Ajker Patrika

‘চা খাওয়ার কথা বলে’ ঘরে ঢুকে ২ শিশুকে হত্যা করল নাপিত

আপডেট : ২০ মার্চ ২০২৪, ১১: ২১
‘চা খাওয়ার কথা বলে’ ঘরে ঢুকে ২ শিশুকে হত্যা করল নাপিত

বাবার সঙ্গে দ্বন্দ্বের জেরে দুই সন্তানকে হত্যা করেছেন এক নাপিত। পরে পালাতে গিয়ে পুলিশের গুলিতে হত্যাকারী সেই ব্যক্তিও নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাদাউন জেলায়। বাদাউন পুলিশ আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে। 

পুলিশ জানিয়েছে, এই জোড়া খুনের ঘটনায় শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে হত্যাকারী মুসলিম হওয়ায় এবং ভুক্তভোগীর পরিবার হিন্দু হওয়ায় সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। 

পুলিশ জানিয়েছে, হত্যাকারী ব্যক্তির নাম সাজিদ। তাঁর পুরো নাম জানা যায়নি। পেশায় একজন নাপিত। ধারণা করা হচ্ছে, নিহত দুই শিশুর বাবা বিনোদের সঙ্গে সাজিদের পূর্বশত্রুতা বা দ্বন্দ্ব ছিল। তারই জের ধরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিনোদের বাসায় যান সাজিদ। সে সময় বিনোদের তিন ছেলে আয়ুশ (১৩), অহন (৭) ও পীযূষ বাড়ির বারান্দায় খেলছিল। 

সন্ধ্যা বেলায় সাজিদ বাদাউনের বাবা কলোনিতে অবস্থিত বিনোদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে চা পান করতে চান। তাঁর জন্য চা বানাতে পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বাড়ির ভেতরে চলে গেলে বারান্দায় গিয়ে আয়ুশ ও অহনকে গলা কেটে হত্যা করেন সাজিদ। এ সময় তিনি পীযূষকেও হত্যার চেষ্টা করেন। তবে ব্যর্থ হয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে তিনি। পীযূষ সুস্থ আছে। 

পুলিশ আরও জানিয়েছে, আটক হওয়ার পর সাজিদ তাদের কাছ থেকেও পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। তবে এই হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো জানতে পারেনি পুলিশ। তাদের অনুমান ও স্থানীয়দের ভাষ্য, বিনোদের সঙ্গে সাজিদের শত্রুতা বা দ্বন্দ্ব ছিল। 

বাদাউনের জেলা ম্যাজিস্ট্রেট মনোজ কুমার জানিয়েছেন, পুলিশ স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়েছে। তবে পুলিশ স্থানীয়দের শান্তি বজায় রাখার অনুরোধ করেছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। 

মনোজ কুমার বলেছেন, ‘আমরা আজ (গতকাল মঙ্গলবার) সন্ধ্যায় তথ্য পেয়েছি যে, এক ব্যক্তি একটি বাড়িতে ঢুকে দুই শিশুকে হত্যা করেছে। এর পরই জনতা বিক্ষোভ শুরু করে। তাদের শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে এবং দুই মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত