ভারতে সদ্য উদ্বোধন করা নতুন সংসদ ভবনের লোকসভা ও রাজ্যসভা কক্ষের মেঝেতে যে কার্পেট বিছানো হয়েছে, সেটি উত্তর প্রদেশের প্রায় ৯০০ কারিগর ১০ লাখ ঘণ্টা কাজ করে তৈরি করেছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনটি উদ্বোধন করেছেন। সংসদ ভবনের লোকসভা ও রাজ্যসভা কক্ষের মেঝেতে বিছানো দৃষ্টিনন্দন কার্পেটটিতে জাতীয় পাখি ময়ূর ও জাতীয় ফুল পদ্মের মোটিফ ব্যবহার করা হয়েছে।
কার্পেটটি তৈরি করেছে ভারতের শত বছরের পুরোনো প্রতিষ্ঠান ওবিটি কার্পেটস। প্রতিষ্ঠানটি বলেছে, তারা লোকসভা ও রাজ্যসভা কক্ষের জন্য ১৫০টি কার্পেট তৈরি করেছে। পরে সেগুলো জোড়া দেওয়া হয়েছে। কার্পেটটি ৩৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে বিছানো সম্ভব।
ওবিটি কার্পেটসের চেয়ারম্যান রুদ্র চ্যাটার্জি বলেন, ‘আমাদের কারিগরেরা সংসদ ভবনের প্রতিটি হলের জন্য ১৭ হাজার ৫০০ বর্গফুট কার্পেট তৈরি করেছেন। এটি ডিজাইন করা খুবই দুঃসাধ্য ছিল। কারণ আলাদা আলাদা টুকরো করে কার্পেট তৈরি করে শেষে জোড়া দিতে হয়েছে। উচ্চ সৃজনশীলতা ও দক্ষতা ছাড়া এ কাজ করা কারও পক্ষে সম্ভব নয়।
কারুকার্যের জটিলতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘কার্পেটটির প্রতি বর্গ ইঞ্চিতে ১২০টি গিঁট দেওয়া হয়েছে। পুরো কার্পেটে এ রকম গিঁট রয়েছে ৬০ কোটি।’ উত্তর প্রদেশের ভাদোহি ও মির্জাপুর জেলার তাঁতিরা ১০ লাখ ঘণ্টা শ্রম দিয়ে কার্পেটটি তৈরি করেছেন বলেও জানান তিনি।
রুদ্র চ্যাটার্জি আরও বলেন, ‘২০২০ সালে করোনা মহামারি শুরুর মাঝামাঝি সময়ে আমরা এই কার্পেট তৈরির প্রকল্পটি হাতে নিয়েছিলাম। বুনন প্রক্রিয়া শুরু করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। আর এটি শেষ হয়েছে ২০২২ সালের মে মাসে।’
ভারতে সদ্য উদ্বোধন করা নতুন সংসদ ভবনের লোকসভা ও রাজ্যসভা কক্ষের মেঝেতে যে কার্পেট বিছানো হয়েছে, সেটি উত্তর প্রদেশের প্রায় ৯০০ কারিগর ১০ লাখ ঘণ্টা কাজ করে তৈরি করেছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনটি উদ্বোধন করেছেন। সংসদ ভবনের লোকসভা ও রাজ্যসভা কক্ষের মেঝেতে বিছানো দৃষ্টিনন্দন কার্পেটটিতে জাতীয় পাখি ময়ূর ও জাতীয় ফুল পদ্মের মোটিফ ব্যবহার করা হয়েছে।
কার্পেটটি তৈরি করেছে ভারতের শত বছরের পুরোনো প্রতিষ্ঠান ওবিটি কার্পেটস। প্রতিষ্ঠানটি বলেছে, তারা লোকসভা ও রাজ্যসভা কক্ষের জন্য ১৫০টি কার্পেট তৈরি করেছে। পরে সেগুলো জোড়া দেওয়া হয়েছে। কার্পেটটি ৩৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে বিছানো সম্ভব।
ওবিটি কার্পেটসের চেয়ারম্যান রুদ্র চ্যাটার্জি বলেন, ‘আমাদের কারিগরেরা সংসদ ভবনের প্রতিটি হলের জন্য ১৭ হাজার ৫০০ বর্গফুট কার্পেট তৈরি করেছেন। এটি ডিজাইন করা খুবই দুঃসাধ্য ছিল। কারণ আলাদা আলাদা টুকরো করে কার্পেট তৈরি করে শেষে জোড়া দিতে হয়েছে। উচ্চ সৃজনশীলতা ও দক্ষতা ছাড়া এ কাজ করা কারও পক্ষে সম্ভব নয়।
কারুকার্যের জটিলতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘কার্পেটটির প্রতি বর্গ ইঞ্চিতে ১২০টি গিঁট দেওয়া হয়েছে। পুরো কার্পেটে এ রকম গিঁট রয়েছে ৬০ কোটি।’ উত্তর প্রদেশের ভাদোহি ও মির্জাপুর জেলার তাঁতিরা ১০ লাখ ঘণ্টা শ্রম দিয়ে কার্পেটটি তৈরি করেছেন বলেও জানান তিনি।
রুদ্র চ্যাটার্জি আরও বলেন, ‘২০২০ সালে করোনা মহামারি শুরুর মাঝামাঝি সময়ে আমরা এই কার্পেট তৈরির প্রকল্পটি হাতে নিয়েছিলাম। বুনন প্রক্রিয়া শুরু করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। আর এটি শেষ হয়েছে ২০২২ সালের মে মাসে।’
১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদী এবং এর শাখানদীগুলোর (ঝিলম, চেনাব, রবি, বিয়াস ও শতদ্রু) পানিবণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি হয়। এই চুক্তির সুবিধাভোগী ছিল পাকিস্তানের প্রায় কয়েক কোটি মানুষ। কিন্তু এবার সেই ঐতিহাসিক চুক্তি স্থগিত করা হলো। ফলে পাকিস্তানে পানি সরবরাহ..
৫ ঘণ্টা আগেরানি মেরি ও রাজা ফ্রেডেরিক এক্স-এর জ্যেষ্ঠ কন্যা প্রিন্সেস ইসাবেলা সম্প্রতি রাজপ্রাসাদের নাইটস হলে ছবি তোলেন। ছবিগুলোতে তাঁকে একটি উজ্জ্বল কমলা বলগাউনে দেখা গেছে। তাঁর মাথায় ছিল হীরার টায়রা এবং বুকে ‘অর্ডার অব দ্য এলিফ্যান্ট’ খেতাবসহ তাঁর বাবার একটি ক্ষুদ্র পোর্ট্রেট ধারণ করেছিলেন।
৬ ঘণ্টা আগেসার্ক ভিসায় আসা ভারতে থাকা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া আগে ইস্যু করা ভিসাও এখন থেকে বাতিল গণ্য হবে বলে জানানো হয়েছে। আজ বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির...
৭ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ঘুরতে গিয়ে ছোট ছোট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন মঞ্জু নাথ। কর্ণাটকের এই ব্যক্তি স্ত্রী পল্লবী ও সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। তবে ফিরেছেন লাশ হয়ে। গত মঙ্গলবার সন্ত্রাসীরা তাঁকে গুলি চালিয়ে হত্যা করে। তবে তাঁর স্ত্রীকে হত্যা করেনি সন্ত্রাসীরা; বরং তাঁকে
৭ ঘণ্টা আগে