Ajker Patrika

শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যেতে উন্মুখ মোদি

কলকাতা প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২০: ৩৪
শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যেতে উন্মুখ মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যেতে উন্মুখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৈত্রী দিবস উপলক্ষে এক টুইট বার্তায় তিনি এমনটিই জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তায় বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রক্তের বন্ধনে লেখা। উভয় দেশই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। সোমবার, ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দিল্লিতে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত। স্থাপিত হয় কূটনৈতিক সম্পর্ক। এই স্বীকৃতির সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও মজবুত করতে আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদি। বন্ধুত্বের ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি আগ্রহও প্রকাশ করেন। 

প্রধানমন্ত্রী হাসিনা বলেন, বাংলাদেশ-ভারতের মানুষের সম্পর্ক বন্ধুত্বের। এ সম্পর্ক ইতিহাসের আলোকে এক সোনালি অধ্যায়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ) বিশেষ আলোচনা সভার আয়োজন করে। সেখানেই প্রধানমন্ত্রী হাসিনার ভিডিও বার্তাটি সম্প্রচারিত হয়। ভিডিও বার্তায় তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক অবদান এবং স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। ভারতের সর্বস্তরের মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

এদিনের আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান, আইসিডব্লিএর মহাপরিচালক বিজয় টাকুর সিং, নিবেদিতা রায়, বাংলাদেশের সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত রজিত মিতার, সব্যসাচী দত্ত এবং সাংবাদিক দীপাঞ্জন রায় চৌধুরী। 

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ভারতীয় সেনাবাহিনীর ২০ জন বীর যোদ্ধাকে সংবর্ধনা জানানো হয়। সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অনেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত