিফ ও মুহাম্মদ রিয়াজ নামে নিহত দুই পাকিস্তানির কথা উল্লেখ করেন, যারা গত বছর পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সাইরাস জানান, গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানশাসিত কাশ্মীরের রাওয়ালাকোটের একটি মসজিদে ফজরের নামাজের সময় রিয়াজকে হত্যা করা হয়েছিল। এর এক মাস পরে গত অক্টোবরে পাঞ্জাবের শিয়ালকোটের একটি মসজিদের বাইরে খুন হন লতিফ। পররাষ্ট্রসচিব বলেন, ‘হত্যাকাণ্ডের পদ্ধতি কানাডা ও যুক্তরাষ্ট্রের ঘটনার মতোই।’
গত বছর কানাডায় হরদীপ সিং নিজ্জার নামে এক শিখ নেতার হত্যাকাণ্ড এবং যুক্তরাষ্ট্রে শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনের হত্যাচেষ্টার সঙ্গে ভারতীয় এজেন্টরা জড়িত ছিল বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
কানাডা ও যুক্তরাষ্ট্রের উত্থাপিত অভিযোগের মতোই পাকিস্তানের অভিযোগও নাকচ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বিষয়টিকে ভারতবিরোধী প্রোপাগান্ডা বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর সিং জাইসওয়াল বলেছেন, ‘আমরা পাকিস্তানের পররাষ্ট্রসচিবের কিছু মন্তব্যের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। এটি মিথ্যা ও ভারতের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচার চালানোর পাকিস্তানের সর্বশেষ প্রচেষ্টা।’
রণধীর সিং বলেন, ‘বিশ্ব জানে, পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাস, সংগঠিত অপরাধ ও অবৈধ আন্তর্জাতিক কার্যকলাপের কেন্দ্রস্থল। ভারত ও অন্যান্য অনেক দেশ প্রকাশ্যে পাকিস্তানকে সতর্ক করেছে যে, দেশটি সন্ত্রাস ও সহিংসতার নিজস্ব সংস্কৃতি দ্বারা একদিন আচ্ছন্ন হয়ে পড়বে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ‘নিজের অপকর্মের জন্য অন্যকে দোষারোপ করা কোনো যুক্তি বা সমাধান হতে পারে না।’ এ সময় তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান তার কৃতকর্মের ফল অবশ্যই ভোগ করবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৬ মিনিট আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
৩ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৬ ঘণ্টা আগে