গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, টানেলের ভেতর থেকে উদ্ধার হওয়া ৪১ শ্রমিকের মধ্যে কেউ হাসপাতালের বিছানা বসে খাচ্ছেন, কেউ মোবাইল টিপছেন, কেউ চা পান করছেন, সেলফি তুলছেন। তাঁরা বেশ ভালো অবস্থায় আছেন বলে মনে হয়েছে।
ভূমিধসের ফলে ১২ নভেম্বর এই শ্রমিকেরা উত্তরাখান্ডের একটি টানেলের ভেতর আটকে পড়েছিলেন। এ ঘটনার ১৭ দিন পর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে গতকাল মঙ্গলবার তাঁদের উদ্ধার করেছে। উদ্ধারের পর তাঁদের পরিবারের সদস্যরা উদ্ধারকাজে জড়িত ব্যক্তিদের প্রতি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
একইভাবে উদ্ধার হওয়া শ্রমিকেরাও কথা বলতে শুরু করেছেন গণমাধ্যমের সঙ্গে। মূলত টানেলের ভেতর আটকে থাকা ১৭ দিনের গল্পই করছেন তাঁরা।
উদ্ধার হওয়া শ্রমিকদের একজন সত্য দেব। আটকে থাকা দিনগুলোকে তিনি ‘দমবন্ধকর’ হিসেবে বর্ণনা করেছেন টাইমস অব ইন্ডিয়ার কাছে।
চামারা ওরাওন নামে আরেক শ্রমিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, তিনি টানেলের ভেতর সব সময় অস্থিরতা অনুভব করেছেন আর কখন তাঁকে উদ্ধার করা হবে—সেই চিন্তায় তিনি ডুবে ছিলেন সারাক্ষণ।
চামারা বলেন, ‘কিন্তু আমি কখনোই আশা হারাইনি।’
তিনি জানান, আটকে থাকা ১৭ দিনের মধ্যে মোবাইলে গেম খেলে তাঁর অনেক সময় কেটেছে। একটি পাইপ দিয়ে উদ্ধারকারীদের পাঠানো পোর্টেবল চার্জার দিয়েই তিনি তাঁর মোবাইলটি চার্জ করতেন।
তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে আমরা কারও কাছে কোনো কল করতে পারিনি। কারণ, সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। তাই আমরা নিজেদের মধ্যেই কথা বলতাম, আর একে অপরের বিষয়ে জানতে চাইতাম।’
আরেক শ্রমিক জানান, আটকে থাকা অবস্থায় তাঁরা একে অপরকে সব সময় সাহস দেওয়া চেষ্টা করেছেন। কারও মধ্যে যেন দুশ্চিন্তা কিংবা নেতিবাচক চিন্তা না আসে সেই চেষ্টা করেছেন সবাই। আর তাঁদের কাছে পাঠানো খাবার তাঁরা সবাই একসঙ্গে খেতেন। এ ছাড়া তাঁরা টানেলের ভেতর পায়চারিও করতেন, মাঝেমধ্যে ধ্যানেও বসতেন। মূলত শরীরকে সক্ষম অবস্থায় রাখতেই তাঁরা এসব করতেন।
গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, টানেলের ভেতর থেকে উদ্ধার হওয়া ৪১ শ্রমিকের মধ্যে কেউ হাসপাতালের বিছানা বসে খাচ্ছেন, কেউ মোবাইল টিপছেন, কেউ চা পান করছেন, সেলফি তুলছেন। তাঁরা বেশ ভালো অবস্থায় আছেন বলে মনে হয়েছে।
ভূমিধসের ফলে ১২ নভেম্বর এই শ্রমিকেরা উত্তরাখান্ডের একটি টানেলের ভেতর আটকে পড়েছিলেন। এ ঘটনার ১৭ দিন পর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে গতকাল মঙ্গলবার তাঁদের উদ্ধার করেছে। উদ্ধারের পর তাঁদের পরিবারের সদস্যরা উদ্ধারকাজে জড়িত ব্যক্তিদের প্রতি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
একইভাবে উদ্ধার হওয়া শ্রমিকেরাও কথা বলতে শুরু করেছেন গণমাধ্যমের সঙ্গে। মূলত টানেলের ভেতর আটকে থাকা ১৭ দিনের গল্পই করছেন তাঁরা।
উদ্ধার হওয়া শ্রমিকদের একজন সত্য দেব। আটকে থাকা দিনগুলোকে তিনি ‘দমবন্ধকর’ হিসেবে বর্ণনা করেছেন টাইমস অব ইন্ডিয়ার কাছে।
চামারা ওরাওন নামে আরেক শ্রমিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, তিনি টানেলের ভেতর সব সময় অস্থিরতা অনুভব করেছেন আর কখন তাঁকে উদ্ধার করা হবে—সেই চিন্তায় তিনি ডুবে ছিলেন সারাক্ষণ।
চামারা বলেন, ‘কিন্তু আমি কখনোই আশা হারাইনি।’
তিনি জানান, আটকে থাকা ১৭ দিনের মধ্যে মোবাইলে গেম খেলে তাঁর অনেক সময় কেটেছে। একটি পাইপ দিয়ে উদ্ধারকারীদের পাঠানো পোর্টেবল চার্জার দিয়েই তিনি তাঁর মোবাইলটি চার্জ করতেন।
তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে আমরা কারও কাছে কোনো কল করতে পারিনি। কারণ, সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। তাই আমরা নিজেদের মধ্যেই কথা বলতাম, আর একে অপরের বিষয়ে জানতে চাইতাম।’
আরেক শ্রমিক জানান, আটকে থাকা অবস্থায় তাঁরা একে অপরকে সব সময় সাহস দেওয়া চেষ্টা করেছেন। কারও মধ্যে যেন দুশ্চিন্তা কিংবা নেতিবাচক চিন্তা না আসে সেই চেষ্টা করেছেন সবাই। আর তাঁদের কাছে পাঠানো খাবার তাঁরা সবাই একসঙ্গে খেতেন। এ ছাড়া তাঁরা টানেলের ভেতর পায়চারিও করতেন, মাঝেমধ্যে ধ্যানেও বসতেন। মূলত শরীরকে সক্ষম অবস্থায় রাখতেই তাঁরা এসব করতেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
৩ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৬ ঘণ্টা আগে