প্রতিনিধি, কলকাতা
পশ্চিমবঙ্গের নাম 'বাংলা' করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবারও দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার দিল্লি সফররত মমতা মোদীর সঙ্গে বৈঠকের পর নিজেই এ কথা জানান।
২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই রাজ্যের নাম 'বাংলা' করার প্রক্রিয়া শুরু করেন মমতা ব্যানার্জি। এ জন্য মন্ত্রিসভার বৈঠকের পর নিয়ম মেনে বিধানসভায় প্রস্তাবও পাশ করান তিনি। তারপর রাজ্যপালের সম্মতি নিয়ে প্রস্তাবটি দিল্লিতে পাটানো হয়।
রাজ্যের নাম বদলের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমোদন জরুরি। বহুদিন ধরেই বিষয়টি কেন্দ্রীয় সরকারের বিবেচনায় রয়েছে। তাই মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবারও রাজ্যের নাম বদলের বিষয়টি তোলেন তিনি।
রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হলেও ইংরেজিতে 'ওয়েস্ট বেঙ্গল' লেখা শুরু হয় ইংরেজির ডব্লিউ দিয়ে। ইংরেজি বর্ণমালায় ডব্লিউ শব্দটা পেছন দিকে থাকায় দিল্লিতে আন্ত রাজ্য বৈঠকে পশ্চিমবঙ্গ বর্ণমালা অনুযায়ী পেছন দিকেই থাকে। রাজ্যের আমলাদের বড় অংশ মনে করেন, এর ফলে অনেক বৈঠকেই সবার শেষে কথা বলার সুযোগ পান রাজ্যের প্রতিনিধিরা। তা ছাড়া রাজ্যের আবেগকেও কাজে লাগাতে চাইছেন মমতা। তবে এর বিরুদ্ধ মতও রয়েছে। কারণ 'বাংলাদেশ'। বাংলা নাম নিয়েই রয়েছে একটি গোটা দেশ। তাই অনেকেই রাজ্যের নাম বাংলা করা নিয়ে আপত্তিও তুলছিলেন। কিন্তু বিধানসভায় পাশ হয় 'বাংলা' নামটিই। মমতাও বাংলা নামেই অটল।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরও বেশি করোনা টিকাও চেয়েছেন তিনি। বিভিন্ন প্রকল্প নিয়েও কথা হয়েছে তাঁর। তবে প্রধানমন্ত্রী কী বলেছেন তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি তিনি।
এদিকে, মমতার সঙ্গে এদিন কংগ্রেস নেতা আনন্দ শর্মা ও কমলনাথ দেখা করেন। বুধবার সনিয়া গান্ধীর সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। এদিন প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের পরও মমতা পেগাসাস নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন।
বুধবার শাবানা আজমি, জাভেদ আখতারের মতো বিশিষ্টজনদের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তাঁর।
তবে কোভিড টেস্টের জটিলতায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা কম। তবে তাঁর সুস্থতা কামনা করেছেন মমতা।
পশ্চিমবঙ্গের নাম 'বাংলা' করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবারও দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার দিল্লি সফররত মমতা মোদীর সঙ্গে বৈঠকের পর নিজেই এ কথা জানান।
২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই রাজ্যের নাম 'বাংলা' করার প্রক্রিয়া শুরু করেন মমতা ব্যানার্জি। এ জন্য মন্ত্রিসভার বৈঠকের পর নিয়ম মেনে বিধানসভায় প্রস্তাবও পাশ করান তিনি। তারপর রাজ্যপালের সম্মতি নিয়ে প্রস্তাবটি দিল্লিতে পাটানো হয়।
রাজ্যের নাম বদলের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমোদন জরুরি। বহুদিন ধরেই বিষয়টি কেন্দ্রীয় সরকারের বিবেচনায় রয়েছে। তাই মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবারও রাজ্যের নাম বদলের বিষয়টি তোলেন তিনি।
রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হলেও ইংরেজিতে 'ওয়েস্ট বেঙ্গল' লেখা শুরু হয় ইংরেজির ডব্লিউ দিয়ে। ইংরেজি বর্ণমালায় ডব্লিউ শব্দটা পেছন দিকে থাকায় দিল্লিতে আন্ত রাজ্য বৈঠকে পশ্চিমবঙ্গ বর্ণমালা অনুযায়ী পেছন দিকেই থাকে। রাজ্যের আমলাদের বড় অংশ মনে করেন, এর ফলে অনেক বৈঠকেই সবার শেষে কথা বলার সুযোগ পান রাজ্যের প্রতিনিধিরা। তা ছাড়া রাজ্যের আবেগকেও কাজে লাগাতে চাইছেন মমতা। তবে এর বিরুদ্ধ মতও রয়েছে। কারণ 'বাংলাদেশ'। বাংলা নাম নিয়েই রয়েছে একটি গোটা দেশ। তাই অনেকেই রাজ্যের নাম বাংলা করা নিয়ে আপত্তিও তুলছিলেন। কিন্তু বিধানসভায় পাশ হয় 'বাংলা' নামটিই। মমতাও বাংলা নামেই অটল।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরও বেশি করোনা টিকাও চেয়েছেন তিনি। বিভিন্ন প্রকল্প নিয়েও কথা হয়েছে তাঁর। তবে প্রধানমন্ত্রী কী বলেছেন তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি তিনি।
এদিকে, মমতার সঙ্গে এদিন কংগ্রেস নেতা আনন্দ শর্মা ও কমলনাথ দেখা করেন। বুধবার সনিয়া গান্ধীর সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। এদিন প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের পরও মমতা পেগাসাস নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন।
বুধবার শাবানা আজমি, জাভেদ আখতারের মতো বিশিষ্টজনদের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তাঁর।
তবে কোভিড টেস্টের জটিলতায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা কম। তবে তাঁর সুস্থতা কামনা করেছেন মমতা।
গতকাল বৃহস্পতিবার রাতে বোমা হামলায় খান ইউনিসে ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী ও শিশুসহ ৫৬ জন নিহত হয়েছে। অন্যদিকে জাবালিয়ায় প্রাণঘাতী হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজের হলঘরে ১৩ জন নিহত হয়েছে বলে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে।
২৩ মিনিট আগেভারত-পাকিস্তানের গত কয়েক দিনের সংঘর্ষে তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
১১ ঘণ্টা আগে২০২৪ সালের ১৮ আগস্ট। ছুটি কাটানোর শেষ দিন ছিল এটি। বিলাসবহুল বেশিয়ান ইয়টে থাকা অতিথিরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ব্রিটিশ এই প্রমোদতরিটির মালিক মাইক লিঞ্চ। একটি প্রতারণা মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার খুশিতে তিনি বন্ধু ও পরিবারের সঙ্গে উদ্যাপনে ছিলেন।
১১ ঘণ্টা আগেপশ্চিমবঙ্গের তিস্তা অববাহিকায় সম্প্রতি অনুষ্ঠিত ‘তিস্তা প্রহার’ সামরিক মহড়াকে ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে ভারত। শিলিগুড়ি করিডরের কাছে হওয়া এই বৃহৎ মহড়ায় আধুনিক অস্ত্র ও যৌথ যুদ্ধ-কৌশল প্রদর্শনের মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোকে বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
১৩ ঘণ্টা আগে