Ajker Patrika

ইয়াসের পরের গন্তব্য ভারতের ঝাড়খন্ড

আপডেট : ২৬ মে ২০২১, ১৪: ৪১
ইয়াসের পরের গন্তব্য ভারতের ঝাড়খন্ড

ঢাকা: পূর্ণশক্তি নিয়ে ভারতের ওডিশা অতিক্রম করছে ঘূর্ণিঝড় ইয়াস। ঘন্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার গতিবেগে এগিয়ে যাচ্ছে ঝড়টি। স্থলভাগে আছড়ে পড়ার পরও অতি শক্তিশালী হয়ে বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে যাবে এটি।

ভারতের আবহাওয়া অফিস আজ বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটের বুলেটিনে এ সব তথ্য জানায়। এতে জানানো হয়, ওড়িশার বালেশ্বরের দক্ষিণের স্থলভাগে আছড়ে পড়ে ইয়াস। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার। আগামী ৩ থেকে ৫ ঘণ্টারও বেশী সময় ধরে এ অবস্থান চলবে ইয়াসের।

বুলেটিনে আরও বলা হয়, গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিবেগে আগাচ্ছে ইয়াস। বুধবার দুপুরের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস ওড়িশার প্যারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে ওডিশার বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করে যাবে বলেই পূর্বাভাস। তার পর ঘূর্ণিঝড় চলে যাবে ঝাড়খণ্ডের দিকে।

ভারতের উপকূলবর্তী বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিবঙ্গের বিভিন্ন জেলাতেও। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত