অনলাইন ডেস্ক
ইউক্রেনে অবস্থিত ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’ নামে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে কিছু ভিডিও ও ছবি শেয়ার করে এমন অভিযোগ করে ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস। ইউক্রেনীয় দূতাবাসের অভিযোগ, রাশিয়া ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আজ একটি রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’-এর গুদামে আঘাত হেনেছে। ভারতের সঙ্গে ‘বিশেষ বন্ধুত্ব’ রয়েছে, মস্কো এমন দাবি করলেও ইচ্ছাকৃতভাবে তারা ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। যার ফলে শিশু ও বয়স্কদের জন্য প্রয়োজনীয় ওষুধ ধ্বংস হয়ে গেছে।
অন্যদিকে ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও এ অভিযোগ করেছেন। তিনি জানান, রুশ হামলায় একটি বড় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস হয়েছে। তবে তিনি বলেছেন, এই হামলা মিসাইল নয়, রাশিয়ান ড্রোন দ্বারা পরিচালিত হয়েছে।
এক্সের এক পোস্টে মার্টিন হ্যারিস বলেছেন, ‘আজ সকালে রুশ ড্রোন কিয়েভের একটি প্রধান ওষুধ কোম্পানির গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এখানে থাকা বয়স্ক ও শিশুদের প্রয়োজনীয় ওষুধের মজুত পুড়ে ছাই হয়ে গেছে। ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।’
মার্টিন হ্যারিস একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে গুদাম বলে মনে হওয়া কাঠামো থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে এবং পাশে একটি অগ্নিনির্বাপক গাড়িও দেখা গেছে।
ইউক্রেনে অবস্থিত ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’ নামে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে কিছু ভিডিও ও ছবি শেয়ার করে এমন অভিযোগ করে ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস। ইউক্রেনীয় দূতাবাসের অভিযোগ, রাশিয়া ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আজ একটি রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’-এর গুদামে আঘাত হেনেছে। ভারতের সঙ্গে ‘বিশেষ বন্ধুত্ব’ রয়েছে, মস্কো এমন দাবি করলেও ইচ্ছাকৃতভাবে তারা ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। যার ফলে শিশু ও বয়স্কদের জন্য প্রয়োজনীয় ওষুধ ধ্বংস হয়ে গেছে।
অন্যদিকে ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও এ অভিযোগ করেছেন। তিনি জানান, রুশ হামলায় একটি বড় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস হয়েছে। তবে তিনি বলেছেন, এই হামলা মিসাইল নয়, রাশিয়ান ড্রোন দ্বারা পরিচালিত হয়েছে।
এক্সের এক পোস্টে মার্টিন হ্যারিস বলেছেন, ‘আজ সকালে রুশ ড্রোন কিয়েভের একটি প্রধান ওষুধ কোম্পানির গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এখানে থাকা বয়স্ক ও শিশুদের প্রয়োজনীয় ওষুধের মজুত পুড়ে ছাই হয়ে গেছে। ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।’
মার্টিন হ্যারিস একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে গুদাম বলে মনে হওয়া কাঠামো থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে এবং পাশে একটি অগ্নিনির্বাপক গাড়িও দেখা গেছে।
তিব্বতের পাহাড়ি অঞ্চলে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ শুরু করেছে চীন, যা ভারত ও বাংলাদেশের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং গত শনিবার (১৯ জুলাই) ইয়ারলুং সাংপো নদীতে এই প্রকল্পের নির্মাণ উদ্বোধন করেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এক প্রেমিক যুগলকে অবৈধ সম্পর্কের অভিযোগে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে নিজ সম্প্রদায়ের মানুষ। পুলিশ জানিয়েছে, একজন গোত্রপ্রধানের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটে। ওই গোত্রপ্রধান এই সম্পর্ককে তাঁদের গোত্রের মর্যাদার জন্য হুমকি বলে মনে করেছিলেন।
১ ঘণ্টা আগেগত মাসে যুদ্ধ চলাকালীন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ক্রিপটো সম্পদকে লক্ষ্যবস্তু করে হামলা চালায় ইসরায়েল-সমর্থিত হ্যাকারেরা। এই হামলায় আইআরজিসি-এর প্রায় ৯ কোটি ডলার মূল্যের ডিজিটাল মুদ্রা গায়েব হয়ে গেছে—বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৯৩ কোটি টাকারও বেশি।
২ ঘণ্টা আগেজর্দা পাচার করতে গিয়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন চার বাংলাদেশি। পৃথক দুটি অভিযানে আটক করা হয়েছে তাদের। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল দিয়ে জর্দাগুলো পাচারের চেষ্টা চলছিল।
৩ ঘণ্টা আগে